উইন্ডোজ ১০ এর বিভিন্ন সেটিংস এর জন্য URI এর ব্যবহার!!

 


২০১৪ সালের অক্টোবর মাসের ১ তারিখে সর্ব প্রথম উইন্ডোজ ১০ রিলিজ দেয়া হয়। এরপর একে একে এর ৭টি ভার্সণ রিলিজ হয়। প্রতিটি ভার্সণেরই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। আসুন, ভার্সণগুলো সম্পর্কে জানি-

  • উইন্ডোজ ১০ হোম
  • উইন্ডোজ ১০ প্রো
  • উইন্ডোজ ১০ এন্টারপ্রাইজ
  • উইন্ডোজ ১০ মোবাইল
  • উইন্ডোজ ১০ মোবাইল এন্টারপ্রাইজ
  • উইন্ডোজ ১০ এডুকেশন
  • উইন্ডোজ ১০ লট কোর

উইন্ডোজ ১০ হোম: এটি উইন্ডোজ ১০ এর বেসিক কম্পিউটার ভার্সণ।

উইন্ডোজ ১০ প্রো: এই ভার্সণে রয়েছে টাচ ফিচার। এছাড়া, এই ভার্সণটি একই সাথে ল্যাপটপ ও ট্যাবলেটের কম্বিনেশনে তৈরি।

উইন্ডোজ ১০ এন্টারপ্রাইজ: এই ভার্সণে রয়েছে এক্সট্রা ম্যানেজমেন্ট ফিচার।

উইন্ডোজ ১০ মোবাইল: বুঝতেই পারছেন এই ভার্সণটি মোবাইলের জন্যে। এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় অপারেটিং সিস্টেমের স্মার্টফোনেই ব্যবহার করা যাবে।

উইন্ডোজ ১০ মোবাইল এন্টারপ্রাইজ: এই ভার্সণটি মোবাইলের জন্যই, তবে এটিতে যোগ করা হয়েছে আরো অনেক ম্যানেজমেন্ট ফিচার।

উইন্ডোজ ১০ এডুকেশন: এই ভার্সণটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্যে অপটিমাউজ করা।

উইন্ডোজ ১০ লট কোর: এই ভার্সণটি রোবোট ও স্মার্ট সেন্সরের জন্যে তৈরি।

উইন্ডোজ ১০ এর উপরোক্ত সকল ভার্সণের বেসিকই কিন্তু এক। পার্থক্য কেবল কিছু ফিচারে। তবে, প্রতিটি ভার্সণেই কিছু কমোন ফিচার রয়েছে। যেমন-

  • মাইক্রোসফট্ এজ ব্রাউজার।
  • ডিজিটাল অ্যাসিসটেন্ট – কর্টানা।
  • উইন্ডোজ হ্যালো লগ-ইন সিস্টেম, ইত্যাদি।

URI হলো Uniform Resource Identifier যা ভেতরে উইন্ডোজ এর বিভিন্ন সেটিংস এর নাম সনাক্ত করার জন্য স্ট্রিং লিপিবদ্ধ থাকে, যা ব্যবহার করে সহজেই কোন সেটিং ওপেন করতে পারবেন। তাই আপনি প্রতিটি সেটিংস এর  URI জানতে পারেন তবে তা দ্বারা সহজেই ডেস্কটপ শর্টকাট তৈরি করতে পারেন কিংবা উইন্ডোজ রেজিস্ট্রি এডিট করে কনটেক্স মেন্যুতে সেটিংসমূহ মেন্যু হিসেবে যোগ করতে পারবেন। 

উইন্ডোজ ১০ এর সেটিংস পেজ সরাসরি চালু করা

মাইক্রোসফট কর্পোরেশন উইন্ডোজ ১০ এর বিভিন্ন সেটিংস পেজ সরাসরি চালু করার URI সমূহ তালিকাভুক্ত করেছে। এক্ষেত্রে কিছু বর্ণিত হলো। বিস্তারিত জানতে এ লিংকে ক্লিক করুন

Settings PageURI (Uniform Resource Identifier)
Access work or schoolms-settings:workplace
Accountsms-settings:surfacehub-accounts
Activationms-settings:activation
Apps & featuresms-settings:optionalfeatures
Audio and speechms-settings:holographic-audio
AutoPlayms-settings:autoplay
Battery Saverms-settings:batterysaver
Battery usems-settings:batterysaver-usagedetails
Bluetoothms-settings:bluetooth
Calendarms-settings:privacy-calendar
Camerams-settings:privacy-webcam
Colorsms-settings:personalization-colors
Connected Devicesms-settings:connecteddevices
Contactsms-settings:privacy-contacts
Data usagems-settings:datausage
Date & timems-settings:dateandtime
Dial-upms-settings:network-dialup
Displayms-settings:display
Displayms-settings:screenrotation
Emailms-settings:privacy-email
Email & app accountsms-settings:emailandaccounts
Ethernetms-settings:network-ethernet
Keyboardms-settings:easeofaccess-keyboard
Magnifierms-settings:easeofaccess-magnifier
Microphonems-settings:privacy-microphone
Mobile hotspotms-settings:network-mobilehotspot
Mousems-settings:easeofaccess-mouse
Mouse & touchpadms-settings:mousetouchpad
Narratorms-settings:easeofaccess-narrator
Navigation barms-settings:personalization-navbar
Notificationsms-settings:cortana-notifications
Notifications & actionsms-settings:notifications
Power & sleepms-settings:powersleep
Recoveryms-settings:recovery
Region & languagems-settings:regionlanguage
Sign-in optionsms-settings:signinoptions
Soundsms-settings:sounds
Startms-settings:personalization-start
Statusms-settings:network-status
Storagems-settings:storagesense
Storage Sensems-settings:storagepolicies
Talk to Cortanams-settings:cortana-language
Task Barms-settings:taskbar
Taskbarms-settings:taskbar
Themesms-settings:themes
Touchpadms-settings:devices-touchpad
Troubleshootms-settings:troubleshoot
USBms-settings:usb
Welcome screenms-settings:surfacehub-welcome
Wi-Fims-settings:network-wifi
Wi-Fi Callingms-settings:network-wificalling
Windows Defenderms-settings:windowsdefender

 উইন্ডোজ ১০ এর বিভিন্ন সেটিংস ওপেন করার ডেস্কটপ সর্টকাট তৈরি করা:

উইন্ডোজ ১০ এর ডেস্কটপে সর্টকাট তৈরি করার জন্য নিম্নরূপ পদ্ধতি গ্রহণ করুন:

১। ডেস্কটপের খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে এবং New ক্লিক; অতপর Shortcut ক্লিক করুন।

create-shortcut-windows

২। প্রদর্শিত উইজার্ডের ভেতর ms-settings:dateandtime টাইপ করুন এবং continue ক্লিক করুন। (এক্ষেত্রে আমরা Date & Time সেটিং কিভাবে তৈরি করতে হয় তার বর্ণনা দিয়েছি।)

create-shortcut-windows

৩। প্রদর্শিত উইজার্ডের ভেতর সেটিংটির জন্য একটি নাম নির্ধারণ করুন এবং Finish ক্লিক করুন। এক্ষেত্রে আমরা Date & Time দিয়েছি।

create-shortcut-windows

৪। লক্ষ্য করুন, আইকন ছাড়া Date & Time সম্বলিত একটি ডেস্কটপ সর্টকাট তৈরি হয়েছে।

৫। এবারে সর্টকাটটিতে আইকন যুক্ত করার জন্য আইকনটির ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে Properties ক্লিক করুন।৬। এবারে প্রদর্শিত ডায়ালগ বক্সের Web document ট্যাব ক্লিক করে Change Icon ক্লিক করুন এবং প্রয়োজনীয় আইকন নির্বাচন করে OK ক্লিক করুন। অতপর Apply ক্লিক করে OK ক্লিক করুন।

৭। এবারে তৈরিকৃত ডেস্কটপ সর্টকাট ক্লিক করে দেখুন Date & Time এর সেটিং সরাসরি ওপেন হয়েছে।

নোট: একই পদ্ধতিতে বিভিন্ন সেটিং এর জন্য ডেস্কটপ সর্টকাট আইকন তৈরি করতে পারবেন।

উইন্ডোজ ১০ এর নির্দিষ্ট  সেটিং ওপেন করার জন্য কনটেক্সট মেন্যু আইটেম তৈরি করা:

ডেস্কটপের খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করলে একটি মেন্যু প্রদর্শিত হয়, একেই কনটেক্সট মেন্যু বলা হয়। আপনি চাচ্ছেন উইন্ডোজ ১০ এর সেটিং কনটেক্সট মেন্যুতে সংযুক্ত করতে চান। এজন্য নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করুন।

১। কীবোর্ডের উইন্ডোজ বাটন চেপে regedit  টাইপ করে Enter চাপুন।

২। প্রদর্শিত উইন্ডোর নিচের প্রদর্শিত পাথে যান।

৩। HKEY_CLASSES_ROOT\Directory\Background\shell

৪। এবারে Shell এর ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে New ক্লিক; অতপর Key ক্লিক করুন। এবারে কী’র জন্য একটি নাম টাইপ করুন (এক্ষেত্রে আমরা Setting দিয়েছি)

৫। পুনরায় এইমাত্র তৈরিকৃত কী’র ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে New ক্লিক; অতপর Key ক্লিক করুন এবং কী’র নাম হিসেবে command টাইপ করুন।৬। এবারে ডান প্যানেলের লেখার ওপর ডাবল ক্লিক করুন এবং হুবুহু “C:\Windows\explorer.exe” ms-settings: টাইপ করে OK ক্লিক করুন। অতপর রেজিস্ট্রি উইন্ডো বন্ধ করুন।

৭। এবারে ডেস্কটপের খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করুন লক্ষ্য করুন Settings নামে নতুন একটি মেন্যু সংযুক্ত হয়েছে।

নোট: কাজগুলো করার সময় টাইপের বিষয়ে সাবধানতা অবলম্বন করুন।

Previous Post Next Post