প্রথমে আপনার মোবাইলের কল অপশনে গিয়ে *16001# লিখে ডায়াল করুন। সঙ্গে সঙ্গে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লিখতে বলবে। আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের শেষ চারটি সংখ্যা সংখ্যা চাপুন। কিছুক্ষণ পর একটি মেসেজ আসবে। সেখানে আপনার নামে প্রিপেইড ও পোস্ট পেইড কোন কম্পানির কতগুলো সিম আছে সব দেখাবে।
আপনি জানেন তো আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিষ্ট্রেশন করা হয়েছে!!
যারা নতুন ভোটার হয়েছে কিন্তু আইডি কার্ড পাইনি! অনলাইন কপি!!
নতুন জাতীয় পরিচয়পত্র কিভাবে করবেন !!
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে !!!
জাতীয় পরিচয়পত্র সংশোধন কত টাকা !!
বাংলাদেশ নির্বাচন কমিশন কি কি সেবা প্রদান করে?
এছাড়াও আলাদা করে অপারেটরভেদে আপনার তথ্য জেনে নিতে পারেন নিচের নিয়মানুসারে
মোবাইলফোন ব্যবহারকারীর একটি এনআইডির বিপরীতে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ঘরে বসেই জানা যাবে। জানতে হলে সংশ্লিষ্ট মোবাইলফোন থেকে এসএমএস বা ডায়াল করতে হবে । আসুন জেনে নেওয়া যাক কিভাবে এবং কোন নম্বরে এসএমএস বা ডায়াল করতে হবে-
গ্রামীণফোন: মেসেজ অপসনে গিয়ে info লিখে পাঠিয়ে দিন 4949 নম্বরে
বাংলালিংক: ডায়াল করুন *1600*2# নম্বরে
রবি: *1600*3# ডায়াল করুন ফিরতি এমএমএসে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কয়টা সিম নিবন্ধিত হয়েছে।
এয়ারটেল: *121*4444# ডায়াল করুন
টেলিটক: info লিখে এমএমএস করুন 1600 নম্বরে।