ফটোগ্রফি শিখুন



আপনি যদি সবে ফটোগ্রাফি শুরু করেন এবং আপনি জানেন না কোথা থেকে শুরু করবেন, অথবা সম্ভবত আপনি কিছুক্ষণ ধরে আপনার ক্যামেরা দিয়ে ছবি তুলছেন এবং আপনার ছবি তোলার  দক্ষতা উন্নত করতে চান,  এই লেখা গুলো আপনাকে শুধুমাত্র আপনার ফটোগ্রাফি জ্ঞান বাড়াতে সাহায্য করবে না?আপনাকে পরবর্তী স্তরে অগ্রসর হতে সহায়তা করবে।

ছবি উঠানোর সময় আপনি কিভাবে আপনার ক্যামেরা বা মোবাইল ধরবেন

 শুরুতে আপনাকে

 যেসকল বিষয়ে জানতে হবে তা হল ঃ-

ডি এসএল আর ক্যামেরা  কি ?

মিররলেস ক্যামেরা কি?

শাটার স্পিড কাকে বলে?

অ্যাপাচার কাকে বলে ?

আই এসও কি ?

কিভাবে শাটার স্পিড,অ্যাপাচার ও আই এস ও বোঝা যায়?

কখনও কি মুডে ছবি তুলবেন ?

মিটারিং  কি এবং মিটারিং মুডের ব্যবহার ?

এক্সপোজারের খারাপ দিক সমূহ ?

অটোফোকাস কিভাবে কাজ করে ?

নতুনদের জন্য ক্যামেরা সেটিং ?

কিভাবে পরিস্কার ছবি তুলতে হয়  ?

শটার শক কি ? কিভাবে এটা কাজ করে ?

ছবি উঠানোর সময় আপনি কিভাবে আপনার ক্যামেরা বা মোবাইল ধরবেন


আপনি যখনই উপরের সকল বিষয়গুলো শিখে যাবেন তখন ফটোগ্রাফি আপনার কাছে পানির মত সহজ হয়ে যাবে সবকিছৃ  । 

প্রত্যেকটা বিষয়য়ের উপর আমার লেখা আছে যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় তবে ইমেল এ যোগাযোগ করবেন 

Previous Post Next Post