অফিসিয়াল বাংলা ফন্ট Free ডাউনলোড



বাংলা ফন্ট ডাউনলোড ২০২২

এই ফন্টগুলো আপনারা জিপ ফাইল এর মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও থাকবে অসংখ্য স্টাইলিশ বাংলা ফন্ট। যেগুলো দিয়ে চাইলে আপনারা ব্যানার, লোগো অথবা পোস্টার ডিজাইন করতে পারবেন। তাহলে চলুন শুরু করি।

১. অমিক্রন ল্যাব

বাংলা প্রফেশনাল ফন্টের জনপ্রিয় প্লাটফর্ম হচ্ছে অমিক্রন ল্যাব। এখানে আপনি অফিসিয়াল কনটেন্ট লেখার জন্য প্রফেশনাল মানের সব ফন্ট ফ্রিতে পাবেন। এগুলোর মধ‌্যে রয়েছে Kalpurush, Siyam Rupali, AponaLohit, AdorshoLipi, Bensen এবং Nikosh এর মত জনপ্রিয় সব ফন্টগুলো।

আর এ ফন্টগুলো আপনি ANSI এবং ইউনিকোড উভয় ভার্সনেই ডাউনলোড করতে পারবেন। এছাড়াও অনলাইনে বাংলা লেখার প্রথম উদ্ভাবন অভ্র কীবোর্ডও আপনি অমিক্রন ল্যাবে পেয়ে যাবেন।

২. বেঙ্গল ফন্ট

আপনি যদি একজন ডিজাইনার হয়ে থাকেন তবে আপনার নিশ্চই স্টাইলিশ বাংলা ফন্ট প্রয়োজন হয়। ডিজাইনারদের চাহিদা মাথায় রেখে “বেঙ্গল ফন্ট” বাংলা ফন্টে এনেছে চমৎকার সব নান্দনিকতা। এদের ওয়েবসাইটে আপনি ১৪ টি ফ্রি ফন্ট পাবেন, যা ডিজাইনারগণ যেকোন ডিজাইনের জন্য ব্যবহার করতে পারবেন।

“বেঙ্গল ফন্ট” এর ফন্টগুলো ব্যবহার অন্যদের থেকে একটু আলাদা। আপনি যদি তাদের ফন্টগুলো ব্যবহার করতে চান, তাহলে তাদের ওয়েবসাইট থেকে ফন্ট ইনস্টলার ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল দিতে হবে। এরপর আপনি তাদের যেকান ফন্ট ব্যবহার করতে পারবেন।

৩. ফন্টলিপি

বাংলা ভাষা যেমন পৃথিবীর সবথেকে মধুময় ভাষা, তেমন বাংলা ফন্টও প্রাচুর্যে সমৃদ্ধ এবং আমাদের মাতৃভাষার মতোই সুন্দর হবে, এই লক্ষ্যকে ধারণ করে ফন্টলিপি তাদের যাত্রা শুরু করে। বর্তমানে বাংলা ফন্ট ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্লাটফর্ম এটি।

ফন্টলিপিতে ২০টিরও অধিক ফ্রি স্টাইলিশ বাংলা ফন্ট রয়েছে। যা আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও রয়েছে বেশকিছু প্রিমিয়াম ফন্ট। যা খুব সামান্য মূল্যে ক্রয় করা যাবে।

তবে শুধু ফন্টই নয়, তাদের ওয়েবসাইট থেকে আপনি বেশকিছু ক্যালিগ্রাফি PNG ফাইলে ডাউনলোড করতে পারবেন। যা আপনি যেকোন ব্যনার কিংবা পোস্টার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। এসব ক্যালিগ্রাফি মধ্যে রয়েছে বহুল ব্যবহৃত “ওয়াজ মাহফিল”, “শুভ বিবাহ”, “আমার শোকাহত”, “শুভেচ্ছা”, এবং “প্রতিষ্ঠাবার্ষিকী” ইত্যাদি।

৪. গুগল বাংলা ফন্ট

Google Fonts সম্পর্কে আমরা সবাই জানি। কিন্তু আপনি জানেন কি গুগলের বাংলা ফন্টও রয়েছে? গুগলের এই ফন্টগুলো অনলাইনে বা ইউনিকোড হিসেবে ব্যবহার করা যায়। অনেকে নিজের ওয়েবসাইটের টেক্সটগুলোকে ভিন্ন লুক দেওয়ার জন্য গুগল ফন্ট ব্যবহার করে। গুগলের জনপ্রিয় বাংলা ফন্টগুলোর মধ্যে রয়েছে:

  • Hind Siliguri
  • Baloo Da 2
  • Atma
  • Galada
  • Noto Serif Bengali

এগুলোর মধ্যে Hind Siliguri ফন্টটি বিভিন্ন ডিজাইনের জন্য ব্যপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। অপরদিকে ভারতের আনন্দবাজারের মত জনপ্রিয় পত্রিকা Noto Serif Bengali ফন্টটি ব্যবহার করে আসছে।

গুগলের এই ফন্টগুলোর ভালো একটি বৈশিষ্ট হচ্ছে এগুলো বিভিন্ন Weight এর পাওয়া যায়। ফলে আপনি Regular, ItalicBold এবং Bold Italic এর পাশাপাশি আরো বেশ কয়েকটি Weight পাবেন। এছাড়াও ফন্ট ডাউনলোড না করে শুধুমাত্র কাস্টম HTML এবং CSS ব্যবহারের মাধ্যমে ফন্টগুলো আপনি ওয়েবসাইটেও ব্যবহার করতে পারবেন।

৫. ফন্টবিডি

বাংলা অক্ষরে নতুন নতুন ফিচার যোগকরণ, মসৃণ ও আধুনিক যুক্তাক্ষর নিয়ে গবেষণা এবং সর্বোপরি বর্ণকে সজ্জিতকরণের জন্য সকল ধরণের কার্যক্রম গ্রহণের লক্ষ্য নিয়ে কাজ করছে ফন্টবিডি। বাংলাদেশের টাইপিং ফাউন্ড্রির মধ্যে অন্যতম এই প্লাটফর্মটি। ফন্টবিডিতে এখন পর্যন্ত ১০০+ ফন্ট প্রকাশ করা হয়েছে। যার অধিকাংশই ফ্রি। ইন্টারনেটে জনপ্রিয় এসব ফন্ট ১০ লক্ষেরও অধিকবার ডাউনলোড করা হয়েছে।

ফন্টবিডির বৈশিষ্ট্য হচ্ছে তাদের ফন্টগুলো ইউনিকোড এবং আনন্দ কপিউটারের (বিজয়) কিবোর্ড লেআউট অনুসারে ব্যবহার করা যাবে। এছাড়াও তাদের সকল ফন্ট স্মার্টফোন, কম্পিউটার, ট্যাব এবং টাইপ রিডিং করে এমন সকল সফটওয়্যারে ব্যবহার করা সম্ভব।

ফন্টবিডিতে রয়েছে বেশকিছু চিত্তাকর্ষক প্রিমিয়াম ফন্ট। এ ফন্টগুলো আপনি মাত্র ১০০ টাকায় কিনতে পারবেন। তবে আপনি যদি প্রিমিয়াম ফন্ট কিনতে না চান, সেক্ষেত্রে তাদের ফ্রি ফন্টগুলো দিয়েই অসাধারণ সব ডিজাইন করতে পারবেন।

শুধু ফন্টই না, এদের ওয়েবসাইটে আপনি বেশকিছু ফ্রি রিসোর্স পাবেন। যেমন বিভিন্ন দিবসের শুভেচ্ছা ব্যানার, পোস্টার, বিজ্ঞাপন ডিজাইনের RAW ফাইল, ভিজিটিং কার্ড ইত্যাদি। এসব ফাইলগুলো আপনি PSD, EPS এবং PLP ফরমেটে ডাউনলোড করতে পারবেন। যা পরবর্তীতে নিজের প্রয়োজনীয়তা অনুযায়ী এডিট করা যাবে।

৬. লিপিঘর

বাংলা ফন্টের ডিজাইনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে লিপিঘর। অসাধারণ এবং মনকাড়া সব ডিজাইন এবং মনমুগ্ধকর মাত্রালতা ব্যবহারে তাদের তৈরি বাংলা ফন্টগুলো পেয়েছে নতুনত্ব। লিপিঘরের বাংলা স্টাইলিশ ফন্টগুলো আপনি একবার দেখেই মুগ্ধ হতে বাধ্য। ইতোমধ্যেই লিপিঘর প্রায় ১৫০ ফন্ট তৈরির মাইলফলক স্পর্শ করেছে। যা প্রায় 4,496,943 বার ডাউনলোড করা হয়েছে।

এদের ফন্টগুলো ফ্রি। তবে বেশকিছু প্রিমিয়াম ফন্টও রয়েছে। প্রিমিয়াম ফন্টগুলোর মধ্যে এইচ. এম. খালিদ এর ডিজাইন করা খালিদ মেঠোপথ ফন্টটি অসাধারণ। এই ফন্টটি ইউনিকোড এবং ANSI উভয় ভার্সনেই রয়েছে। চমৎকার এই ফন্টটি পাওয়া যাচ্ছে মাত্র ১০০ টাকায়।

লিপিঘরের ফন্টগুলো ব্যবহারে কোন সমস্যা হলে তার তাৎক্ষণিক সাহায্য পাবেন তাদের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে। বহুল ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ ফন্ট নিয়ে এখানে রয়েছে পৃথক পৃথক ভিডিও টিউটোরিয়াল। যা দেখে আপনি নিজে নিজেই ফন্ট সংক্রান্ত যেকান জটিলতা সমাধান করতে পারবেন।

৭. অক্ষর ৫২

ফ্রি এবং ওপেন সোর্স বাংলা ফন্টের অন্যতম বড় সংগ্রহশালার নাম অক্ষর ৫২। অক্ষর ৫২ লিপিঘর কর্তৃপক্ষ কর্তৃক ডেভেলপ করা একটি প্লাটফর্ম ৬০টির অধিক বাংলা ফন্ট। অক্ষর ৫২ এর সবগুলো ফন্টই বিনামূল্যে ডাউনলোড করার সুযোগ রয়েছে। শুধু ফন্টই নয়, এর পাশাপাশি বাংলা কনভার্টর পেয়ে যাবেন এখানে। আরো রয়েছে বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতীক(৺, ়, ॐ), যা আপনি অন্য কোথাও পাবেন না।

উপরে প্রতিটি ওয়েবসাইটের নামের ওপর ক্লিক করে আপনি খুব সহজে এবং বিনামূল্যে বাংলা ফন্ট ডাউনলোড ২০২২ করতে পারবেন। আশা করছি বাংলা ফন্ট নিয়ে আজকের এই আলোচনা আপনার জন্য ফলপ্রসূ হবে। যদি তাই হয়, শেয়ার বাটনে ক্লিক করে এখনি এই আর্টিকেলটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

Previous Post Next Post