আমি আমার ব্লগ স্পট ব্লগে ভালো মানের একটি টেমপ্লেট ডাউনলোড করে ইন্সটাল দিলাম, দ্যান সাইটে দেখা যাবে ফুটার এরিইয়ায় লেখা Created by, Managed by
আপনি চাইলেই এই লিঙ্কটা রিমুভ করতে পারবেন না। থীমস ডেপলপাররা এমন অনেক ইঙ্ক্রাপ্ট কোড থীমস এ ডুকিয়ে রাখেন আপনি লিঙ্ক রিমুভ করার সাথে সাথে রিডাইরেক্ট করে ডেপলপার সাইটে আপনার ব্লগ নিয়ে যাবে।
ফুটার ক্রেডিট রিমুভ করার অনেক উপায় আছে।
যেমন
- জাভা স্ক্রিপ্টের মাধ্যমে রিমুভ
- Div id এর সাথে Visibility Hidden এর মাধ্যমে রিমুভ
- এলিমেন্ট এড করে রিমুভ।
উপরের যে অপায়গুলা বলা হলো সব গুলো রিস্কি উপায়।
জাভা স্ক্রিপ্টের মাধ্যমে রিমুভ অনেক সময় হয় না। আবার সাইটের স্ক্রিপ্ট বেড়ে যাওয়ায় স্পিড কমে যায়।
দিভ আইডি দিয়ে ইনক্রাপ্টেড কোড রিমুভ দেওয়া যায় না।
এলিমেন্ট এড্ড করেও অনেক সময় সাকসেস হওয়া যায় না।
আমার টিপ্সঃ
আমি সাদাসিধা মানুষ। এত জাক্কি জামেলা আমার ভালো লাগে না। সহজ পদ্ধতি খোজতে গিয়ে এমন এক সহজ পদ্ধতি পেয়েছি যা অনেক সুবিধা। ব্লগার ফুটার ক্রেডিট রিমুভ করা যায়।
তাহলে আসুন শুরু করা যাক মুল ট্রিক্স।
প্রথমে ব্লগার ডেসবোর্ড থেকে Theme এ যান।
Edit HTML এ গিয়ে ctrl=f ক্লিক করে সার্চ বক্সে টাইপ করুন Copyright বা crapted by.
অর্থাৎ এখন আমাদেরকে খোজতে হবে ডেপলপার কোন দিভ আইডি দিয়ে ফুটার ক্রেটিট মেইক করছে।
স্ক্রিনশট ফলো করুন।
আমি আমার দিভ আইডি পেলাম <div id=’copyright’>
এখন আবার আমাদেরকে খোজতে হবে এই দিভ আইডির সিএসএস কি?? সিএসএস সাধারণত লে-আউট এ থাকে।
আমার সিসিএস.footer-wrapper .copyright{font-size:0px;float:left;height:30px;line-height:30px;font-weight:400}
.footer-wrapper .copyright a{color:#ddd;transition:color .3s}
.footer-wrapper .copyright a:hover{color:$(main.color)}
দেখেন এই সিসিএস এর নিচে আমি আরেকটি সিসিএস মেক করেছি .ct নামে।
ডেভলোপারের সিসিএস কোডে Font-size 0 করেছি আর আমার মেক করা সিএসএস এ ফন্ট সাইজ ১৫।
এখন আপনি আমার মত যে কোন আইডি দিয়ে আরেকটি সিএসএস মেক করে রিয়েল সিএসএস এর নিচে বসান। ডেপলোপারের সিএসএস এর ফন্ট সাইযে ০ দিয়ে আপনার মেক করা সিএসএস এ ১৫ বা যত বড় ফন্ট সাইজ করতে চান তত সাইজ দেন।
এখন আগের কপিরাইট দিভ আইডিতে আসেন।
রিয়েল কপিরাইট আইডি সম্পুর্ণ কপি করে </div> এর নিচে বসান।
স্ক্রিনশটে আমি দিয়েছি আমার নিউ ফুটার <div id=’ct’>
এখন আউট ফুট দেখুন।
ডেপলোপারের ফুটার ক্রেডিট রিমুভ হয়ে আমার মেক করা ফুটার ক্রেডিট শো করছে।
আশা করি এভাবে ব্লগারের সব টেমপ্লেটের ফুটার ক্রেডিট চেঞ্জ করতে পারবেন। আর হ্যা, এভাবে সব ব্লগার না হলে অন্যান্য টিক্স ফলো করুন।