ইনফোগ্রাফিক্স মূলত ভিজ্যুয়াল কন্টেন্ট। যে কোন কন্টেন্টকে গ্রাফিক্যাল্লি প্রকাশ করার জন্যে ইনফোগ্রাফিক্সের প্রচলণ শুরু হয়েছে বহু আগে। অনেক ব্লগার ওবং ওয়েবসাইট মালিকই এখন পাঠকদের সামনে কোন গুরুত্বপূর্ণ কন্টেন্ট এক নজরে উপস্থাপন করার জন্যে ইনফোগ্রাফিক্স ব্যবহার করে থাকেন।অনলাইনে রয়েছে প্রচুর ইনফোগ্রাফিক্স তৈরির ফ্রি টুল
BeFunky
এতে রয়েছে ফটো এডিটর, কোলাস এবং এর সাথে ইনফোগ্রাফিক্স তৈরীর মাধ্যম। বিভিন্ন ধরনের টেমপ্লেট খুঁজে নিয়ে নিজের পছন্দ মতো ছবি ও প্রতীক ব্যবহার করে পরিবর্তণ করা যায়। যে কোন লেখাকে নিজের পছন্দ মতো আকার ও রং এ সাজানো যায় এই টুল দিয়ে।
আপনার পছন্দ মত ইনফোগ্রাফিক্স তৈরি করা হয়ে গেলে সেভ করে ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন যে কোন ওয়েবসাইট কিংবা অন্য যে কোন মাধ্যমে।
Visme
ভিজমি এর মাধ্যমে প্রেজেন্টেশন তৈরী করা যায়। তবে এটা ইনফোগ্রাফিক্স তৈরী এর জন্য আলাদাভাবে তৈরী করা হয়েছে। এটা একটা ফ্রি টুল এবং এতে ১০০ এর বেশি ফন্টস রয়েছে, রয়েছে আরো অনেক অনেক ছবি আর প্রতীক। এর দ্বারা ভিজুয়ালও তৈরী করা যায় এবং এতে শব্দও যুক্ত করা যায়।
Snappa
স্নাপ্পা একটি গ্রাফিক্স ডিজাইন টুল হলেও এতে ফ্রিতে ইনফোগ্রাফিক্স তৈরী করা যায়। যারা ডিজাইন পারে না, এটা তাদের জন্য একটা চমৎকার টুল। আপনি চাইলে ১০ মিনিট এর ভেতর একটি চমৎকার ইনফোগ্রাফিক্স তৈরী করতে পারেন এই টুল ব্যবহার করে।
এখান থেকে আপনি মাসে ৫ বার ডাউনলোড করতে পারবেন যে কোন ইনফোগ্রাফিক্স। তবে, পেইড করে যদি আপনি আপগ্রেড করেন, তাহলে আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন।
Canva Infographic Maker
কানভা এমন একটি শক্তিশালী ও সহজ অনলাইন সাইট যার মাধ্যমে যে কোন ধরনের মানুষ কাজ করতে পারবে। এটাতে রয়েছে ছবি, আইকন, আর ফন্টস এর বিশাল ভান্ডার। যেখান থেকে আপনি আপনার পছন্দেরটি বাছাই করে নিতে পারেন এবং এতে আরো রয়েছে পেইড এলিমেন্টস যার দাম শুরু ১ ডলার থেকে
Google Chart
গুগল চার্ট ব্যবহার করা অনেক সহজ ও ফ্রি। এতে আপনি বিভিন্ন ধরনের চার্ট ও বিভিন্ন ধরনের প্রিসেট যা আপনার ওয়েব সাইট এর সাথে মিলাতে পারবেন। সবচেয়ে সহজে ইনফোগ্রাফিক্স তৈরীর জন্য গুগল চার্ট হতে পারে যে কারো জন্যে অন্যতম সেরা পছন্দ।
Piktochart
মাত্র কয়েকটি ক্লিক এর মাধ্যমে ইনফোগ্রাফিক্স তৈরী করা যায় এমন একটি টুলস হচ্ছে পিক্টোচার্ট। এতে রঙ ও ফন্ট পরিবর্তণ করা যায় খুব সহজেই। আগে থেকেই লোড করা থাকে গ্রাফিক্স, বেসিক শেপ আর ছবি। তারপর, শুধু নিজের মন মত সাজিয়ে নিলেই হলো।
Infogram
ইনফোগ্রাম একটি অসাধারন টুল যার মাধ্যমে আপনি একটি ইউনিক ইনফোগ্রাফিক্স তৈরী করতে পারবেন। এতে চার্ট ও ম্যাপ রয়েছে। এছাড়াও রয়েছে ছবি আর ভিডিও যোগ করার সুবিধা।
আপনার ইনপুট করা তথ্যকে বিভিন্ন ডিজাইন এর ইনফোগ্রাফিক এ রুপান্তর করে দেবে এই টুল। যা আপনার তথ্য কে সঠিকভাবে উপস্থাপন করবে। তারপর আপনি ডাউনলোড করা ছাড়াও সোসাল মিডিয়াতে ইনফোগ্রাফিক্সটি শেয়ার করতে পারবেন।
Venngage
আপনি ঠিক যেমন সহজ সরল একটি টুল খুঁজছেন, তেমনই একটি টুল হচ্ছে ভ্যানগ্যাগ। এতে রয়েছে অগনিত টেম্পেলেট, থিম, আইকন এবং চার্ট। এছাড়া আপনি নিজের ইমেজ ও ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করতে পারবেন এই টুলে। এমনকি, এনিমেশন ও ব্যবহার করতে পারবেন।
Animaker
এখানে কিছুটা ভিন্নতা রয়েছে। যদি আপনি স্ট্যাটিক ইনফোগ্রাফিক দেখে দেখে একঘেয়ে বোধ করে থাকেন, তাহলে তাতে দিয়ে দিন গতি। হ্যা গতিশীল ইনফো দেয়ার জন্য এনিমেকার এর বিকল্প নেই। এতেও রয়েছে অন্যান্য সাইটগুলোর মতো চার্ট, আইক ও ম্যাপসমুহ। এখানে আপনি ২ মিনিট দৈর্ঘের ৫টি ভিডিও ফ্রিতে তৈরী করতে পারবেন। আর যদি এর চেয়ে বেশি ভাল রেজুলেশন এর বা আরো বড় দৈর্ঘের ভিডিও পেতে চান, তাহলে পেইড ভার্সন এ যেতে হবে।
Vizualize
আপনি যদি একটা চমৎকার রিজিউম তৈরী করতে চান খুব কম সময়ে, তাহলে ভিজুলাইজ হতে পারে আপনার পছন্দের অন্যতম সেরা টুল। আপনি এর মাধ্যমে আপনার উদ্ভাবনি শক্তি প্রকাশ করতে পারেন। এতে আপনি আপনার পেশাগত দক্ষতার সাথে সাথে অভিজ্ঞতা ও তুলে ধরতে পারবেন। যদিও সব জায়গায় ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে তৈরী করা রিজিউম ঠিক না, তবে কিছু ক্ষেত্রের জন্য অসাধারন।
Easel.ly
এটা হচ্ছে ওয়েবভিত্তিক ইনফোগ্রাফিক টুল যা আপনাকে বিভিন্ন টেম্পলেটকে নিজের মত পরিবর্তণ করে নেয়ার সুযোগ দেয়। এখানে রয়েছে বিভিন্ন অ্যারো, শেপ ও লাইন এর লাইব্রেরী। এখানে আপনি আপনার নিজের তৈরী করা গ্রাফিক্সও আপলোড করতে পারবেন।
Adioma
আডিওমা আপনাকে দিবে বিভিন্ন ধরনের ফ্রি টেম্পেলেট। যেখান থেকে আপনার পছন্দ মতো টেমপ্লেট নিয়ে কাজ করতে পারবেন। এখানে লেখা এডিট করতে পারবেন, প্রয়োজনে ছোট বড় করতে পারবেন। এক লেখা বিভিন্ন ফন্টে দেখতে পারবেন। এতেও রয়েছে আইকন ফন্টস এর বিশাল লাইব্রেরী। এখানে রয়েছে বিভিন্ন পেইড অপশন যার মাধ্যমে আপনি আপগ্রেড করতে পারবেন।
Picmonkey
পিকমানকি হচ্ছে একটি অনলাইন ইমেজ এডিটর, যার মাঝে ইনফোগ্রাফিক্স তৈরী করার সেকশনও রয়েছে। টেম্পলেট সিলেকশন করুন, তারপর সেখানে ইমেজ দিতে পারেন পিকমানকি লাইব্রেরী থেকে বা আপনার নিজের ছবি আপলোড করতে পারেন। এখানে রয়েছে নির্দিষ্ট টিটোরিয়াল যা আপনাকে কিভাবে ইনফোগ্রাফিক তৈরী করতে হয় তা ভালভাবে শিখাবে।
আশা করি, সম্পুর্ন লেখাটি পড়া শেষে আপনাদের ইনফোগ্রাফিক্স নিয়ে ভাল ধারণা হয়েছে।