শুধুমাত্র একটা সেটিংস করে রাখলে আপনার ইমো একাউন্টে অপরিচিত কেউ আপনাকে কল করতে পারবে না। স্টেপ বাই স্টেপ নিচে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি তাই সুন্দর করে দেখে নিন।
ইমো অ্যাপস ওপেন করে Settings এ ক্লিক করবেন।
এই সেটিংস টা যদি সঠিকভাবে এনাবেল করতে পারেন তাহলে আপনার ইমু একাউন্ট এ অপরিচিত কেউ কল করতে পারবে না। ইমু দিন দিন ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে! পৃথিবীতে কোটি কোটি মানুষ বর্তমানে ইমো অ্যাপস ব্যবহার করতেছে: চ্যাটিং, অডিও কল, এবং ভিডিও কল করার জন্য। যদিও এই সুযোগ সুবিধা অন্যান্য অ্যাপস এ রয়েছে কিন্তু ইমুতে হাই কোয়ালিটি কল করা যায় টুজি স্পিডেও এজন্য মানুষ এই অ্যাপসটা এত বেশি ব্যবহার করে।