The plugin list
- Admin and Site Enhancements (ASE) - Classic Editor - Independent Analytics - ManageWP Worker - Elementor & Elementor Pro - Solid Security (or Security Optimizer from Siteground) - Litespeed Cache (or Speed Optimizer from Siteground) - [Bonus] ACF or JetEngine - [Bonus] White Label CMSসার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও (SEO)
ওয়েবসাইট দ্রুত লোড করার জন্য
ওয়েবসাইটে ভিজিটর ভিজিট করার কারণে আমাদের ওয়েব পেজগুলো একটা নির্দিষ্ট পরিমাণ ডাটা কে Cache করে রাখে। যা ক্লিন করার মাধ্যমে ওয়েবসাইট কে দ্রুত লোড করা যায়।
আপনার ওয়েবসাইটকে দ্রুত লোড করার জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য সবচেয়ে সুন্দর একটি প্লাগিন হচ্ছে LiteSpeed Cache । তাছাড়াও আরো অন্যান্য প্লাগিন রয়েছে যা আপনাকে ওয়েবসাইট দ্রুত লোড করার জন্য সহায়তা করে থাকবে। তবে মনে রাখবেন একসাথে একই ধরনের দুটি প্লাগিন ব্যবহার করবেন না তাহলে একটি প্লাগিন আরেকটি প্লাগিন এর সাথে কনফ্লিক্ট হবে। অন্যান্য আরো প্লাগিন হলো- Wp Optimize, WP Rocket, W3 Cache, Autoptimize, Wp Super Cache, FlyingPress ইত্যাদি।
ওয়েবসাইটের সুরক্ষার জন্য
সোশ্যাল মিডিয়াতে ওয়েবসাইটে শেয়ার করার জন্য
স্পামার এর হাত থেকে ওয়েবসাইট সুরক্ষিত রাখার জন্য
প্রশ্ন -১:অ্যাডমিন ইউআরএল আপনি কিভাবে চেঞ্জ করেন ? প্লাগিন ব্যবহার করে নাকি ম্যানুয়ালি ? কোনটা ভালো ? লগইন ব্যবহারে কোনটা ভালো ?
উত্তর: বেটার WP সিকিউরিটি প্লাগিনটা ইউজ করি। লিঙ্ক – https://wordpress.org/plugins/better-wp-security/
প্রশ্ন-২: WP ROCKET plugin er file gulo google e index dekhasce, any suggestion how to remove those?
উত্তরঃ আপনার robots.txt ফাইলে নিচের কোডটা কপি করে দেন।
User-agent: *
Disallow: /wp-admin/
Disallow: /wp-content/cache/wp-rocket/
আর যত গুলা index হয়ে আছে সব গুলা webmaster এর url remove অপশন থেকে removal request দেন ৷ তারপর ৪-৫ দিন অপেক্ষা করে দেখেন ৷
প্রশ্ন-৩: AAWP plugin er moaddhome emn style er product box use korle Plagiarism issue te somossa hobe??
উত্তরঃ যেহেতু API ব্যবহার করছেন তাই কোনো সমস্যা হবে না। সাধারণত এই কারণেই API ব্যবহার করা হয়ে থাকে।
প্রশ্ন-৪: Best Free Responsive Table Maker Plugin?
উত্তরঃ TablePress
Link: https://wordpress.org/plugins/tablepress/
প্রশ্ন-৫: আমার ওয়ার্ডপ্রেস “Hello Dolly” এই প্লাগিন by default ভাবে আছে।
এটার কাজ কি এবং এটা ডিলেটেড করলে বা রাখলে কোনো লাভ বা ক্ষতি আছে কি??
উত্তরঃ এটা একটা ওয়ার্ডপ্রেসের প্রি-ইন্সটলড প্লাগিন। ডিলিট করে দেন।
প্রশ্ন-৬: Is there any free pluginto display specific widget on specific post/page?
উত্তরঃ এই প্লাগিনটা ইউজ করেন – https://wordpress.org/plugins/q2w3-fixed-widget/
তাছাড়া নিচের প্লাগিনগুলোও ট্রাই করে দেখতে পারেন –
Thrive Clever Widget/Genesis Simple Sidebars/Custom Sidebars
প্রশ্ন- ৭: Can anyone suggest me good ‘Responsive Table Plugin’ for product comparison. Colorful and Design.
উত্তরঃ Go pricing/Thrive architect অথবা ফ্রিতে TablePress
প্রশ্ন-৮: What is the best SEO plugin( paid/free) instead of Yoast.
উত্তরঃ RankMath এবং SEOPress
প্রশ্ন-৯: টেবিল অফ কন্টেন্ট প্লাগিনে শো হাইড আসতাছে না! স্বাভাবিক ক্রমে আসে কিন্তু ইনকগনিটো মুডেও আসে না এবং অন্যান্য ব্রাউজারেও আসে না।
উত্তরঃW3 total cache অথবা অন্য কোন ক্যাশ প্লাগিন ব্যবহার করে থাকলে ব্রাউসার থেকে ক্যাশ এবং কুকিজ ক্লিন দেন।
প্রশ্ন -১০: How to get this Rich Snippet! #Shamim bhai are you using any plugin for this?
উত্তরঃ সাইট নেভিগেশন মার্কআপ দিয়ে করতে পারেন কিন্তু সব সময় এইটা কাজ করে না। ব্যাসিক্যালি আপনার সাইটের সবচেয়ে বেশি বার ভিজিট করা হয়েছে এমন পেজগুলোই গুগল সাইট সার্চে দেখায়।
প্রশ্ন-১১: Product এর comparison টেবিল তৈরি করার জন্য কোনplugin use করলে দেখতে সুন্দর দেখাবে।যারা জানেন দয়া করে বললে ভাল হয়। ধন্যবাদ।
উত্তরঃ Apni Thrive architect diye korte paren ba aawp plugin diye o Kora jay
প্রশ্ন-১২: Image optimization কিভাবে করেন? এবং কোন Plugin টা ভাল কাজ করে? এ বিষয়ে হেল্প করেন Plz
উত্তরঃ আমি ব্যক্তিগতভাবে ShortPixel প্রিমিয়ামটা ব্যবহার করি। বেশ ভালো কাজ করে। ফ্রিগুলোর লিমিটেশন আছে, তবে Imagify, Kraken, Ewww, Smush এইগুলা একটা একটা করে ইউজ করে দেখতে পারেন। যেটা ভালো কাজে দেয় সেটা ফিক্সড করবেন।
প্রশ্ন-১৩: Help Needed Is there any plugin that I can use to create Quick Navigation in my post. So that reader can go to any part of the post by only clicking the headings. TIA
উত্তরঃ Table of Contents Plus ওয়ার্ডপ্রেস প্লাগিনটা ব্যবহার করেন।
প্রশ্ন-১৪: আমার ওয়ার্ডপ্রেস সাইটে স্প্যাম এড়াতে অন্যান্য সাইটের মতো ( রেজিস্ট্রেশন এবং লগিন কাস্টম পেজ লিংক পরিবর্তনসহ, লগিন এবং রেজিস্ট্রেশন পেজে গুগল রিক্যাপচা, রেজিস্ট্রেশন পেজে কিছু বাড়তি ফর্ম, ইমেল ভেরিফাই করে তারপর রেজিস্ট্রেশন…. ইত্যাদি) সিস্টেম করতে চাই….. কোন প্লাগিন ব্যবহার করবো…??? দয়া করে প্লাগিনগুলোর নাম বলুন।
উত্তরঃ WP Security – Sucurietpack ব্যবহার করতে পারেন। অন্যান্য ফিচারের জন্যে LoginPress এবং WP Better Security প্লাগিনগুলো দেখুন।
প্রশ্ন-১৫: খুব জানতে ইচ্ছে করে……..আপনারা আপনাদের সাইটে কি কি প্লাগিন ব্যবহার করছেন। জানালে নতুনরা অনেক উপকৃত হতো…! 😉 😉
#Wordpress_Plugin
উত্তরঃ WP Security – Sucuri
Backup – updrafts plus or backup buddy
Social share – Addthis plugin or Sumome or SocialWarfare
SSL – Really Simple SSL with Cloudflare
Contact – Contact7
SEO Plugin- Yoast
Antispam- Akismat
Image compressor – WP Smush
Page Builder – Default Gutenberg or Thrive Architect or Elementor
প্রশ্ন-১৬: Wordpress সাইট Security ‘r জন্য কোন কোন প্লাগিন ব্যবহার করবো….??
উত্তরঃ Sucuri or Better WP Security
প্রশ্ন-১৭: আসসালামুয়ালাইকুম SEO Mastermind | NShamim.Com Nasir Uddin Shamimভাই স্ক্রিমিংফ্রগ এ আমার সাইটের কিছু ইমেজ এবং কন্টেন্ট ইউ আর এল “move permanently ” দেখাচ্ছে আমার কি করা উচিৎ যদি কেও বল্লতেন উপকৃত হতাম। ধন্যবাদ।
উত্তরঃ আপনি ৩০১ রিডাইরেক্ট ফিক্স করতে পারেন। ৩০১ যে ইউআরএল দেখছেন ঐগুলা স্প্রেডশিট এ নিবেন তারপর ইউআরএল গুলা ঠিক করবেন। “Better Search Replace” এই প্লাগিন ইনস্টল করে নিবেন। প্লাগিন এ যাবেন “সার্চ ফর” বক্সে আপনি ৩০১ ইউআরএল দিবেন আর ঠিক করা ইউআরএল দিবেন “Replace with” এ তারপর wp_post সিলেক্ট করে দিবেন; ইমেজ হলে ইমেজ সিলেক্ট করে দিবেন। “Then Run as dry run?” সিলেক্ট করে রিপ্লেস বাটন প্রেস করবেন।
প্রশ্ন-১৮: with sitestripe, how can I take a specific product image. Let’s say if a product have 5 image, I see amz sitestripe always takes the first image. Is it possible to use any specific image such as the 3rd or 4th? plz let me know
উত্তরঃ Not possible with sitestripe. If so, you may need to use amazon Image inserter plugin.
প্রশ্ন-১৯: লিংক Nofollow ও dofollow করার জন্য WordPress এর কোন প্লাগিন টি ভালো?
উত্তরঃ “Outbound Link Manager”
প্রশ্ন-২০: Social শেয়ারের জন্য সাইডে কোন প্লাগিন ব্যবহার করতে পারি অভিজ্ঞ ভাইদের মতামত চাচ্ছি।
উত্তরঃ Addthisplugin অথবা Sumo অথবা Socialwarfare
প্রশ্ন-২১: please anyone describe about keeping backup of my affiliate site.thanks in advance
উত্তরঃ প্লাগিন ব্যবহার করেন। UpdraftPlus/BackWPUp/BackupBuddy যেকোনো একটা।
প্রশ্ন-২২: ওয়ার্ডপ্রেস সাইটে প্রতিদিন কত ভিজিটর আসছে, কোন দেশ থেকে আসছে, কোন পোস্ট কত ভিউ হচ্ছে এসব ডাটা দেখার জন্য কোন প্লাগিন আছে? ব্লগস্পটে গুগলের নিজস্ব একটা সিস্টেম ছিল, যেখানে মোটামুটি সব ধরনের ডাটা দেখা যেত। ওয়ার্ডপ্রেসে নতুন। তাই বুজতেছি না। অভিজ্ঞরা একটু সাহায্য করেন।
উত্তরঃ Monsterinsight plugin for Google Analytics. অথবা Jetpack অথবা Wassup প্লাগিন দিয়েও পর্যাপ্ত ডাটা পাবেন।
প্রশ্ন-২৩: ১টা পোস্টে ১০ টা products এর রিভিউ, affiliate link গুলা “Buy On Amazon” কে text লিংক করে দিলে কি ১০ বার হয়ে যাওয়ার কারনে content এর কোন সমস্যা হবে? নাকি “Buy On Amazon” text এর বদলে image button use করা ভাল হবে? সেক্ষেত্রে আবার ১০টা products এর জন্য ১০ images + 10 ta buy now image কোন প্রবলেম হবে না তো? নিচের screenshot এর মত, “reviews & photos on Amazon” products image এর নিচে use করি, এবং “Buy On Amazon” রিভিউ এবং pros + cons দিয়ে সবার শেষে use করি, এতে কোন সমস্যা হবে? affiliate link দেওয়ার উত্তম উপায় কি? জানতে চাই?
উত্তরঃ টেক্স বাটনই ব্যবহার করেন। ইমেজ বাটন পেজ লোডিং এ প্রভাব ফেলবে। এবং সব এক্সটারনাল লিংক নো-ফলো করে দেন।
প্রশ্ন-২৪: Wordpress jerkom yoast seo plugin ache blogger er ki yoast plugin ache or alternative?
উত্তরঃ Alternative নাই। ইনফেক্ট, ব্লগারে আপনিতো কোন প্লাগিন ইউজ করতে পারবেন না।
প্রশ্ন-২৫: Which kind of free pluginare you used for click fraud monitor? Need details review from real user… Thanks.
উত্তরঃ “Adsense Invalid Click Protector”
প্রশ্ন-২৬: ওয়ার্ডপ্রেস এ এড বসানোর জন্য কি কোনো প্লাগিন ব্যবহার করেন,,,,?? ব্যবহার করলে প্লাগিন এর নাম কি,,,? ধন্যবাদ সবাইকে,,,
উত্তরঃ এই প্লাগিনটা ব্যবহার করেন – https://wordpress.org/plugins/ad-inserter/
অথবা এইটা – https://wordpress.org/plugins/quick-adsense-reloaded/
প্রশ্ন-২৭: এডসেন্সের জন্য কোন প্লাগিন ভালো ও সহজ ?
উত্তরঃ Ad Inserter (Free) and Better Ads (Premium)
প্রশ্ন-২৮: ওয়ার্ডপ্রেস সাইট ছাড়া অন্য কোনো সাইট এ প্লাগিন ইন্সটল দেওয়া যাই কি?
উত্তরঃ হা যায় তো। তবে একেকটা CMS এর প্লাগিন একেক রকম। যেমন Joomla CMS এর জন্যে প্লাগিন আছে। ওয়ার্ডপ্রেসের টা আবার জুমলায় ইন্সটল করা যাবে না।