নিজেকে কিভাবে ক্যামেরার সামনে উপস্থাপন করবেন !! কার্যকরী টিপস !

 

যদি আপনি সুন্দর ছবি সংগ্রহ করতে চান তাহলে নিচের টিপস গুলো আপনার জন্য 

হাতের পজিশন খোলা রাখুন যেন আপনার নখের নেলপালিশ দেখা যায় । কোমরে হাত চাপ দেওয়া থেকে বিরত থাকুন এবং আপনার মাথা একটু ঘুরিয়ে দিন দৃষ্টি ক্যামেরার দিকে রাখুন ।




আপনার  কোমড় চেপে ধরবেন না । এতে আপনার কাপড় অতিরিক্ত ভাজ পড়তে পারে ।

ছবি উঠানোর সময় আপনি কিভাবে আপনার ক্যামেরা বা মোবাইল ধরবেন



আপনার হাতের অবস্থানের দিকে  খেয়াল রাখুন । ক্যামেরার এঙ্গেল এর সাথে হাসিময় ভাব নিয়ে তাকান । 


আপনার হাতের আঙ্গুল  মুখে হালকা ভাবে স্পর্শ  করুন ।




দুটি হাতএকসাথে ছেড়ে দিবেন না এতে আপনাকে দেখতে রোগা মনে হবে । 
একটি হাত কোমরে সার্পোট দিন এবং মাথাকে সামান্য নিচু করুন একপাশে।



চোখ অতিরিক্ত বড় করা থেকে বিরত থাকুন । তাকানোর স্টাইল মায়াবী হতে হবে ।
ছবি উঠানোর সময় আপনি কিভাবে আপনার ক্যামেরা বা মোবাইল ধরবেন


কপাল ভাঁজ করা থেকে বিরত থাকতে  হবে 



হাতের পজিশন খোলামেলা রাখতে হবে এবং হাতের আড়াঁলে মুখ ঢাকা থেকে বিরত থাকতে হবে



কোমড় এবং বুকের উপর হাত রাখা থেকে বিরত থাকুন । নয়তো আপনার বডি ছোট দেখাবে ।




শরীরকে পিছনের দিকে ধাক্কা দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং ঠোট আর চোখ ক্যামেরার ফোকাস লাইনে রাখতে হবে । 


গলা থেকে মুখ  অতিরিক্ত আকাশমুখী করা থেকে বিরত থাকতে হবে । শরীরের ভারসম্য অনুযায়ী মুভ করতে হবে 


হাত সবসময় স্বাভাবিক রাখা উচিৎ 




কৃত্রিম ভাবে নিজের শরীর ভাজ করা থেকে বিরত থাকুন ।



সর্বশেষ আপনার শরীরের বাঁক গুলো ইংরেজি অক্ষর (S) এর মত হবে এবং শরীরের ভারসম্য একপায়ে উপর দেওয়া । চিবুক সামান্য উচু করা ও বাহুগুলোকে স্বাভাবিক রাখা । 
ছবি উঠানোর সময় আপনি কিভাবে আপনার ক্যামেরা বা মোবাইল ধরবেন

Previous Post Next Post