- ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক + Enter: ব্যাকগ্রাউন্ড আনলক করতে ব্যবহৃত হয়।
- Ctrl+H (উইন্ডোজ) এবং cmd+H (ম্যাকওএস): টিউটোরিয়াল বা গাইড দেখানো ও বন্ধ করতে।
- Ctrl+R (উইন্ডোজ) এবং cmd+R (ম্যাকওএস): রুলারের জন্য।
- Ctrl+Z (উইন্ডোজ) এবং cmd+Z (ম্যাকওএস): ভুল করে কোনো কিছু মুভ বা সিলেক্ট হয়ে গেলে Undo করতে।
- Ctrl+Alt+Z (উইন্ডোজ) এবং cmd+opt+Z (ম্যাকওএস): একবারেই একাধিক Undo করতে।
- C: কোনো কিছু ক্রপ (Crop) করতে।
- H: গ্রাডিয়েন্ট টুল ব্যবহার করতে।
লেয়ার সম্পর্কিত কিছু শর্টকাট
- F7 (ম্যাকওএস ও উইন্ডোজ): Layer Panel দেখানোর জন্য ও বন্ধ করতে।
- Shift+cmd+N (ম্যাকওএস) Shift+ctrl+N (উইন্ডোজ): নতুন লেয়ার তৈরি করতে।
- Opt+[] (ম্যাকওএস) Alt+[] (উইন্ডোজ): লেয়ারের মধ্য দিয়ে স্ক্রোল করতে।
- Ctrl+New LayerIcon (উইন্ডোজ) cmd+New Layer Icon(ম্যাকওএস) : সিলেক্ট করা লেয়ারের পিছনে নতুন লেয়ার তৈরি করতে।
- cmd+shift+E (ম্যাকওএস) ctrl+shift+E (উইন্ডোজ) : Visible Layer কে মার্জ করতে ব্যবহৃত হয়।
- Alt+backspace (উইন্ডোজ) Alt+ Delete (ম্যাকওএস) : সামনের লেয়ার পূর্ণ বা ফিল করতে।
- cmd+backspace (ম্যাকওএস) ctrl+delete (উইন্ডোজ) : পিছনের লেয়ার ফিল বা পূর্ণ করতে।
- cmd+opt+E (ম্যাকওএস) ctrl+ALt+E (উইন্ডোজ): সিলেক্টেড লেয়ারকে স্ট্যাম্প ডাউন করতে ব্যবহৃত হয়।
- cmd+J (ম্যাকওএস) ctrl+J (উইন্ডোজ): কপির মাধ্যমে নতুন লেয়ার আনতে।
- cmd+shift+J (ম্যাকওএস) ctrl+shift+J (উইন্ডোজ):কাট করার মাধ্যমে নতুন লেয়ার আনতে।
- cmd+] (ম্যাকওএস) ctrl+] (উইন্ডোজ): কোনো লেয়ারকে সামনে আনতে।
- cmd+[ (ম্যাকওএস) ctrl+[ (উইন্ডোজ): কোনো লেয়ারকে পিছনে পাঠাতে।
- shift+cmd+C (ম্যাকওএস) shift+ctrl+C (উইন্ডোজ): একাধিক লেয়ার কপি করতে ব্যবহৃত হয়।
- লেয়ারে ডাবল ক্লিক: কোনো লেয়ার ইডিট করতে।
ফটোশপের ব্রাশটুল সমন্ধিত কি-বোর্ড শর্টকাট
- B: ব্রাশটুল ব্যবহার করার শুরুতে ব্রাশটুল আনতে।
- [: ব্রাশের সাইজ ছোট করতে।
- ]: ব্রাশটুলে ব্রাশের সাইজ বড় করতে।
- Right Click + Alt + ডানে কিংবা বাঁয়ে ড্র্যাগ করতে (উইন্ডোজ)
- Right Click + Enter: ব্রাশ সেটিংস খুলতে বা ওপেন করতে।
- Cmd + Opt + Drag Right or Left (ম্যাকওএস) : ব্রাশ রিসাইজ করতে ব্যবহৃত হয় অর্থাৎ এর মাধ্যমে ছোট বড় করা যায়।
সিলেকশন টুলের কিছু ফটোশপ কিবোর্ড শর্টকাট
- cmd+shift+D (ম্যাকওএস), ctrl + Shift +D (উইন্ডোজ): কোনো কিছু রিসিলেক্ট করতে ব্যবহৃত হয়। এর মাধ্যমে আপনি যদি অনিচ্ছার কারণে যা সিলেক্ট করেছিলেন তা থেকে কার্সর দূরে সরে যায়। তবে উপরোক্ত কমান্ড এর মাধ্যমে পুনরায় আগের অবজেক্টে ফিরে যাবেন।
- cmd + Shift + I (ম্যাকওএস), ctrl+ shift+ I (উইন্ডোজ): ইনভার্ট সিলেকশকন করতে ব্যবহৃত হয়। এর মাধ্যমে মূলত আগে থেকে নির্বাচিত ছবির আশে পাশের অবজেক্টও সিলেক্ট করা যায়। এর জন্য মূল ফোকাস থেকে সরে যেতে হয় না।
- Shift + F6: ফেদার সিলেকশন এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। খুবই নিখুঁতভাবে কোনো কিছু সিলেক্ট করার কাজে ব্যবহৃত হয়।
- cmd+opt+R (ম্যাকওএস) ctrl+ALt+R (উইন্ডোজ): সিলেক্ট ও মাস্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর মাধ্যমে কোনো কমপ্লেক্স বস্তুকে সহজ বা স্বাভাবিক অবস্থাতে আনতে।
- cmd+opt+A (ম্যাকওএস) ctrl+ALt+A (উইন্ডোজ): এক কমান্ডেই সব লেয়ার সিলেক্ট করতে।
- Opt+ Comma (ম্যাকওএস) Alt+Comma (উইন্ডোজ): সবার উপরের লেয়ার সিলেক্ট করতে।
- Opt+ Fullstop (ম্যাকওএস) Alt+ Fullstop (উইন্ডোজ): সবার নিচের লেয়ার সিলেক্ট করতে।
- Opt+Drag (ম্যাকওএস) Alt+ Drag (উইন্ডোজ): সিলেক্ট করা এরিয়াকে ডিসিলেক্ট করতে।
- Shift+Opt+ Drag (ম্যাকওএস) Shift+ Alt+ Drag (উইন্ডোজ): কোনো ইন্টারসেক্টেড এরিয়াকে ডিসিলেক্ট করতে।
- cmd+D (ম্যাকওএস), ctrl +D (উইন্ডোজ): পুরোপুরিভাবে কোনো ছবিকে ডিসিলেক্ট করতে।
- Cmd+T তারপর Cmd+O (ম্যাকওএস) আর Ctrl+T তারপর Ctrl+O (উইন্ডোজ): সাইজিং হ্যান্ডেল খুঁজতে ব্যবহৃত হয়।
- Spacebar + Marquee Tool : কোনো সিলেক্ট করা অবজেক্টকে খুব সহজে এখানে ওখানে সরাতে ব্যবহার করা হয়। এটি ম্যাক ও উইন্ডোজ উভয়ক্ষেত্রেই একই।
- Opt+ Brush Tool (ম্যাকওএস) আর Alt+ Brush Tool (উইন্ডোজ): কোন ছবি থেকে রং নির্বাচন করতে ব্যবহার করা হয় এটী।
- Cmd+Shift+Opt+S (ম্যাকওএস) আর Ctrl+Shift+Alt+S(উইন্ডোজ):কোনো কিছু ওয়েব বা কম্পিউটারের জন্য সেভ করে রাখতে।
- Cmd+Alt+P (ম্যাকওএস) আর Ctrl+Alt+P(উইন্ডোজ): চলতি ডকুমেন্ট ছাড়া বাকি সব ডকুমেন্ট বন্ধ করতে।
- Cmd+Shift+W (ম্যাকওএস) আর Ctrl+Shift+W (উইন্ডোজ): সব কিছু বন্ধ করে ব্রিজ অর্থাৎ এডোবি ব্রিজে চলে যাওয়ার জন্য।
ফটোশপের বিবিধ কাজের জন্য আরো কিছু শর্টকাট
- Cmd+L (ম্যাকের জন্যে) আর Ctrl+L (উইন্ডোজের জন্যে): আমাদের অনেক সময়ই লেভেল বক্স ব্যবহার করতে হয়। এক্ষেত্রে এটি উপকারী।
- Cmd+T(ম্যাকওএস) আর Ctrl+T(উইন্ডোজ): ফ্রি-ট্রান্সফর্ম অর্থাৎ কোনো কিছুর সাহায্য ছাড়াই রিসাইজ করা বা ঘুরানোর ক্ষেত্রে।
- Cmd+M (ম্যাকওএস) আর Ctrl+M (উইন্ডোজ): কার্ভ ইডিট এর ক্ষেত্রে ব্যবহৃত।
- Cmd+B (ম্যাকওএস) আর Ctrl+B (উইন্ডোজ): রং এর ব্যালেন্স বা সামঞ্জস্যতা ঠিক রাখতে।
- Cmd+U (ম্যাকওএস) আর Ctrl+U (উইন্ডোজ):Saturation এর ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- Cmd+Shift+U (ম্যাকওএস) আর Ctrl+Shift+U (উইন্ডোজ): স্যাচুরেশন করার পর কোনো অবজেক্টকে Desaturate করতে ব্যবহৃত।
খুব দ্রুত ছবি ঠিক করার জন্যঃ
- Auto Tone ব্যবহার করতে: Shift+Cmd+L (ম্যাকের ক্ষেত্রে) এবং Shift+Ctrl+L (উইন্ডোজের ক্ষেত্রে)
- Auto Contrast ব্যবহার করতে: Opt+Shift+Cmd+L (ম্যাক) আর Alt+Shift+Ctrl+L (উইন্ডোজ)
- Auto Color কালার ব্যবহার করতে: Shift+Cmd+B (ম্যাক) আর Shift+Ctrl+B (উইন্ডোজ)
বিভিন্ন কাজের জন্যে আরো কিছু ফটোশপ কিবোর্ড শর্টকাট
- Shift+Cmd+R (ম্যাকের জন্যে) আর Shift+Ctrl+R (উইন্ডোজের জন্যে): লেন্স কারেকশন এর ক্ষেত্রে ব্যবহার হয়।
- Opt+Shift+Cmd+A (ম্যাকওএস) আর Opt+Shift+Ctrl+A (উইন্ডোজ): এটিও মূলত বিস্তর লেন্সের একটি ব্যবহার যদিও তা বেশিক্ষেত্রে ব্যবহৃত হয় না।
- Shift+Cmd+A (ম্যাকওএস) আর Shift+Ctrl+A (উইন্ডোজ): ক্যামেরার রো ফিল্টার ব্যবহার করতে।
- Cmd+Shift+Opt+C (ম্যাকওএস) আর Ctrl+Shift+Alt+C (উইন্ডোজ): কোনো ছবিকে স্ট্যান্ডার্ড স্টেটে নিতে ।
- Shift+J (cycle through tools): এটির মাধ্যমে কোনো অবজেক্টকে একটি ছবির আশেপাশে ঘোরানো যায়। আসলে এটি এর একটি মাত্র ফিচার। এর বাইরেও আরো অনেক আছে।
- Cmd+Opt+G (ম্যাকওএস) আর Ctrl+Alt+G (উইন্ডোজ): ক্লিপিং মাস্ক তৈরি করতে ব্যবহার করা হয়। আসলে এটি মূলত ছবিতে শেডিং ও ছায়ার ব্যাপারটা খেয়াল রাখে।
- Shift++ or – (ম্যাকওএস) আর Shift++ or – (উইন্ডোজ): এক ধরনের ব্লেন্ডিং মোড ব্যবহার করতে।
- Shift+Cmd+Opt+B (ম্যাকওএস) আর Shift+Ctrl+Alt+B (উইন্ডোজ): সাদ-কালো ডায়লোগ বক্স খুলতে।
- Cmd+Opt+i (ম্যাকওএস) আর Ctrl+Alt+i (উইন্ডোজ): ছবির সাইজ পরিবর্তন করতে ব্যবহার করা হয়।
সর্বশেষ ফটোশপের ১২টি অতীব জরুরি শর্টকাট
- Opt+Cmd+X (ম্যাকের ক্ষেত্রে) আর Alt+Ctrl+X (উইন্ডোজের ক্ষেত্রে): পলিগন অর্থাৎ ত্রিভুজ চতুর্ভুজগুলোকে দেখানো অথবা লুকিয়ে রাখতে ব্যবহৃত হয়।
- Opt+Shift+Cmd+R (ম্যাকওএস) আর Alt+Shift+Ctrl+R (উইন্ডোজ): রেন্ডার করার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়।
- Cmd+Opt+0 (ম্যাকওএস) আর Ctrl+Alt+0 (উইন্ডোজ): কোনো কিছুর প্রকৃত পিক্সেল দেখতে মূলত এই শর্টকার্ট ব্যবহার করা হয়।
- Cmd+0 (ম্যাকওএস) আর Ctrl+0 (উইন্ডোজ): কোনো কিছুকে ফিট টু স্ক্রিন বা স্ক্রিনের সাথে মাপে মাপে বসাতে এটি ব্যবহার করা হয়।
- F: স্ক্রিন মোডের ভিতরে টোগল করার জন্য এই শর্টকার্টটি জনপ্রিয়।
- Cmd++ (ম্যাকওএস) আর Ctrl++ (উইন্ডোজ): সব ফটোশপ ইউজারদের সব থেকে বেশি যে কাজটা করা লাগে, তা হলো জুম ইন। এর এই শর্টকার্টের মাধ্যমে আপনার কাজটি আরো সহজ হয়ে যাবে।
- Cmd+- (ম্যাকওএস) আর Ctrl+- (উইন্ডোজ): জুম ইন এর মতো জুম আউটও অনেক বেশি ব্যবহৃত হয়।
- Cmd+Shift+>/< (ম্যাকওএস) আর Ctrl+Shift+>/< (উইন্ডোজ) : টেক্সেটের সাইজ 2Pts কমিয়ে দেয়ার জন্য ।
- Cmd+Option+Shift->/<(ম্যাকওএস) আর Ctrl+Alt+Shift+>/< (উইন্ডোজ) : টেক্সেটের সাইজ ১০Pts কমিয়ে দেয়ার জন্য ।
- Opt+right/left arrow (ম্যাকওএস) আর Alt+right/left arrow (উইন্ডোজ): ট্রাকিং বা কার্নিং যেটাকে বলা হয়। তা বাড়ানো বা কমানোর জন্য।
- Cmd+Shift+L/C/R (ম্যাকওএস) আর Ctrl+Shift+L/C/R (উইন্ডোজ): ডানে/বামে/ সেন্টারে টেক্সট আল্যাইন করতে।
- Cmd+H (ম্যাকওএস) আর Ctrl+H (উইন্ডোজ): সিলেক্ট করা অবজেক্ট দেখানো বা লুকিয়ে রাখার ক্ষেত্রে।