এক পলক সাত বীরশ্রেষ্ঠ !!

 সাত বীরশ্রেষ্ঠের সংক্ষিপ্ত পরিচিতি: যাদের অকুতভয় যুদ্ধের কারণে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি সাত বীরশ্রেষ্ঠ তাদের অন্যতম।

সাত বীরশ্রেষ্ঠের সংক্ষিপ্ত পরিচিতি



বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ




  • জন্ম : ১ মে, ১৯৪৩
  • জন্মস্থান : ফরিদপুর জেলার মধুখালী থানার সালামতপুর গ্রামে
  • পিতা : মুন্সি মেহেদী হোসেন
  • মা : মোছাঃ মুকিদুন্নেছা
  • কর্মস্থল : ই পি আর ( ইস্ট পাকিস্তান রাইফেলস)
  • যোগদান : ৮ মে ১৯৬৩ সাল
  • পদবী : ল্যান্স নায়েক
  • মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর : ১ নং সেক্টর
  • মৃত্যু : ২০ এপ্রিল, ১৯৭১ সাল
  • সমাধি স্থল : রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে কেন্দ্রিয় শহীদ মিনারের পাশে

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমান




  • জন্ম : ২ ফেব্রুয়ারি, ১৯৫৩
  • জন্মস্থান : ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোর্দ খালিশপুর গ্রামে
  • পিতা : আক্কাস আলী
  • মা : কায়দাছুন্নেসা
  • কর্মস্থল : সেনাবাহিনী
  • যোগদান : ১৯৭০ সাল
  • পদবী : সিপাহী
  • মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর : ৪নং সেক্টর
  • মৃত্যু : ২৮ অক্টোবর, ১৯৭১ সাল
  • সমাধিস্থল : মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর



  • জন্ম : ১৯৪৯
  • জন্মস্থান : বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে
  • পিতা : আব্দুল মোতালেব হাওলাদার
  • মা : মোসাম্মাত্ সাফিয়া বেগম
  • কর্মস্থল : সেনাবাহিনী
  • যোগদান : ১৯৬৭ সাল
  • পদবী : ক্যাপ্টেন৷
  • মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর : ৭নং সেক্টর
  • মৃত্যু : ১৪ ডিসেম্বর, ১৯৭১ সাল
  • সমাধিস্থল : চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ



  • জন্ম : ২৬ এপ্রিল, ১৯৩৬
  • জন্মস্থান : নড়াইল জেলার মহেষখোলা গ্রামে
  • পিতা : মোঃ আমানত শেখ
  • মা : মোছাঃ জেন্নাতুন্নেসা
  • স্ত্রী : তোতাল বিবি
  • কর্মস্থল : ইপিআর
  • যোগদান : ১৯৫৯ সাল
  • পদবী : ল্যান্স নায়েক
  • মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর : ৮নং সেক্টর
  • মৃত্যু : ৫ সেপ্টেম্বর, ১৯৭১ সাল
  • সমাধিস্থল : যশোরের কাশিপুর নামক স্থানে

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান



  • জন্ম: ২৯ অক্টোবর, ১৯৪১ সালে বুধবার, মধ্যরাত্রে ঢাকা শহরের আগা সাদেক রোডের ১০৯ নম্বর বাড়িতে জন্ম নেন মতিউর রহমান৷
  • মা: সৈয়দা মোবারুকুন্নেসা
  • বাবা: মৌলবি আব্দুস সামাদ
  • শিক্ষা ও কর্মজীবন: ১৯৫২ সালে ঢাকা কলেজিয়েট স্কুলের তৃতীয় শ্রেণীতে তাঁর শিক্ষাজীবন শুরু হয় ৷ এরপর ১৯৫৬ সালের ৫ই এপ্রিল সারগোদা পি. এ. এফ একাডেমি স্কুলে ভর্তি হন৷ ১৯৬০ সালের মে মাসে মতিউর কৃতিত্বের সাথে ১ম বিভাগে মেট্রিক পাস করলেন ডিস্টিংশন সহ৷ এর পর দিলেন ISSB exam. তারপর ১৯৬১ সালের আগস্টের ১৫ তারিখে তিনি রিসালপুরে পাকিস্তানি বিমান বাহিনীর একাডেমিতে ফ্লাইট ক্যাডেট হিসেবে যোগ দেন জিডি পাইলট কোর্সে৷ পাকিস্তানিরা সবসময়ই তাঁকে দাবিয়ে রাখতে চেয়েছে৷
  • মৃত্যু: ১৯৭১ সালের ২০ আগস্ট
  • সমাধিস্থল: মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল



  • জন্ম : ১৬ ডিসেম্বর, ১৯৪৭
  • জন্মস্থান : ভোলা জেলার দৌলতখান থানার পশ্চিম হাজিপুর গ্রামে
  • পিতা : হাবিবুর রহমান মণ্ডল
  • মা : মোসাম্মত্ মালেকা বেগম
  • কর্মস্থল : সেনাবাহিনী
  • যোগদান : ১৯৬৮ সাল
  • পদবী : সিপাহী
  • মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর : ৮ নং সেক্টর
  • মৃত্যু : ৮ এপ্রিল, ১৯৭১ সাল
  • সমাধি স্থল : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন



  • জন্ম : ১৯৩৪ সাল
  • জন্মস্থান : নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বাগপাদুরা গ্রামে
  • পিতা : মোঃ আজহার পাটোয়ারী
  • মা : মোছাঃ জুলেখা খাতুন
  • কর্মস্থল : নৌবাহিনী
  • পদবী : স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার
  • মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর : ১০নং সেক্টর
  • মৃত্যু : ১০ ডিসেম্বর, ১৯৭১ সাল
  • সমাধিস্থল : রূপসা ফেরিঘাটের লুকপুরে
Previous Post Next Post