মুখে বললে কম্পিউটারে লেখা হয়ে যাবে বাংলাসহ যেকোনো ভাষায় ||



আপনার পিসি বা ল্যাপটপে ক্রোম বা ফায়াফক্স ব্রাউজারটা অপেন করুন এবং একটা ‍জিমেইল লগিন করে নেন তারপর এখানে ক্লিক করুর

নিচের মত আসবে।

Blank এ ক্লিক করুন।

তারপর এইরকম আসবে।

তারপর Tool এ ক্লিক করুন।

তারপর  Voice typing ক্লিক করুন।

এখানে ক্লিক করে Language Change করে বাংলা সিলেক্ট করে দেন।

এখানে ক্লিক করে কথা বলা দেখবেন লেখা হয়ে যাচ্ছে।

আবার এখানে ক্লিক করলে ভয়েজ টাইপিং বন্ধ হয়ে যাবে।
লেখা শেষ হলে এগুলা আপনারা কপি করতে পারেন অথবা ডাউনলোড করতে পারবেন docx, pdf, txt সহ অনেক ফরম্যাটে।

Previous Post Next Post