যদি আপনি সুন্দর ছবি সংগ্রহ করতে চান তাহলে নিচের টিপস গুলো আপনার জন্য
| হাতের পজিশন খোলা রাখুন যেন আপনার নখের নেলপালিশ দেখা যায় । কোমরে হাত চাপ দেওয়া থেকে বিরত থাকুন এবং আপনার মাথা একটু ঘুরিয়ে দিন দৃষ্টি ক্যামেরার দিকে রাখুন । |
| আপনার কোমড় চেপে ধরবেন না । এতে আপনার কাপড় অতিরিক্ত ভাজ পড়তে পারে । |
| আপনার হাতের অবস্থানের দিকে খেয়াল রাখুন । ক্যামেরার এঙ্গেল এর সাথে হাসিময় ভাব নিয়ে তাকান । |
| আপনার হাতের আঙ্গুল মুখে হালকা ভাবে স্পর্শ করুন । |
| দুটি হাতএকসাথে ছেড়ে দিবেন না এতে আপনাকে দেখতে রোগা মনে হবে । একটি হাত কোমরে সার্পোট দিন এবং মাথাকে সামান্য নিচু করুন একপাশে। |
| চোখ অতিরিক্ত বড় করা থেকে বিরত থাকুন । তাকানোর স্টাইল মায়াবী হতে হবে । |
| কপাল ভাঁজ করা থেকে বিরত থাকতে হবে |
| হাতের পজিশন খোলামেলা রাখতে হবে এবং হাতের আড়াঁলে মুখ ঢাকা থেকে বিরত থাকতে হবে |
| কোমড় এবং বুকের উপর হাত রাখা থেকে বিরত থাকুন । নয়তো আপনার বডি ছোট দেখাবে । |
| শরীরকে পিছনের দিকে ধাক্কা দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং ঠোট আর চোখ ক্যামেরার ফোকাস লাইনে রাখতে হবে । |
| গলা থেকে মুখ অতিরিক্ত আকাশমুখী করা থেকে বিরত থাকতে হবে । শরীরের ভারসম্য অনুযায়ী মুভ করতে হবে |
| হাত সবসময় স্বাভাবিক রাখা উচিৎ |
| কৃত্রিম ভাবে নিজের শরীর ভাজ করা থেকে বিরত থাকুন । |
| সর্বশেষ আপনার শরীরের বাঁক গুলো ইংরেজি অক্ষর (S) এর মত হবে এবং শরীরের ভারসম্য একপায়ে উপর দেওয়া । চিবুক সামান্য উচু করা ও বাহুগুলোকে স্বাভাবিক রাখা । |