কিভাবে পর্নসাইট বন্ধ করবেন মোবাইলে!!!

 


সেটিংস বিস্তারিতঃ


আসুন জেনে নেই, কীভাবে ফোনের সেটিংস থেকে সকল প্রকার পর্নসাইট একবারে বন্ধ করে দেবেন। এটি করলে গুগলে সার্চ করে কোনো পর্নসাইট খুঁজে পাওয়া যাবে না।
শুরুতে আপনাকে ফোনের সেটিংসের  wireless connections অপশনে যেতে হবে।

মোবাইলে পর্নসাইট বন্ধ করুন খুব সহজেই।

সেখানে যাওয়ার পর, Private DNS অপশনটিতে যেতে হবে।
মোবাইলে পর্নসাইট বন্ধ করুন খুব সহজেই।

তবে বলে রাখা ভালো যে, কিছু কিছু ফোনে Private DNS অপশনটি অন্য জায়গায়ও থাকতে পারে। পর্নসাইট বন্ধ করার জন্য এই Private DNS অপশনটিই প্রয়োজন। তাই, আপনার ফোনের সেটিংস থেকে Private DNS অপশনটি খুঁজে বের করুন। এরপর, Private DNS অপশনটিতে ক্লিক করার পর তিনটি অপশন পাবেন।

মোবাইলে পর্নসাইট বন্ধ করুন খুব সহজেই।

এর মধ্যে একটি অপশনে ক্লিক করলে এডিট করা যায়। যেটিতে এডিট করা যায়, সেটিতে adult-filter-dns.cleanbrowsing.org লিখে সেভ করে দিন।

মোবাইলে পর্নসাইট বন্ধ করুন খুব সহজেই।

এতটুকু করলেই সমস্ত পর্নসাইট আপনার ফোন থেকে বন্ধ হয়ে যাবে। কোনো রকম পর্নসাইট আর আপনার ফোন থেকে খুঁজে পাওয়া যাবে না।
নিচে একটি ফোনে করে দেখানো হয়েছে। এই ফোনটিতে এডিট অপশনটি Designated Private DNS নামে দেওয়া ছিল।

মোবাইলে পর্নসাইট বন্ধ করুন খুব সহজেই।

কিছু কিছু ফোনে এটি Private DNS provider hostname নামেও থাকে।

Result:

মোবাইলে পর্নসাইট বন্ধ করুন খুব সহজেই।

Previous Post Next Post