ময়মনসিংহ জেলার দর্শনীয় স্থান সমূহের মধ্যে অন্যতম হচ্ছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, মুক্তাগাছার রাজবাড়ী, আলেকজান্দ্রা ক্যাসল, শশী লজ, ময়মনসিংহ জাদুঘর, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, পুরাতন ব্রহ্মপুত্র নদী, সার্কিট হাউজ, সিলভার প্যালেস, বিপিন পার্ক, রামগোপালপুর জমিদার বাড়ি, বোটানিক্যাল গার্ডেন, ময়মনসিংহ টাউন হল, দুর্গাবাড়ী, গৌরীপুর রাজবাড়ী, আলাদিন্স পার্ক এবং তেপান্তর সুটিং স্পট ইত্যাদি।
শেরপুর জেলা অসংখ্য দর্শনীয় স্থানে ভরপুর। শেরপুর জেলার অনেক দর্শনীয় স্থান রয়েছে। শেরপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে- গজনী অবকাশ কেন্দ্র, মধুটিলা ইকো পার্ক, নালিতাবাড়ি, শের আলী গাজির মাজার, জরিপ শাহের মাজার, শাহ কামালের মাজার, বার দুয়ারী মসজিদ, ঘাগরা লস্কর খান মসজিদ, মায় সাহেবা জামে মসজিদ, পানিহাতা দিঘী, নয়ানিবাজার নাথ মন্দির, নালিতাবাড়ির বিখ্যাত রাবার ড্যাম, মঠ লস্কর বাড়ি মসজিদ, কসবা মোঘল মসজিদ, নয় আনি, আরাই আনি এবং পৌনে তিন আনি জমিদার ইত্যাদি।
জামালপুর জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। জামালপুরের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে- শাহ জামাল এর মাজার, কামালপুর স্থলবন্দর, দয়াময়ী মন্দির, জিল বাংলা চিনিকল, দীঘির পাড়, যমুনা গার্ডেন সিটি, যমুনা ফার্টিলাইজার ফ্যাক্টরি, গারো পাহাড়ে লাউচাপড়া পাহাড়িকা বিনোদন কেন্দ্র, লুইস ভিলেজ এন্ড রিসোর্ট, মুক্তিযুদ্ধে কামালপুর ১১ নং সেক্টর ইত্যাদি।
নেত্রকোনা জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের ভারতের সীমান্তবর্তী একটি জেলা। নেত্রকোনার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহের মধ্যে অন্যতম হচ্ছে- উপজাতীয় কালচারাল একাডেমী, বিজয়পুরের চিনামাটির পাহাড় - দুর্গাপুর উপজেলা, কমলা রাণীর দিঘী, কমরেড মণি সিংহ-এর স্মৃতি বিজড়িত বাড়ি ও স্মৃতিস্তম্ভ, কুমুদীনি স্তম্ভ - দুর্গাপুর উপজেলা, সোমেশ্বরী নদী - দুর্গাপুর উপজেলা, ডিঙ্গাপোতা হাওর - মোহনগঞ্জ উপজেলা, চরহাইজদা হাওর, মগড়া নদী - মদন উপজেলা ইত্যাদি।