Parts of Speech কাকে বলে? চেনার উপায়? টেবিল? প্রশ্নটেবিল, প্রতিটির বিস্তারিত আলোচনা এবং Preposition List !!

Parts of Speech কাকে বলে?

Parts of speech: “Part” অর্থ অংশ এবং “Speech”অর্থ কথা বা বাক্য | সুতরাং বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক অংশ বা শব্দ কে Part of Speech বলে।

Example:
Salman is a small boy but he is very intelligent.বাক্যটিতে Salman, is, a, small, boy, but, he, is, very, intelligent এই দশটি অর্থবোধক অংশ বা শব্দ রয়েছে । সুতরাং এদের প্রত্যেকটি Part of Speech.

Parts of Speech চেনার সহজ কয়েকটি উপায়
যে সকল word বা শব্দের শেষে ce, cy, ity, ty, ness, hood, dom, tion, sion, ance, age, ment, th, ইত্যাদি suffix বা প্রত্যয় যুক্ত থাকে তখন উহা সাধারণত Noun হয়।যেমনঃ Education, Importance, etc . They like education.
  • শব্দের শেষে able, ous, ant, ent, le, al, ful, er, est, I've, ইত্যাদি থাকলে উহা Adjective হয়।শব্দের পূর্বে more/most/less/least থাকলে,উহা Adjective হয়।যেমনঃ Beautiful, Best, Important, ইত্যাদি।His friend will not do illegal matter.
  • Adjective এর শেষে ly যোগ করে সাধারণত Adverb হয়। আবার ly বাদ দিলে উহা Adjective হয়।যেমনঃ slow → slowly, slowly → slow. Example: He did not it slowly. It was slow.
  • শব্দের শেষে te, d, ed, ain, fy, e, en, ize, se, ing, ইত্যাদি থাকলে উহা verb হয়।যেমনঃ build, beautify, made ইত্যাদি।
  •  শব্দের শেষে ce/cy বাদ দিয়ে t/te যোগ করলে Adjective হয়।যেমনঃ Importance →Important.
  • শব্দের শেষে ity বাদ দিয়ে Adjective হয়।যেমনঃ Popularity (জন প্রিয়তা) Popular (জনপ্রিয়)
  • শব্দের শেষে ness বাদ দিয়ে Adjective হয়।যেমনঃ awfulness,(ভয়ানকতা)awful(ভয়ানক)
  • শব্দের শেষে hood/dom বাদ দিয়ে Adjective হয়।যেমনঃ falsehood(মিথ্যা কথা)false(মিথ্যা)
  • শব্দের শেষে tion বাদ দিয়ে t/te যোগ করলে verb হয়।যেমনঃ conection →conect. Raysul Islam Redoy
  • শব্দের শেষে ment বাদ দিয়ে verb হয়।যেমনঃ enjoyment(উপভোগ)enjoy(উপভোগ করা)
  •  শব্দের শেষে ance বাদ দিয়ে verb হয়।যেমনঃ acceptance(গ্রহণ )accept(গ্রহণ করা)
  •  শব্দের শেষে age বাদ দিয়ে verb হয়।যেমনঃBreakage(ভাংগন)Break(ভাংগা)।
  • শব্দের প্রথমে de, dis, il, im, in, ir, un, miss,ইত্যাদি Prefix বা উপসর্গ থাকলে উহা বাদ দিলে বিপরীত অর্থবোধক বা antonym হয়।যেমনঃdecontaminate(দূষণ হতে মুক্ত করা)contaminate(দূষণ করা)disconnect (পৃথক করা)connect(পৃথক)immortal) অমরনশিল)mortal(মরণশীল)
  • যে সকল verb এর আগে be, en, em, im, ইত্যাদি prefix বা উপসর্গ থাকে তখন উহা বাদ দিলে noun/adjective হয়।যেমনঃbeflower (ফুল দ্বারা আচ্ছাদিত করা)flower (ফুল)enable ( সামর্থ্য হওয়া )able ( সামর্থ্য)
  • যে সকল verb এর পরে en, ify, ize, ইত্যাদি suffix বা প্রত্যয় যোগ থাকে উহা বাদ দিলে noun/adjective হয়।যেমনঃbroaden (প্রশস্থ করা)broad( প্রশস্থ)signify(চিহ্নিত করা)sing(চিহ্ন)
  • verb এর শেষে e থাকলে e বাদ দিয়ে ‘or’ suffix যোগ করে noun গঠন করা হয়।যেমনঃ calculate (গণনা করা )calculator (যে গণনা করে )
  • verb এর শেষে de থাকলে de বাদ দিয়ে ‘sion’ suffix যোগ করে noun গঠন করা হয়।যেমনঃconclude(সমাপ্ত করা )conclusion(সমাপ্ত)
  • verb এর শেষে y থাকলে y বাদ দিয়ে ier, suffix যোগ করে noun গঠন করা হয়। যেমনঃcarry (বহন করা)carrier (বহনকারী)
  • verb এর শেষে se থাকল e বাদ দিয়ে ‘ion’ suffix যোগ করে noun গঠন করা হয়।যেমনঃTelevise(টেলিভিশনে প্রচার করা)Television (দূরদর্শন )
  • verb এর শেষে rt থাকলে t বাদ দিয়ে ‘sion’ suffix যোগ করে noun গঠন করা হয়।যেমনঃDivert (চিত্ত-বিনোদন করা) Diversion (চিত্তবিনোদন)
  • verb এর শেষে nt থাকলে t বাদ দিয়ে ‘sion’ suffix যোগ করে noun গঠন করা হয়।যেমনঃAscent(আরোহণ করা) Ascension(আরোহণ)
  • verb এর শেষে it থাকলে t বাদ দিয়ে ‘ssion’ suffix যোগ করে noun গঠন করা হয়।যেমনঃAdmit(ভর্তি করা)Admission(ভর্তি)
  • verb এর শেষে ate থাকলে e বাদ দিয়ে ‘ion’ suffix যোগ করে noun গঠন করা হয়।যেমনঃAccelerate(অধিকতর দ্রুত চলা)Acceleration(বেগ বিদ্ধি)
  • verb এর শেষে e থাকলে e বাদ দিয়ে ‘able’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃmeasure(পরিমাপ করা)measurable (যাহা পরিমাপ করা যায় এমন)
  • verb এর শেষে ate থাকলে ate বাদ দিয়ে ‘able’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃAppreciate(প্রশংসা করা)Appreciation(প্রশংসনীয়)
  • verb এর শেষে fy থাকলে y বাদ দিয়ে ‘iable’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃClassify (শ্রেণী বিভাগ করা)Classifiable(শ্রেণী বিভাগের যোগ্য)
  •  verb এর শেষে y থাকলে y বাদ দিয়ে ‘ied’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃstratify(স্তরে স্তরেগথিত হওয়া)stratified(স্তরিভুত)
  • verb এর শেষে ge, se, de, থাকলে ge, se, de বাদ দিয়ে ‘sive’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃDiffuse(ছাড়াইয়া দেওয়া)Diffusive (ব্যাপক)
  • verb এর শেষে duce থাকলে e বাদ দিয়ে ‘tive’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃproduce (উৎপাদন করা)productive(উৎপাদন


Parts of Speech কাকে বলে? চেনার উপায়? টেবিল? প্রশ্নটেবিল, প্রতিটির বিস্তারিত আলোচনা এবং Preposition List !!

Verb কী? Verb এর লিস্ট A -Z !!!

১০০০ টি প্রয়োজনীয় ইংরেজি শব্দ !!!

Tense কাকে বলে? ( What is tense?) মাষ্টার ক্লাস!!!!

IELTS ৩ ঘন্টার টেষ্ট এ আপনী কি কি বিষয়ের মুখোমুখি হবেন তার বিস্তিারিত

পাটিগণিত,সূচক, বীজগণিতের সকল সূত্র!!

নবম দশম শ্রেণির সকল PDF বই ফ্রী ডাউনলোড !!!

সাইফুরস pdf

৫টি মজাদার গণিত শেখার pdf বই

Parts of Speech কত প্রকার ও কি কি?

Parts of Speech আট প্রকার। এগুলো step by step আলোচনা করা হলঃ

  • Noun
  • Pronoun
  • Adjective
  • Verb
  • Adverb
  • Preposition
  • Conjunction
  • Interjection

Now I am trying to give a brief idea about the classified Parts of Speech.

যে সকল Parts of Speech এর পূর্বে Article ব্যবহ্যত হয় না।

  •  proper noun (Aminul, Faysal, Rani, Laboni, ……) ,road, place, village, town, city, country, language এর পূর্বে Article ব্যবহ্নত হয় না। যেমনঃ Incorrect: The Saiket is the name of my nephew. Correct : Saiket is the name of my nephew(ভাগিনেয় বা ভ্রাত্রিপুত্র).
  • verb, pronoun, Adjective, Adverb, Preposition, conjunction, proper noun এবং Article এর পূর্বে Article ব্যবহ্নত হয় না। possessive from ( his, her, their, my, our, your, yours, hers, its, own, jeem’s) এর পূর্বে ও পরে এবং adjective এর পরে Article ব্যবহ্নত হয় না।
  • খেলার নামের এবং daily routine –এর অংশ হিসাবে খাবার সংক্লান্ত নামের পূর্বে Article বসে না।যেমনঃInc: They play a cricket. Corr: They play cricket.Raysul Islam Redoy Inc: He had a dinner at night. Corr: He had dinner at night.
  • স্বাভাবিকভাবে Abstract noun (গুনবাচক বিশেষ্য পদ) এর পূর্বে article বসে না। যেমনঃInc: The honesty is a great virtue. Corr: Honesty is a great virtue.
  • স্বাভাবিকভাবে Material noun (বস্তবাচক বিশেষ্য পদ) এর পূর্বে article বসে না।যেমনঃInc: The gold is a precious metal. Corr: Gold is a precious metal.
  • School, College, market, bed, hospital, prison, mosque, sea, temple, church, court, ইত্যাদি স্থানে যাওয়া বুঝালে এদের পূর্বে article বসে না।যেমনঃ Inc: I go to the college. corr: I go to college. কিন্ত স্থানগুলোতে অন্য উদ্দেশ্যে যাওয়া বুঝালে article বসে।যেমনঃ Inc: I went to hospital to see my ailing friend . Corr: I went to the hospital to see my ailing friend.
  • নিজের father, mother, sister, brother, uncle, aunt, baby, cook, nurse, ইত্যাদি পূর্বে article বসে না।যেমনঃ Inc: The father will come home tomorrow. Corr: Father will come home tomorrow.

1. Noun কাকে বলে?

যে word দ্বারা কোন কিছুর নাম বোঝায় তাকে Noun বলে ।

Example :
  • Dhaka is the capital of Bangladesh.
  • The horse is a faithful animal.
  • Honesty is the best policy.
  • Our team has won the game.
  • Gold is a precious metal.

উপরের Sentence গুলোতে Dhaka স্থানের নাম বুঝায় | The horse এক জাতীয় প্রাণীর নাম | Team কতগুলো খেলোয়াড়ের সমষ্টিগত নাম | Honesty একটি গুণের নাম | Gold একটি পদার্থের নাম | যেহেতু উপরের word গুলোর প্রত্যেকটি দ্বারা নাম বোঝায়, তাই তারা Noun.

Noun এর অবস্থান:

Noun এর অবস্থান ৪টি অর্থাৎ Sentence-এ Noun চার জায়গায় থাকে। যেমনঃ
১। Subject হিসেবেঃ Dhaka is the capital of Bangladesh
২। Verb-এর object হিসেবেঃ I eat a Mango.
৩। Preposition এর object হিসেবেঃ I took Physics instead of Chemistry.
৪। Possesive-এর পরঃ I like your laptop.

Noun কাকে বলে? কত প্রকার ও কি কি? Noun এর অবস্থান

আজকে আমরা শিখবো Noun কাকে বলে? Noun কত প্রকার? ও কি কি? Noun এর অবস্থান। এবং গুরুত্বপূর্ণ ৫ প্রকারের Noun গুলো।

Noun কাকে বলে?

Noun: সাধারণত যে কোন কিছুর নাম কে Noun বলে। যেমনঃ Flower, Man, Cow, Beauty, Police, Army, Earth ইত্যাদি।

Noun কত প্রকারঃ

Noun প্রধানত ২ প্রকার। এগুলো কি কি?
১। Concrete Noun ও ২। Abstract Noun.

Concrete Noun কাকে বলে?

Concrete Noun: (যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, পরিমান/পরিমাপ করা যায়- এক কথায় ইন্দ্রিয় গ্রাহ্য)। Concrete Noun চার প্রকার। Proper Noun, Common Noun, Collective Noun এবং Material Noun

Abstract Noun কাকে বলে?

Abstract Noun : (যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, পরিমান/পরিমাপ করা যায় না- এক কথায় অনুভব করতে হয়।

এক নজরে আলোচনার বিষয়বস্তু গুলোঃ

  • Proper Noun (নাম বাচক বিশেষ্য)
  • Common Noun (জাতিবাচক বিশেষ্য)
  • Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
  • Material Noun (বস্তুবাচক বিশেষ্য)
  • Abstract Noun (গুণবাচক বিশেষ্য)

Proper Noun কাকে বলে?

যে Noun দ্বারা নির্দিষ্টভাবে কোন ব্যক্তি, বস্তু, প্রাণী ,স্থান, ঘটনা বা প্রতিষ্ঠানের নাম বোঝায়, তাকে Proper Noun বলে।

Example:
Sumon does not like to play football. এই বাক্যে Sumon একজন ব্যক্তির নাম।

Saudi Arabia is a Muslim country. এখানে সৌদি আরব একটি দেশের নাম।

Gold is very valuable. সোনা একটি বস্তুর নাম।

Proper Noun চেনার উপায়ঃ

১। Proper Noun এর প্রথম অক্ষর capital হবে। Dhaka is the capital of Bangladesh.

২। Proper Noun এর আগে The হবে না। Shamim passed the exam.

৩। Proper Noun Plural হবে না। Karim runs in the field.

Common Noun কাকে বলে?

যখন কোন Noun একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বুঝায় তাকেই Common Noun বলে । যেমন, Boy, Girl, Student, City, Book, Dog, Flower etc.

Example:
Shamima is a student. (Student দ্বারা সকল ছাত্র-ছাত্রীদেরকেই বুঝানো হয়েছে। নির্দিষ্ট কোন ছাত্র কিংবা ছাত্রী কে আলাদা করে বুঝায়নি)

The Cow is a helpful animal. ( Cow দ্বারা সকল জাতীয় গরুকে বুঝানো হয়েছে। সেটা যে কোন জাতের কিংবা ধরনের বা রঙের হতে পারে। যে কোন দেশের যে কোন গরু হতে পারে।)

I love flower ( এখানে flower দ্বারা সবরকম ফুলকে বুঝানো হয়েছে। এটা যে কোন জাতের বা ধরনের ফুল হতে পারে। হতে পারে গোলাপ কিংবা টিউলিপ, শিউলী অথবা রজনীগন্ধা কিংবা যে কোন ফুল হতে পারে।)

Common Noun চেনার উপায়ঃ

বাক্যে ৩ ভাবে Common Noun বসে।
১। A + noun সহকারে বাক্যের প্রথমে বসে। A dog is a faithful animal.

২। Plural সহকারে বাক্যে প্রথমে বসে। Boys are playing in the field.

৩। The + Noun সহকারে বাক্যের শুরুতে বসে। The dog is a faithful animal.

Collective Noun কাকে বলে?

Collective Noun দ্বারা একজাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি কে বুঝায়। অর্থাৎ পৃথক পৃথক না বুঝিয়ে অবিভক্ত ভাবে তাদের দল/গ্রুপ কে বুঝায়। যেমন, Team, Army, Class, Family, Orchestra etc.

Example:
Our team played the match well yesterday. (Team দ্বারা খেলোয়াড়দের গ্রুপ কে বুঝানো হয়েছে)

Bangladeshi Army is doing a great job in UN mission. (Army দ্বারা সেনা সদস্যদের দল কে বুঝানো হয়েছে)

Our class had a trip to Sea beach last week. (Class দ্বারা ছাত্রছাত্রীদের বুঝানো হয়েছে)

Collective Noun চেনার উপায়ঃ

১। Collective Noun দ্বারা একজাতীয়/সমজাতীয় ব্যাক্তি বা বস্তুর সমষ্টিকে বুঝায়।

২। Collective Noun আকারে Singular হলেও Verb Singular বা Plural হতে পারে, নিচে Note-এ আলোচনা করা হলো।

৩। Collective Noun এর পূর্বে Article বসতেও পারে আবার নাও বসতে পারে।

Note:
The team is playing very well. (অবিভক্ত Team কে বুঝানো হচ্ছে তাই Verb singular)

The team are going their home. (Team ভেঙ্গে আলাদা আলাদা হয়ে তারা বাসায় ফিরে যাচ্ছে। বিভক্ত হয়ে গেছে তাই Verb plural হয়েছে। )

Material Noun কাকে বলে?

যে Noun শুধুমাত্র ওজন দ্বারা পরিমাণ করা যায় কিন্তু গণনা করা যায় না এমন কিছুর নামকে Material Noun বলে। যেমন, Rice, Water, Gold, Glass, Salt, Iron, Silver, Cloth, Air, Milk, etc.

Example:
You can buy gold for your sister.
I need to buy some rice.
Cotton dress is my favorite cloth

Material Noun চেনার উপায়ঃ

* এটি গননা করা যায় না + এটি ওজন করে পরিমাণ/পরিমাপ করতে হবে + এটি Plural হবে না + এই Noun এর আগে আর্টিক্যাল The হবে না।

কোনটা Material Noun এবং কোনটা Common Noun? কিভাবে চিনবেন?

মাদার বস্তুটি হবে Material Noun এবং Child বস্তুটি হবে Common Noun.

যেমনঃ
মাদার=Gold= Material Noun
Child= Gold এর ring, necklace এগুলো হলো Common Noun

মাদার=Wood= Material Noun
Child= Chair, table, door etc = Common Noun.

Abstract Noun কাকে বলে?

যে Noun দ্বারা কোন ব্যক্তি কিংবা বস্তুর দোষ, গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে Abstract Noun বলে।

এসব Noun কে দেখা যায় না, ছোঁয়া যায় না, ব্যহ্যিক কোন আকার আকৃতি নেই, স্পর্শ করা যায় না, কোন গন্ধ পাওয়া যায় না। শুধু অনুভব করতে হয় এই ধরনের Noun কে Abstract Noun বলে। যেমনঃ Freedom, happiness, liberty, anger, kindness, love, beauty, ইত্যাদি।

Example:
His love for me cannot be denied.
His kindness is his real beauty.
Her beauty makes me charmed.

Noun এর অবস্থান:

Noun এর অবস্থান ৪টি অর্থাৎ Sentence-এ Noun চার জায়গায় থাকে। যেমনঃ
১। Subject হিসেবেঃ Dhaka is the capital of Bangladesh
২। Verb-এর object হিসেবেঃ I eat a Mango.
৩। Preposition এর object হিসেবেঃ I took Physics instead of Chemistry.
৪। Possesive-এর পরঃ I like your laptop.

Noun চেনার উপায়

শব্দের শেষে নিম্নলিখিত Suffix গুলো থেকে Noun চেনা যায় :
(-tion, -ment, -ness, -hood, -dom, -ship, -th, -ity,-gy, -phy, -my, -ure, -cy, -tude, -mony, -nce, – age, -er, -or, -sion, -ist, -ee, -ism)


2. Pronoun কাকে বলে?

Noun এর পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে Pronoun বলে | Pro শব্দের অর্থ পরিবর্তনের সমতুল্য | Pronoun শব্দের অর্থ হলো Noun এর পরিবর্তে বা Noun সমতুল্য | For an example I, we, you, they, he, she, it etc.

Example:
Azad is a good boy. He gets up early in the morning.“Azad”একটি Noun, এই Noun বার বার ব্যবহার করলে ভালো শোনায় না বলে এখানে দ্বিতীয় Sentence-এ “Azad” এর পরিবর্তে He ব্যবহার করা হয়েছে | তাই He একটি Pronoun.

Pronoun কাকে বলে? কত প্রকার ও কি কি?

Noun এর পরিবর্তে ব্যবহৃত হয় এমন শব্দকে Pronoun বলে।

যেমন: I, We, He, She, They, It ইত্যাদি।

প্রকারভেদ: প্রায় ৯ প্রকারের pronoun দেখা যায়।

  • Personal Pronoun
  • Demonstrative Pronoun
  • Interrogative Pronoun
  • Indefinite Pronoun
  • Possessive Pronoun
  • Reciprocal Pronoun
  • Relative Pronoun
  • Reflexive Pronoun
  • Intensive Pronoun

1. Personal pronoun কাকে বলে?

কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে Pronoun ব্যবহৃত হয় তাকে Personal pronoun বলে। যেমন: I, We, You, He, She, It, This ইত্যাদি।

Personal Pronoun আবার ২ প্রকার। 1. Subject Pronouns. 2. Object Pronouns.
i. Subject Pronouns কাকে বলে?

যে Pronoun গুলো কোন বাক্যে Subject হিসাবে ব্যবহৃত সেগুলোকে Subject Pronouns বলে। যেমন:

I know the boy.

We are friends.

He is a brilliant student ইত্যাদি।

ii. Object Pronouns কাকে বলে?

যে Pronoun গুলো বাক্যে Object হিসাবে বসে সেগুলোকে Object Pronouns বলে।

যেমন: We like him. I know her. ইত্যাদি। এখানে him, her হল Object Pronouns.

2. Demonstrative pronoun কাকে বলে?

যে Pronoun গুলো Noun এর আগে বসে উহার, এটি, ওটি, এগুলো ইত্যাদি নির্দেশ করে তাকে Demonstrative Pronoun বলে।

যেমন: this, that, These, those, such ইত্যাদি।

Examples:
This is my book.
That was my laptop.
These are my toys.
Those are our cats.

3. Interrogative pronoun কাকে বলে?

যে Pronoun গুলো দিয়ে প্রশ্ন করা হয় সে Pronoun গুলোকে Interrogative Pronoun বলে। যেমন: Which, Who, What, Whose, Whom ইত্যাদি।

Examples:
Which of these pen will you buy?
Whom are you calling?
Who came last in the class.

4. Indefinite pronoun কাকে বলে?

যে Pronoun দ্বারা বিশেষ কোন ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোন ব্যাক্তি বা বস্তুকে বুঝায় তখন তাকে Indefinite Pronoun বলে । যেমন : Anyone, Somewhere, Anybody, Anyway ইত্যাদি ।

5. Possessive pronouns কাকে বলে?

কোন মালিকানা বা অধিকার বুঝাতে যে Pronoun বসে তাকে Possessive Pronoun বলে। কোন ব্যাক্তি, বস্তু বা জিনিষ অধিকারে আছে এমন Noun এর পরিবর্তে Possessive Pronoun বসে ।

যেমন: This is my pen = This is mine

এখানে My pen এর পরিবর্তে mine

আরো কিছু উদাহরণ: mine, ours, yours, hers, his, its, and theirs ইত্যাদি।

6. Reciprocal pronouns কাকে বলে?

যে Pronoun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক/পরস্পরকে বুঝায় তাকে Reciprocal Pronoun বলে । যেমন : Each other, One another ইত্যাদি হল Reciprocal Pronoun.

7. Relative pronouns কাকে বলে?

যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুর পরে বসে আবার ঐ একই ব্যক্তি/বস্তুকে নির্দেশ করে সে Pronoun কে Relative Pronoun বলে।অন্যকথায়, Relative Pronoun গুলো দুটি Clause কে যুক্ত করে।

যেমন: I know the man whom you love. (এখান Whom– relative pronoun টি The man এর পরে বসে আবার the man কে নির্দেশ করুছে। তাই এটি Relative Pronoun)

আরো কিছু Relative Pronoun: which, whose, who, That, whom, where ইত্যাদি।

8. Reflexive pronouns কাকে বলে?

Personal Pronoun এর সংগে self বা selves যুক্ত হয়ে এই Pronoun টি Object হিসেবে কাজ করে একই সাথে Subject কেও নির্দেশ করে তখন তাকে Reflexive Pronoun বলে।

যেমন: He killed himself (He হলো personal pronoun, এর সাথে self যুক্ত হয়ে object এর স্থানে আছে এবং একই সাথে Subject কেও নির্দেশ করছে।)

আরো কিছু Reflexive Pronouns: Himself, myself, herself, themselves ইত্যাদি।

9. Intensive pronouns কাকে বলে?

অন্য কোন Noun বা Pronoun এর উপরে গুরত্ব প্রদান করার জন্য যে সকল pronoun ব্যবহৃত হয়, তাদেরকে Intensive pronouns বলা হয়। Reflexive pronoun এবং intensive pronoun দেখতে একই রকম কিন্তু intensive pronoun বাক্যে object হিসেবে ব্যবহৃত হয় না ।

যেমন: Himself, myself, herself, themselves ইত্যাদি।

I, myself did the work.


3. Adjective কাকে বলে?

যে word দ্বারা Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে Adjective বলে | good, bad, ill, red, one, two, much, many etc.

Example:

  • He is a rich man.
  • This is a blue pen.
  • He has much money.

উপরের Sentence গুলো তে “rich” শব্দটি He (pronoun)টির অবস্থা প্রকাশ করে| “blue”-pen কলম(noun)টি কেমন তা প্রকাশ | “much” কি পরিমাণ টাকা আছে তা নির্দেশ করে | তাই rich, blue, much Adjective.

Adjective কাকে বলে?

যে সকল Word বা শব্দ দ্বারা কোন Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে।

Examples:
He is a bad boy.(Pronoun এর দোষ)
Salma is a beautiful girl. (এখানে beautiful দ্বারা Noun এর গুন বুঝাচ্ছে।)
Sadia is happy (Noun এর অবস্থা)
They have five houses.(এখানে Noun এর সংখ্যা বুঝাচ্ছে)
We need one litre milk daily. (Noun এর পরিমাণ বোঝাচ্ছে)
তাই, Bad, beautiful, happy, five, one, litre ইত্যাদি word গুলো Adjective.

Adjective কত প্রকার: ৭ প্রকার

  • Descriptive Adjective
  • Adjective of Number
  • Quantitative Adjective
  • Demonstrative Adjective
  • Possessive Adjective
  • Interrogative Adjective
  • Distributive Adjective

Descriptive/Qualitative adjective/Adjective of quality এর ব্যবহার:

Descriptive adjective দিয়ে সাধারণত Noun বা pronoun-এর কোয়ালিটি বা গুন বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা করে।

Examples:
He is an industrious boy.
It is a nice flower garden.
Bird’s singing is charming.

More adjective: great, good, bad, beautiful, nice ইত্যাদি।

Adjective of Number এর ব্যবহার:

Nounবা Pronoun-এর ক্রম বা সংখ্যা প্রকাশ করতে বা নির্দেশ করতে এই Adjective of Number ব্যবহার করা হয়।

Examples:
I kept the pen in the first desk (ক্রম বুঝাচ্ছে)
He bought four pens yesterday (সংখ্যা বুঝাচ্ছে)

More: Two, Three, Four, Seven, First, Second, Third, Fourth, Fifth, Single, Double, Trifle etc

Adjective of Quantity/Quantitative Adjectiveএর ব্যবহার:

Noun বা Pronoun-এর পরিমাণ বোঝাতে Quantitative Adjective ব্যবহার করা হয়।

Examples:
Give me some water. (আমাকে কিছু পানি দাও)
I have enough time to do this work. ( কাজটি করার জন্য আমার হাতে যথেষ্ট সময় আছে)
There is a little milk in the glass. (গ্লাসে সামান্য পরিমাণ দুধ আছে)

More: Some, enough, many, much, whole, sufficient, all, none, nothing, half, more, less etc

Demonstrative Adjective এর ব্যবহার:

কোন Noun বা Pronoun কে নির্দিষ্ট করে বোঝাতে এই Adjective ব্যবহার করা হয়।

Examples:
This is my pen. (এটা আমার কলম)
These mangoes are very tasty. (এই আম গুলো অনেক মিষ্টি)
That is your room. ( ওইটি তোমার রুম)
More: This, that, these, those etc

Possessive Adjective এর ব্যবহার:

মালিকানা বা নিজস্ব কোন কিছু/সম্পদ বোঝাতে Possessive Adjective ব্যবহার করা হয়।

Examples:
I live in their house. (আমি তাদের বাড়িতে বাস করি)
Sabrina has lost her phone. ( সাবরিনা তার মোবাইল হারিয়ে ফেলেছে)

More: My, our, your, their, his, her, its etc

Interrogative Adjective এর ব্যবহার:

সাধারণত Noun বা Pronoun কে প্রশ্ন করতে Interrogative Adjective ব্যবহার করা হয়।

Examples:
What game do you like most? (তুমি কোন গেম সবচেয়ে বেশি পছন্দ করো?)
Which college do you study in? ( তুমি কোন কলেজে পড়াশোনা করো?)
Whose pen is this?( ইহা কার কলম?)

More: What, Which, Whose এগুলো Interrogative Adjective.

Distributive Adjective এর ব্যবহার:

কোন গ্রুপে কাউকে বা কোন কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে Distributive Adjective ব্যবহার করা হয়।

Examples:
Each of the boys will participate in the competition. ( প্রত্যেক বালক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে)
Any of them can drive my car. ( তাদের যে কেউ আমার গাড়িটি চালাতে পারবে)
Every person needs to be educated. ( প্রত্যেক ব্যক্তিকে শিক্ষিত হতে হবে)

Degree of Adjective কত প্রকার: তিন প্রকার

  • Positive Adjective
  • Comparative Adjective
  • Superlative Adjective

Positive adjective এর ব্যবহার:

Positive ডিগ্রী দ্বারা কোন তুলনা করা বোঝায় না বরং এই Positive adjective দ্বারা সাধারণত কোন Noun বা pronoun এর দোষ গুণ বর্ণনা করে।

Examples:
He is an intelligent boy. (সে একজন বুদ্ধিমান বালক)
It is a beautiful house (ইহা একটি সুন্দর বাড়ি)
Salman is tall ( সালমান লম্বা )

Or,

Sadia is as intelligent as nadia. (সাদিয়া নাদিয়ার মতোই বুদ্ধিমতী)
My house is as beautiful as your house. (আমার বাড়ি তোমার বাড়ির মত সুন্দর)
Raihan is so tall as rahat. (রায়হান রাহাতের মতই লম্বা)

এখানে এই বাক্যগুলোতে সাদিয়া এবং নাদিয়ার সাথে, My house এবং Your house এর সাথে, Salman এবং Rahat এর মধ্যে কোন তুলনা বোঝাচ্ছে না বরং উভয়ে এক-ই গুনের অধিকারী বোঝাচ্ছে।

Comparative adjective এর ব্যবহার:

দুইটি জিনিস বা ব্যক্তির মধ্যে তুলনা বোঝাতে Comparative Degree/Comparative Adjective ব্যবহার করা হয়।

Examples:
Sifat is better than Rifat (রিফাত এর চেয়ে সিফাত ভালো)
Saima is more beautiful than Naima (সায়মা নাইমার চেয়ে অনেক সুন্দরী)
Kabir is taller than Sabbir (কবির সাব্বির এর চেয়ে লম্বা)

Superlative adjective এর ব্যবহার

দুইয়ের অধিক ব্যক্তি/বস্তুর মধ্যে তুলনা করতে Superlative Adjective ব্যবহার করা হয় এই Adjective দ্বারা সাধারণত সবচেয়ে ভালো/সবচেয়ে খারাপ/সবচেয়ে কম/সবচেয়ে বেশি/সবচেয়ে বড়/সবচেয়ে ছোট ইত্যাদি প্রকাশ করা হয়।

Examples:
He is the best boy in our class. (আমাদের ক্লাসে সে সবচেয়ে ভালো ছেলে)
She is the most beautiful girl in our village. ( সে আমাদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে)
Mr Barkat Ali is the oldest person in this area. ( জনাব বরকত আলী আমাদের গ্রামে সবচেয়ে বয়স্ক মানুষ)

4. Verb কাকে বলে?

যে Word দ্বারা কোন কাজ করা বোঝায় তাকে Verb বলে |

Example: They play football.উপরের Sentence টিতে Play দ্বারা কাজ করা বোঝায়, তাই শব্দটি Verb.

Verb কাকে বলে?

যে সকল শব্দ বা Word দ্বারা কাজ করা বা কিছু হওয়া বুঝায় তাকেই Verb বলা হয়। যেমন: Do, Go, Play, Run, read, sing, work, etc.

Examples:

  • They go to college regularly. [এখানে কিছু করাকে বুঝাচ্ছে]
  • They have many books. [এখানে কিছু থাকাকে বুঝাচ্ছে]
  • Rina sings a song. [এখানেও কোন কিছু করাকে বুঝাচ্ছে]
  • they are students. [এখানে কিছু হওয়াকে বুঝাচ্ছে]

Verb কত প্রকার ও কি কি?

Verb প্রধানত দুই প্রকার:
  • Finite Verb (সমাপিকা ক্রিয়া)
  • Non-finite verb (অসমাপিকা ক্রিয়া)

Finite Verb (সমাপিকা ক্রিয়া) কাকে বলে?

যে Verb দ্বারা কোন Sentence এর সমাপ্তি ঘটে বা Sentence এর বক্তব্যকে শেষ করে, এবং যে Verb টি Number, Person এবং Tense অনুযায়ী পরিবর্তীত হয়, তাকে Finite Verb বা সমাপিকা ক্রিয়া বলে। এক কথায়, যে Verb বাক্যে থাকা আবশ্যক তাকে Finite Verb বলে।

Examples:

  • Meena loves dancing.
  • they rob banks.
  • I like travelling all over the world.
  • They prepared the document.

Finite Verb কে আবার দুইভাগে ভাগ করা হয়েছে:

  • Principal/Main verb (প্রধান ক্রিয়া)
  • Auxiliary verb (সাহায্যকারী ক্রিয়া)

a. Principal verb/Main verb:

যে verb স্বাধীনভাবে নিজেই ক্রিয়া সম্পাদন করে অর্থ প্রকাশ করে, তাকে Principal verb বলে। অর্থাৎ অর্থ প্রকাশের জন্য অন্য কোনো verb এর উপর নির্ভরশীল নয়। Principal/Main verb ছাড়া কোনো বাক্য গঠিত হয় না।

Examples:

  • Rahim runs in the field.
  • Selina reads a book.
  • I worked at the restaurent yesterday.

Principal Verb-কে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা:

  • Transitive Verb
  • Intransitive Verb

1. Transitive Verb (সকর্মক ক্রিয়া):

যে Verb যদি তার কর্ম সম্পাদনের জন্য যদি কর্তা ছাড়াও অন্য কাউকে বা অন্য কিছুকে প্রয়োজন হয়, তাহলে তাকে Transitive Verb বা সকর্মক ক্রিয়া বলে।

Examples:

He is eating rice.
The begger wanted some money.

Note: Transitive Verb-এর অর্থ সম্পূর্ণ করার জন্য একটি object বা কর্ম প্রয়োজন হয়। সেজন্য Transitive Verb-এ Object বা কর্ম থাকে।

2. Intransitive Verb (অকর্মক ক্রিয়া):

কোনো Verb যদি তার কর্ম সম্পাদনের জন্য যদি কর্তা ছাড়া আর কারো প্রয়োজন না হয়, তাহলে তাকে Intransitive Verb বা অকর্মক ক্রিয়া বলে। Intransitive Verb-এ কোনো object বা কর্ম থাকে না।

Examples:

The birds are flying.
The boy is laughing.

Transitive Verb হিসেবে Intransitive Verb: যখন কোনো Intransitive Verb Causitive sence-এ বা প্রযোজক ক্রিয়া রূপে ব্যবহৃত হয় তখন তা Transitive Verb হয়।

IntransitiveTransitive
The horse walksHe walks the horse
Birds flyThe boys fly their kites.

b. Auxiliary verb:

যে verb Principal verb কে পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে তাকে Auxiliary verb বলে। Auxiliary verb কে helping verb-ও বলা হয়।

Examples:

  • We will play football.
  • He is reading a magazine.
  • I have planned it just now.

Auxiliary দুই প্রকার, যথাঃ

1.Primary

  • Be verb: am, is, are, was, were, being, been, will be
  • Have verb: has, have, had, having, will have
  • Do verb: does, do, did, will do

2. Modal Ausiliaries:

  • Can, Could, Shall, Should, Will, Would, May, Might, Must, Ought to, Used to, dare.
Non-finite verb (অসমাপিকা ক্রিয়া):

যে verb দ্বারা কোনো Sentence এর সমাপ্তি ঘটে না বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না এবং Number, Person, এবং Tense অনুযায়ী পরিবর্তীত হয় না তাকে Non-finite verb বলা হয়। অর্থৎ যে verb বাক্যে থাকা আবশ্যক নয় তাকে Non-finite verb বলে।

Examples:

  • They are ready to play now.
  • We have completed the given task.
  • Sleeping in the afternoon is not good for health.

B.Non-finite Verb তিন প্রকার, যথাঃ

  • 1.Infinitive
  • 2.Participle
  • 3.Gerund

১. Gerund:

Verb + ing যদি বাক্যের Sub. হিসেবে, বাক্যের Obj. হিসেবে, অথবা Preposition এর Obj. হিসেবে কাজ করে তাকে Gerund বলে।

Examples:

  • Swimming is a good exercise.
  • He likes swimming.
  • He fonds of swimming.

২. Infinitive:

Infinitive গঠিত হয় Verb এর base form এর আগে to বসিয়ে। অর্থাৎ Infinitive= to+Verb এর base form.

Examples:

  • They decided to go out.
  • She agreed to go with russel.
  • To go to school is a good idea.

৩. Participle:

Verb একই সাথে Verb ও Adjective এর কাজ করে তখন তাকে Participle বলা হয়।

Examples:

  • A shinking ship.
  • A blooming flower.
  • The broken news.
  • A flying bird.

Finite verb and Non-finite verb চেনার সহজ নিয়ম:

Present formgo, goesFinite verb
Past indifinitewent
Past participlegoneNon-finite verb(কিন্তু এদের পর্বে Auxiliary verb বসলে এরা Finite verb হয়)
Gerundgoing
Infinitiveto goNon-finite verb
Having+v3(past participle)having gone
আরও কিছু গুরুত্বপূর্ণ Verb:

Principal Verb আবার দুই প্রকার, যথাঃ

  • 1.Transitive (সকর্মক ক্রিয়া)
  • 2.Intransitive (অকর্মক ক্রিয়া)

Participle তিন প্রকার, যথাঃ

  • 1.Present participle
  • 2.Past participle
  • 3.Perfect participle

১. Transitive verb:

যে verb তার Subject এর কাজ সম্পূর্ণ করার জন্য object গ্রহণ করে তাকে Transitive verb বলে। অর্থাৎ যে verb এর object থাকে তাকে Transitive verb বলা হয়।

যেমন:

  • Kobita sings a song.
  • I taught the children.

২. Intransitive Verb:

যে Verb এর কোনো object থাকে না তখন তাকে Intransitive verb বলা হয়। অর্থাৎ যখন Verb তার কাজ সম্পূর্ণ করার জন্য কোন object গ্রহণ করে না তাই Intransitive verb।

যেমন:

  • Kobita sings well.
  • The birds fly.

৩. Linking verb:

যে verb Sentence এ Subject এর পরিচয় বাচক অতিরিক্ত word এর সহায়তা নিয়ে Sentence এর অর্থ সম্পূর্ণ করে তাকে  Linking verb বলে। কিছু গুরুত্বপূর্ণ Linking verb হলো:  Look, Feel, Smell, Taste, Sound, Grow, Prove, Remain ইত্যাদি।

যেমন:

  • He looks beautiful.
  • The man seems to be tired.

৪. Causative verb:

Causative verb মানে হলে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। যেমন: রাখাল গুরুকে ঘাস খাওয়াচ্ছে, মা ছেলেকে চাঁদ দেখাচ্ছে।

Examples:

  • She feeds the chickens.
  • I let the chicken burn in the oven.
  • Could you help me carry my bags?
  • 5. Adverb কাকে বলে?

    যে word কোন verb, adjective বা adverb কে Modify (বিশেষায়িত) করে তাকে Adverb বলে |

    Example:
    1. He opened the door quietly.
    2. The boy is fairly tall.
    3. He walks very slowly.এখানে “quietly”শব্দটি  Opened verb কে, “fairly” শব্দটি tall adjective কে এবং “very” শব্দটি slowly adverb কে modify করছে | তাই uietly, fairly এবং very হলো Adverb.


Adverb কাকে বলে?

Noun ও Pronoun ছাড়া অন্য Parts of speech যেমন adjective, verb, adverb, preposition অথবা একাধিক শব্দ (Phrase) বা একটি বাকাংশ (Clause) বা পুরো বাক্য (Sentence)-এর বিষয়ে কোন কিছু বলে বা তথ্য দেয়, তাকেই adverb বলে। ‍Adverb-কে ধাঁধা লাগানো ক্রিয়া বিশেষন (mystifying modifier) বলা হয়ে থাকে।

Example:

  • He walked aimlessly. – তিনি উদ্দেশ্যহীনভাবে হাটলেন [এই বাক্যে ‘aimlessly’ শব্দটি ’walk’ verb-টিকে বর্ণনা করছে বা তথ্য দিচ্ছে। ’Walk’ অর্থ ‘হাঁটা’। যদি প্রশ্ন করা হয়, কিভাবে হাটে? উত্তর হবে: aimlessly. এই aimlessly শব্দটি adverb].
  • It is an extremely interesting plan. – এটি একটি অত্যন্ত আকর্ষণীয় পরিকল্পনা [এই বাক্যে ‘extremely’ শব্দটি ’interesting’ adjective-টিকে বর্ণনা করছে। তাই ‘extremely’ শব্দটি adverb]
  • The cyclist pedaled very swiftly. সাইকেল চালক খুব দ্রুতগতিতে পেডেল করল। [এই বাক্যে adverb ‘very’ শব্দটি  অপর adverb  ‘swiftly’-কে বর্ণনা করছে]।
  • The horse runs very fast. – ঘোড়া খুব দ্রুত দৌড়ায়। [এই বাক্যে adverb ‘very’ শব্দটি  অপর adverb  ‘fast’-কে বর্ণনা করছে]।
  • Actually, they had already left for India. [এখানে ‘Actually’ শব্দটি পুরো বাক্যের বিষয়ে অর্থাৎ they had already left for India-এর বিষয়ে কিছু বলছে]।
  • The horse looks very beautiful. – ঘোড়াটি খুব সুন্দর দেখাচ্ছে। [এই বাক্যে ‘very’ শব্দটি ’beautiful’ adjective-টিকে বর্ণনা করছে। তাই ‘very’ শব্দটি adverb].
  • Rahim came just after five. – রহিম  ঠিক পাঁচ পরে এসেছিল। [এই বাক্যে ‘just’ শব্দটি ’after’ preposition-টিকে বর্ণনা করছে। তাই ‘just’ শব্দটি adverb].
  • I sat close behind my brother. – আমি আমার ভাইয়ের পিছন ঘেশে বসলাম। [এই বাক্যে ‘close’ শব্দটি ’behind’ preposition-টিকে বর্ণনা করছে। তাই ‘close’ শব্দটি adverb].
  • Rahima has been sad ever since she left Dhaka. – ঢাকা ত্যাগ করার পর থেকেই  রহিমা দু:খে আছেন। [এই বাক্যে ‘ever’ শব্দটি ’since’ conjuncition-টিকে বর্ণনা করছে। তাই ‘ever’ শব্দটি adverb].
  • I will come only when you ask me to come. – তুমি যখন আমাকে আসতে বলবে আমি তখনই আসব। [এই বাক্যে ‘only’ শব্দটি ’when’ conjuncition-টিকে বর্ণনা করছে। তাই ‘only’ শব্দটি adverb].
  • Unfortunately, he did not come here. – দুর্ভাগ্যক্রমে, তিনি এখানে আসেননি। [এখানে ‘unfortunately’ শব্দটি পুরো বাক্য বিষয়ে তথ্য প্রদান করছে। একারণে
  • ‘unfortunately’  হচ্ছে adverb.
  • কোন word দেখে adverb-কে চেনা যায় না। প্রকৃতপক্ষে একই word কোন বাক্যে adverb অন্য বাক্যে পৃথক parts of speech হিসাবে কাজ করে। যেমন:

    • The trip went well – ভ্রমনটি ভাল হযেছিল। [এ বাক্যে ‘well’ শব্দটি adverb of manner].
    • The old well was full by the morning. – পুরাতন কূপটি  সকালের মধ্যে পূর্ণ হয়ে গেল। [এ বাক্যে ‘well’ শব্দটি একটি noun].
    • I got up early this morning. [এ বাক্যে ’early’ শব্দটি  ‘got up’ verb-এর বিষয়ে বলছে। তাই ’early’ শব্দটি  adverb].
    • I catch the early train. [এ বাক্যে ’early’ শব্দটি  ‘train’ noun-এর বিষয়ে বলছে। তাই ’early’ শব্দটি  adjective].

    আমরা দেখলাম যে, কিছু কিছু word রয়েছে, যাদের adverb ও adjective উভয়ভাবেই ব্যবহার করা যায়। এমন আরও কিছু word রয়েছে, যেমন: hard, fast, late. long প্রভৃতিকে adverb ও adjective উভয়ভাবেই ব্যবহার করা যায়।

    Adverb কত প্রকার? (Types of Adverb):

    Adverb-কে প্রধানত: চারভাগে ভাগ করা হয়। যেমন:

    • Simple adverb
    • Relative adverb
    • Conjunctive adverb
    • Interrogative adverb

    Simple adverb:

    Simple adverb সাত প্রকার। যেমন:

    • Adverb of Manner
    •  Adverb of Time
    •  Adverb of Place
    • Adverb of Frequency
    • Adverb of Degree or Intensifier
    • Adverb of Cause and Effect
    • Adverb of Affirmation and Negation

    Adverb of Manner:

    কোন কাজ কিভাবে (how) সম্পন্ন হয়, তা যে word-এর মাধ্যমে জানা যায়, তাকে Adverb of Manner বলে। ইহা ‘how’ প্রশ্নের জবাব দেয়। উদাহরণসরুপ ‘হাটা’ (walk) বা দৌড়ানো (run) কাজটি বিভিন্নভাবে, বা বিভিন্ন গতিতে সম্পন্ন করা যায়। যেমন:

    • He walks slowly.
    • He runs quickly.
    • The singer sings beautifully.
    • He quickly finished his dinner.

    অধিকাংশ Adverb of Manner শব্দগুলি সাধারনত: Adjective-এর সাথে –ly যুক্ত করে গঠিত হয়। যেমন:

    sweet——sweetly

    bad——–badly

    nice——–nicely

    clever——-cleverly

    quick———quickly

    strong——–strongly

    Example:

    • He sings sweetly.
    • Rahim fought bravely.

    কিন্তু কিছু adverb of manner word আছে, যেগুলো  —ly দ্বারা শেষ হয় না। যেমন:

    • The boy works hard. (How does the boy work? ———hard).
    • The player runs fast. (How does the player run? ———fast).

    Adverb of Time:

    কোন কাজ কখন (when) সম্পন্ন হয়, তা যে word-এর মাধ্যমে জানা যায়, তাকে Adverb of Time বলে। ইহা ‘when’ প্রশ্নের জবাব দেয়। যেমন:

    • Rahim will come soon.
    • They come everyday.
    • I saw him earlier.
    • I have already taken my meals.
    • Rahima will come tomorrow.
    • He came yesterday.

    Now, then, ago, before, after, early, daily, soon, late, today, tomorrow, yesterday, presently, recently, immediately, already, formerly, afterwards প্রভৃতি word হচ্ছে adverb of time.

    Adverb of Place:

    কোন কাজ কোথায় (where) সম্পন্ন হয়, তা যে word-এর মাধ্যমে জানা যায়, তাকে Adverb of Place বলে। ইহা ‘where’ প্রশ্নের জবাব দেয়।

    Example:

    • Rahim has been living here for two years.
    • They are going home.
    • Players are playing there.

    Adverb of Frequency:

    কোন কাজ কত ঘন ঘন (how often) সম্পন্ন হয় বা ঘটে, তা যে word-এর মাধ্যমে জানা যায়, তাকে Adverb of Frequency বলে। ইহা ‘how often’ প্রশ্নের জবাব দেয়।

    • always go to bed before 11 pm.
    • usually have bread for breakfast.
    • The normally / generally go to the gym

    Once, twice, secondly, thirdly, often, always, never, sometimes, again, seldom, hardly প্রভৃতি  word adverb of Frequency হিসাবে ব্যবহৃত হয়।

    Adverb of Degree or Intensifier:

    Adjective, verb  বা adverb-এর পূর্বে  বসে  যে adverb গুলো কোন  কাজের কতটুকু বা কি  পরিমান সম্পন্ন হয়, তা বলে দেয়, তাদেরকেই Adverb of Degree or Intensifier বলা হয়। এরা ‘how much’-এর জবাব দেয়। Almost, quite, just, too, enough, hardly, scarcely, completely, very, extremely প্রভৃতি শব্দ এই শ্রেণির adverb.

    Example:

    • He entirely agrees with his brother. [How much does he agree with his brother?  Answer: entirely].
    • Mary is very beautiful.
    • The driver drove quite dangerously.

    Adverb of Cause and Effect:

    কোন কাজ বা কোন কিছু কেন ঘটেছিল,  তা যে word-এর মাধ্যমে জানা যায়, তাকে Adverb of Cause and Effect বলে। এই adverb তিনভাবে কাজ করে।

    1.  Sentence connectors বা বাক্য সংযোগকারী হিসাবে: এ ধরনের adverb কোন একটি বাক্যের প্রথমে বসে ও এদের পর পুরো বাক্য থাকে। এসকল adverb গুলো হচ্ছে: Therefore, as a result, consequently, hence, however, nevertheless, nonetheless, yet, instead, also, accordingly, besides, furthermore, moreover, finally, lastly, thus প্রভৃতি।

    Example:

    • Thus, he passed the SSC Examination.
    • Hence they went there.
    • Therefore, he prayed to Almighty Allah.
    • He did not studied hare. Consequently, he failed in the exaination.

    2.  Phrase linkers বা phrase সংযোগকারী হিসাবে: এই adverb গুলি পূর্বের শব্দ / বাকাংশের সাথে  Noun phrase-কে যুক্ত করতে সাহায্য করে।

    word/clause + phrase linkers + noun phrase

    Because of due to, as a result of , owing to প্রভৃতি phrase linkers.

    Example:

    • I could not come because of my illness.
    • He had to retire because of ill health.

    3. Subordinators বা দুটি বাকাংশ সংযোগকারী হিসাবে: এই adverb গুলি পূর্বের বাকাংশের সাথে  পরের বাকাংশ-কে যুক্ত করতে সাহায্য করে।

    clause + subordinator + clause

    Because, since, what, where, when, how, as, if, unless, until, though, before, after প্রভৃতি।

    Example:

    • Faruk bought a new car because he got a better job.
    • I could not go to college since I was ill.

    Adverb of Affirmation and Negation:

    অন্যের উপস্থাপিত প্রশ্নের জবাব দেয়ার জন্য যে adverb গুলি ব্যবহৃত হয়, তাদের Adverb of affirmation and negation বলে। These adverbs are used to answer the questions raised by others.

    Example:

    • Yes, he helped me.
    • He is not coming.
    • He is a fool indeed.
    • They certainly help you.

    Yes, no, not, certainly, surely, perhaps, indeed,  probably, possibly, truly, definitely, exactly, obviously প্রভৃতি word গুলো adverb of affirmation and negation হিসাবে ব্যবহৃত হয়।

    Relative adverb: 

    যে adverb-এর সাহায্যে  relative clause-এর সৃষ্টি হয়, তাকেই Relative adverb বলে। Relative adverb-এর পূর্বে  noun শব্দ  থাকে, এবং এই noun-এর সাথে  relation বা সম্পর্ক সৃষ্টি করে। Where, when, why how while প্রভৃতি এই শ্রেণির adverb.

    Example:

    • I know the house where he lives.[‘house’ শব্দটির সাথে where শব্দটির একটা relation বা সম্পর্ক সৃষ্টি হয়েছে]।
    • I know the reason why he did it.
    • This is the restaurant where we met.
    • I remember the day when we first met.

    Conjunctive adverb:

    যে adverb দুইটি বাকাংশের মধ্যে সংযোগ স্থাপন করে, কিন্তু তার পূর্ববর্তী শব্দের সাথে কোন সম্পর্ক  বা  relation সৃষ্টি করে না, তাকেত  conjunctive adverb বলে। Where, when, why, how, while প্রভৃতি শব্দগুলি conjunctive adverb.

    Example:

    • I know where he lives. [এই বাক্যে ‘know’ এবং ’where’-এর মধ্যে কোন সম্পর্ক নাই বা ’where’ শব্দটি ‘know’-এর সাথে কোন সম্পর্ক সৃষ্টি করে নাই]।
    • You may go where you like. [এই বাক্যে ‘go’ এবং ’where’-এর মধ্যে কোন সম্পর্ক নাই বা ’where’ শব্দটি ‘go’-এর সাথে কোন সম্পর্ক সৃষ্টি করে নাই]।
    • I know why he did it. [এই বাক্যে ‘know’ এবং ’why’-এর মধ্যে কোন সম্পর্ক নাই বা ’why’ শব্দটি ‘know’-এর সাথে কোন সম্পর্ক সৃষ্টি করে নাই]।

    Interrogative adverb:

    প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে সকল adverb ব্যবহৃত হয়, তাদের  Interrogative adverb বলে। Interrogative adverb-কে question word-ও বলা হয়। Where, when, why এবং how শব্দ Interrogative adverb হিসাবে ব্যবহৃত হয়।

    Example:

    • Where do you live?
    • When will you finish the job?
    • How did you do it?
    • Where is my passport?
    • When does the train arrive?
    • Why are you so late?
    • How are you?

6. Preposition কাকে বলে?

যে word কোন Noun বা pronoun-এর পূর্বে বসে noun বা pronoun-এর সঙ্গে sentence এর অন্তর্গত অপর কোন word এর সম্পর্ক প্রকাশ করে তাকে Preposition বলে |

Example: The book is on the tableউপরে sentence-এ “on” শব্দটি book ও table এই Noun দুটির সাথে সম্পর্ক স্থাপন করে | তাই on একটি Preposition.


Preposition list 

BCS Preparation: Appropriate Preposition এর বাংলা অর্থ উদাহারন সহকারে দেওয়া আছে :

  • Abhorrence of(ঘৃণা): Everyone should have abhorrence of a par.
  • Abhorrent to(ঘৃণ্য): Gambpng is abhorrent to
  • Abide by(মেনে চলা): We must abide by the rules of discipline.
  • Abide in(বাস করা): I abide in Dhaka with my family.
  • Abide with(সঙ্গে থাকা): He abides with
  • Abound in(প্রাচুর্যপূর্ণ হওয়া): Fish abounds in the pond.
  • Abound with(ছেয়ে থাকা): The pond abounds with
  • Absent from(অনুপস্থিত থাকা): I was absent from the class yesterday.
  • Absorbed in(মগ্ন): I am absorbed in my study.
  • Abstain from(বিরত থাকা): Everyone should abstain from
  • Acceptable to(গ্রহণযোগ্য): This evidence is not acceptable to
  • Access to(প্রবেশাধিকার): You have no access to the Headmaster.
  • Accompanied with/by(সঙ্গে): He came here accompanied with/by his friend.
  • According to(অনুসারে): He completed it according to your order.
  • Account for(কারণ দর্শানো): You should account for your disobedience.
  • Accountable to(দায়ী থাকা): He is not accountable to anyone for his work.
  • Accuse of(অভিযুক্ত হওয়া): He was accused of
  • Accustomed to(অভ্যস্ত): I am not accustomed to this fashion.
  • Acquainted with(পরিচিত থাকা): I am not acquainted with the Dr. Khalek.
  • Acquit of (অব্যাহতি দেয়া): The chief justice acquitted him of the charge of murder.
  • Adapt for(উপযোগী করে নেওয়া): This book has been adapted for the children.
  • Adapt to(খাপ খাওয়ানো): Everybody must adopt himself to new environment.
  • Add to(বৃদ্ধি করা, যোগ করা): The doll-dance in the exhibition added to our pleasure.
  • Addicted to(খারাপ কিছুতে আসক্ত): Many youngsters are now addicted to
  • Adept in(দক্ষ): He is adept in
  • Adequate for(পর্যাপ্ত): The loan given by the bank is not adequate for the farming project.
  • Adequate to(সমানুপাতিক): The salary, he gets, is not adequate to the volume of work he has to do.
  • Adhere to (লেগে থাকা, অটল থাকা): You should adhere to your principle.
  • Adjacent to (সন্নিহিত): His house was adjacent to the bridge.
  • Adjacent to(সংলগ্ন): The Post Office is adjacent to my house.
  • Admit into(প্রবেশ করতে দেওয়া): Only the selected people were admitted into the theater.
  • Admit of(স্থান করা, সুযোগপ্রাপ্ত হওয়া): His offence admits of no explanation.
  • Admit to(ভর্তি করা): The boy was admitted to class Nine.
  • Adorn with(সাজানো/সজ্জিত করা): Adorn the car with
  • Affection for(স্নেহ): She has a great affection for
  • Affectionate to(স্নেহশীল): He is very affectionate to his baby.
  • Afraid of(ভীত): An honest man is not afraid of
  • Agree to(ব্যক্তি ছাড়া অন্যকিছুর সাথে একমত হওয়া): We cannot agree to your proposal.
  • Agree with(ব্যক্তির সাথে একমত হওয়া): I agree with
  • Agree with, on, to(একমত হওয়া): My father agreed with me on this point, but he did not agree to my proposal to set up a canteen.
  • Aim at(আঘাত করার জন্য লক্ষ্য স্থির করা): The hunter aimed at the tiger.
  • Akin to(সমজাতীয়): These are akin to one another.
  • Alarm at, by, for(আসংকা করা/শঙ্কিত হওয়া): I was not alarmed at/by the news, but I was alarmed for their safety.
  • Apve to(জাগ্রত, সচেতন): We must be apve to the dangers ahead.
  • Apve with(পূর্ণ): The pond is apve with
  • Allergic to (ভীষণ অপছন্দনীয়): Lots of people are allergic to drinking.
  • Allot to(বরাদ্দ করা): A seat in the school hostel was allotted to
  • Aloof from(দূরে থাকা): Kabir remains aloof from bad boys.
  • Alternative to (বিকল্প): There is no alternative to question for the examinees.
  • Amazed at(আশ্চর্যান্বিত হওয়া): Everybody was amazed at the conduct of the student leader.
  • Ambition for(উচ্চাকাঙ্ক্ষা): I have no ambition for the throne.
  • Ambitious of(উচ্চাকাঙ্ক্ষী): The leader was not ambitious of
  • Amenable to (বাধ্য): The student is not amenable to reason.
  • Amount to(সমপরিমাণ হওয়া): His scholarship money amounted to 10,000 only.
  • Amused at, by, with(আনন্দ দেয়া/আনন্দ পাওয়া) Everybody was amused at/by/with this cartoon.
  • Angry at(ব্যক্তি ছাড়া অন্য কিছুর প্রতি রাগান্বিত): I am angry at his conduct.
  • Angry for (কোন কাজে রাগান্বিত হওয়া): Rahim was angry with me for my having done this.
  • Angry with(কারো সাথে ক্রুদ্ধ হওয়া): The teacher was very angry with the students.
  • Annoyed at(ব্যক্তি ছাড়া অন্যকিছুর প্রতি বিরক্ত): They were annoyed at his rough behavior.
  • Annoyed for(কোনো কারনে বিরক্ত হওয়া): The officer was annoyed with the clerk for being late.
  • Annoyed with(ব্যক্তির সাথে বিরক্ত হওয়া): I am annoyed with
  • Answer for(কোনো কারনে জবাবদিহি করা): Everybody will have to answer for his misdeeds.
  • Answerable to (কারো কাছে জবাবদিহিতা করা): He is not answerable to anybody for his mistake.
  • Antipathy to/towards (ঘৃনা): I have a strong antipathy to smoking.
  • Anxious about (কোনো কিছুর ব্যাপারে চিন্তিত বা উদ্বিগ্ন): Karim isanxious about his father’s death. Karim is anxious for getting a job.
  • Anxious for (কারোর ব্যাপারে চিন্তিত): Sabbir was anxious for her.
  • Apart from(ছাড়া, ব্যাতীত, দূরে): They pve apart from each other.
  • Apathy towards (অনাগ্রহ): The student has great apathy towards his studies.
  • Apologize to (ক্ষমা প্রার্থনা করা, দুঃখসহ ত্রুটি স্বীকার করা): The studentapologized to the Principal for adopting unfair means in the examination.
  • Apology for (কোনো কারনে ক্ষমা চাওয়া): Sajib should ask apology to her of his mistake.
  • Apology to (কারো কাছে ক্ষমা চাওয়া): Rakib should ask apology to her.
  • Appeal to, for(কোন ব্যক্তির কাছে কোন কিছুর জন্য আবেদন করা): The flood affected people appealed to the President for repef.
  • Appear at/in(উপস্থিত হওয়া): I should appear at/in the exam hall in time.
  • Appetite for(ক্ষুধা): He has no appetite for
  • Apply for(কারো কাছে আবেদন করা): Sumi appped to the Principal for free studentship.
  • Apply to (কারো কাছে আবেদন করা): He appped to the principal for free admission.
  • Appoint to(নিযুক্ত করা/হওয়া): Kibria has been appointed to the post of Headmaster.
  • Appointment with (সাক্ষাতের সময়): He has an appointment with the minister at 10:00 am.
  • Appropriate to(যোগ্য): His answer is appropriate to the question.
  • Aptitude for(স্বাভাবিক দক্ষতা, যোগ্যতা): He has no aptitude for pubpc service.
  • Argue against (বিপক্ষে বলা): She argued against the bill.
  • Argue over (কোন বিষয়ে তর্ক করা): The kids are arguing over which TV program to watch.
  • Argue with, about(কথা কাটাকাটি করা): They always argue with me about tiny matter.
  • Arrange for(ব্যবস্থা করা): We have arranged everything for our study tour.
  • Arrive at(উপস্থিত হওয়া, পৌছানো): The train arrived at Dhaka station on time.
  • Ascend from (উপরে ওঠা): Rahim watched the mist ascending from the valley.
  • Ascend to (আরোহণ করা): karim began to ascend to the surface of wakefulness.
  • Ashamed of(লজ্জিত): Nandini was ashamed of his wrong-doing.
  • Ask about (কাউকে খোঁজ করা): Rahim asked about Karim.
  • Ask for (কোনো কিছু চাওয়া): Do notask him for any help because he doesn’t pke to help anyone.
  • Assent to(সম্মতি দেওয়া): The President has assented to the bill.
  • Associate with, in(জড়িত হওয়া): This man was associated with
  • Assure of(আশ্বাস দেওয়া): I can assure you of the Principal’s honesty.
  • Astonished at(বিস্ময়-বিহবল হওয়া): We were astonished at his unexpected success.
  • At lunch (দুপুরের খাবারে): They were talking so much at lunch that their food went cold.
  • At stake (ঝুঁকি, বিপন্ন): Milpons of pves will be at stake for the worldwide war.
  • At the bottom(নিচে): The principal asked the students to do exercise at the bottom of the road.
  • At the fork (রাস্তার মোড়ে): Turn left at the first fork and go 100 yards up the road.
  • At the weekend (সপ্তাহান্তে, ছুটির দিনে): I shall meet with you at the weekend.
  • Attach to(সংযুক্ত করা): All certificates were attached to the apppcation.
  • Attacked by(আক্রান্ত ব্যক্তিবাচক): He has been attacked by a gang of robbers.
  • Attacked with(আক্রান্ত): He is attacked with
  • Attain to (লাভ করা): He will notattain to his objective so soon.
  • Attend on/upon (সেবা করা): We shouldattend on/upon the aipng patient.
  • Attend to(মনোযোগ দেওয়া): Please attend to my advice.
  • Attention to(মনোযোগ): He has no attention to his studies.
  • Attentive to(মনোযোগী): He is attentive to his business.
  • Attest to(প্রত্যয়ন করা): I pke to attest to your abipty.
  • Authority on(বিশেষজ্ঞ পন্ডিত): Kamal was an authority on Engpsh pterature.
  • Authority over (কর্তৃত্ব, আধিপত্য): She has no authority over his growing daughters.
  • Avail (oneself) of(সুযোগের স্বব্যবহার করা): I shall avail myself of the first trip to London tomorrow.
  • Averse to (বিমুখ): Rahim was averse of your various problems.
  • Aware of(অবগত): I am not aware of his dishonesty.
  • Bad at (অদক্ষ): He is not bad at Engpsh.
  • Bar to(বাধা): Poverty is bar to
  • Bare of(অনাবৃত, স্বল্প-সজ্জা): The trees of the forest are bare of
  • Bark at(ঘেউ ঘেউ করা): The dog is barking at the strange woman.
  • Based on(প্রতিষ্ঠিত, ভিত্তিক): His information is not based on the correct information.
  • Bask in(রোদ পোহানো): The boys and girls are basking in the sun right now.
  • Beg for(অনুরোধ করা): Maria begged the Superintendent for a seat in the school hostel.
  • Behave towards(ব্যবহার করা): The students behaved objectionably towards the Head teacher.
  • Bepeve in(বিশ্বাস স্থাপন করা): The Muspms bepeve in the oneness of God.
  • Belong to(মালিকানাভুক্ত হওয়া): This book does not belong to
  • Below poverty pne (দারিদ্র সীমার নিচে): Many people in Africa pve below poverty pne.
  • Beneficial to(উপকারী): Morning gentle breeze is beneficial to
  • Bent on(উম্মুখ, নিবিষ্ঠমনা): Akbar is bent on obtaining a foreign degree.
  • Bias against (বিপক্ষে): Kamal has no bias against the BCS exam system.
  • Bias towards (পক্ষে): Jamal has no bias towards anything particular.
  • Blessed with(আশীর্বাদপুষ্ঠ): The old woman is blessed with a son.
  • Bpnd in(অন্ধ): The beggar is bpnd in one eye.
  • Bpnd of (অন্ধ): The poor man is bpnd of one’s eye.
  • Bpnd to (উদাসীন): She is bpnd to her son’s fault.
  • Boast of(গর্ব করা): A good student does not boast of his brilpant success.
  • Born of(জন্মগ্রহণ করা): I was born of a middle class family.
  • Bound for(প্রস্তুত থাকা): The train at the platform is bound for
  • Break in (কথার মাঝে কথা বলা): As she was talking, he suddenly broke in, saying, ‘that’s a pe!’
  • Breakdown of (বিস্তারিত): Here is statistical breakdown of data.
  • Bridge over (সেতু): There is burdened with a big family.
  • Burdened with (ভারাক্রান্ত): Rahim is burdened with a big family.
  • Burst into(কান্নায় ভেঙ্গে পড়া): He burst into
  • Burst out a laughter(হাসিতে ফেটে পড়া) He bursts out a laughter
  • Business with (ব্যবসা, কাজ): He is pleased to do business with you.
  • Busy with(ব্যস্ত থাকা): Rahim is now busy with her home work.
  • By heart (মুখস্থ): Kamal learnt to poem by heart.
  • Call for(চাওয়া): I will call for his explanation.
  • Call in(ডাকিয়া আনা): They called in a doctor.
  • Call on(কারও সাথে দেখা করা): I called on him in his office.
  • Capable of(সক্ষম): He is capable of doing it.
  • Care for(গ্রাহ্য করা): I do not care for
  • Care of(যত্ন নেওয়া): You should take care of your health.
  • Careful of (সতর্ক): He is verycareful of his fault.
  • Careful of(যত্নশীল থাকা): Sadia is careful of her health.
  • Careless of(অসতর্ক): Do not be careless of your health.
  • Cast aside (ছুঁড়ে ফেলা): As soon as they become rich they cast aside their poor friends.
  • Catch at(ধরা): A drowning man catches at a straw.
  • Cause for (চিন্তিত হওয়ার কারণ): He has never given me any cause for concern.
  • Cause of(কারণ): Industry is the cause of your success.
  • Caution against(সাবধান): Take all cautions against the danger.
  • Certain of(নিশ্চিত): Jamal is certain of his success.
  • Change into (পরিবর্তিত হওয়া): At what point does boipng water change into vapor.
  • Charge with(অভিযুক্ত করা): He is charged with
  • Close to(নিকটে): Our College is close to the Post Office.
  • Coincide with (একই সাথে ঘটা): Your story coincides with her.
  • Combination of (সমন্বয়): The combination of hydrogen and oxygen creates water.
  • Combine into(যুক্ত করা): Combine the sticks into a bundle.
  • Come from (কোনো জায়গা থেকে আসা): He came from London.
  • Come of (কোনো পরিবারে জন্ম গ্রহন করা): She came of a noble family.
  • Come round (আরোগ্য লাভ করা; সুস্থ হওয়া): I hope you will come round soon.
  • Comment on(মন্তব্য করা): The critics commented favorably on his poem.
  • Commit to(মুখস্থ করা): Commit this poem to
  • Compare to(তুলনা করা- ভিন্ন জাতীয়ের মধ্যে): The star is compared to the lamp.
  • Compare with (সমজাতীয়ের মধ্যে তুলনা করা): Asif can be compared with Kamal.
  • Compassion for(সহানুভূতি): Have you any compassion for my weakness?
  • Compatible with (সামঞ্জস্যপূর্ণ): Driver should drive the car at a speed compatible with safety.
  • Compensate for(ক্ষতিপূরণ করা): I will compensate him for the loss.
  • Compete with(প্রতিযোগিতা করা): He does not pke to compete with
  • Competent for(যোগ্য): He is not competent for the post.
  • Complain about (কোনো বিষয়ে নালিশ করা): They complained about the mismanagement of the programme.
  • Complain to (কারো কাছে নালিশ করা): You should not complain to his parents.
  • Comply with(মেনে নেওয়া): The clerks must comply with the orders of their officer.
  • Composed of(তৈরী): This medicine is composed of vitamins and minerals.
  • Conceal from(লুকানো) Do not conceal anything from
  • Concentrate on(কেন্দ্রীভূত করা): Try to concentrate your attention on your studies.
  • Concern with (জড়িত থাকা): Asif is not concerned with this conspiracy.
  • Concerned for (উদ্বিগ্ন): The parents are concerned for their growing children.
  • Concerned with(জড়িত): She was concerned with such things.
  • Condemn to (দণ্ড দেয়া): The mastermind of the conspiracy was condemned to death.
  • Conducive to (উপকারী): Everyone knows that exercise in conducive to health.
  • Confer on(প্রদান করা): Degrees are conferred on the students at the convocation ceremony.
  • Confidence in(বিশ্বাস): I have confidence in
  • Confident of(নিশ্চিত): I am confident of his success.
  • Confine to(আবদ্ধ থাকা): Sabrina was confined to bed with fever for a week.
  • Confined in, to(আবদ্ধ): He is confined in his house. He is confined to
  • Confined to (শয্যাগত): He was confined to bed with fever for a week.
  • Conform to (নিয়মনীতি অনুসরণ করা): The employees have to conform to a strict dress code.
  • Congenial to(উপযোগী): The atmosphere is congenial to
  • Congratulate on(অভিনন্দন জানানো): They congratulated me on my brilpant success.
  • Conscious of(সচেতন): I am conscious of my deficiencies.
  • Consent to(মত দেওয়া): My father did not consent to the proposal of my sister’s marriage.
  • Consent to(মত দেওয়া): The Prime Minister consented to the proposal.
  • Consist in (কোনো কিছু মধ্য বিদ্যমান থাকা): Happiness consists in contentment.
  • Consist of(গঠিত হওয়া): The committee consists of ten members.
  • Consistent with(সামঞ্জস্যপূর্ণ): Your action is not consistent with your word.
  • Consopdate for (শক্তিশালী করা): The four new companies consopdated for greater efficiency.
  • Contemporary of (সমসাময়িক): Wilpam Wordsworth was a contemporary for greater efficiency.
  • Contrary to(বিপরীত, পরিপন্থী): Students should not act contrary to the rules of discippne.
  • Contribution to (অবদান): His invention made a major contribution to road safety.
  • Control over(নিয়ন্ত্রণ): He has no control over his sons.
  • Convenient to(সুবিধাজনক): The work is convenient to
  • Convert to(দীক্ষিত): Tom is converted to
  • Convict of(দোষী সাব্যস্ত হওয়া): The accused person was convicted of
  • Convince of(বিশ্বাস হওয়া): I am convinced of your efficiency.
  • Convinced of (আশ্বস্ত): You are convinced of his product.
  • Cope with(সামলানো বা পেরে উঠা): They cannot cope with the situation.
  • Cope with (এঁটে ওঠা; তাল মিলিয়ে চলা): They cannot cope with so much work.
  • Count for(গণ্য বা বিবেচিত হওয়া): His advice counts for
  • Count on/upon (নির্ভর, বিশ্বাস করা): Rahim count on (upon) my help.
  • Count upon(নির্ভর করা): He always counts upon your help for this work.
  • Covetous of(লোভী হওয়া): He is covetous of
  • Crave for(আকাঙ্ক্ষা করা): Everyone craves for
  • Creep up (বৃদ্ধি পাওয়া): The prices of are creeping up day by day.
  • Cruise to (জয় লাভ করা): The Bangladesh team cruised to their fifth successive win this afternoon.
  • Cure of, for(রোগমুক্ত হওয়া): This man was cured of This drug is a cure for typhoid.
  • Curse for (অভিশাপ দেয়া): If he ever mistreats my parents, I will certainly curse him for it.
  • Damage to (ক্ষতি): The flood caused much damage to crops last year.
  • Deaf to, of, in (না শোনা, বধির হওয়া): The boy is deaf to his father’s advice. This man is deaf of/in one ear.
  • Deal in (কোনো কিছুর ব্যবসা করা): They deal in green vegetables.
  • Deal in, with, out (ব্যবসা করা, ব্যবহার করা, বন্টন করা): The man deals in rice. He does not know how to deal with a customer. The Chairman dealt out the repef materials to the flood affected people.
  • Deal with (কারো সাথে ব্যবহার বা আচরণ করা): Shahid can deal well with the customers.
  • Debar from (বঞ্চিত হওয়া/বাধা দেওয়া): He is debarred from getting a job.
  • Decide upon (সিদ্ধান্ত করা): We have not yet decided whether we are going to picnic.
  • Dedicate to (উৎসর্গ করা): His pfe is dedicated to the welfare of the country.
  • Defend against (রক্ষা করা): We will defend our country against all enemies.
  • Delegate to (প্রতিনিধি): Nazrul welcomed the delegates to the new conference.
  • Depghted at/with (আনন্দিত হওয়া): Sharmin was depghted at/with her husband’s promotion.
  • Depend on (নির্ভর করা): Presently, the students depend on/upon guide books.
  • Depend upon (নিশ্চিত থাকা, আস্থা রাখা): Sumi depended upon his word.
  • Dependent on (নির্ভরশীল): Sepm is dependent on his father.
  • Deprived of (বঞ্চিত): He was deprived of education due to extreme poverty.
  • Derive from (উৎসারিত হওয়া): The pne has been derived from the poem.
  • Descend on (আক্রমণ করা): Armed thieves descended on the helpless girl.
  • Desire for (আকাঙ্ক্ষা করা): He has no desire for money.
  • Desire for (কামনা): He has no desire for fame.
  • Desist from (বিরত থাকা): She desisted from making this.
  • Despair of (নিরাশ হওয়া): Do not despair of further improvement.
  • Destitute of (নিঃস্ব; বিবর্জিত): He is destitute of any friend here.
  • Detrimental to (অপকারী): Smoking is detrimental to health.
  • Devoid of (বিহীন/বর্জিত): He is devoid of common sense.
  • Devote to (উৎসর্গ করা/নিয়োজিত করা): Students should devote sufficient time to their studies.
  • Devoted to (মনোযোগী): He is devoted to music.
  • Die by (দূর্ঘটনা বা অপঘাতে মরা/কোন কিছু দ্বারা মারা যাওয়া): He died by a road accident.
  • Die for (আত্নত্যাগ করা): Our Chairman died for our country.
  • Die from (কোন কিছু জন্য মারা যাওয়া): The poor person died from hunger.
  • Die of (রোগে মরা): Many people died of cholera.
  • Die of, for, from (মারা যাওয়া): He died of cholera. He died for his country. He died from an injury.
  • Differ from (ভিন্ন হওয়া): His shirts differ from mine.
  • Differ from, on, with (ভিন্নরূপ হওয়া): This shirt differs from that. I differ with him on this matter. A dog does not differ from a jackle in shape and size.
  • Differ with (মতের অমিল হওয়া): I differ with him on this point.
  • Different from (আলাদা হওয়া): His hobby is different from your hobby.
  • Difficulty in (সমস্যা): I don’t think you will have any difficulty in getting the smart card.
  • Disagree with, on (ভিন্নমত পোষণ করা): I disagree with him on this point.
  • Disappointed at (হতাশ): The student was disappointed at failure.
  • Discourage from (নিরুৎসাহিত করা): He discouraged me from going out in the morning.
  • Disgrace to (লজ্জার কারণ): Tom is disgrace to his family.
  • Disgusted with, by or at (বিরক্ত হওয়া): The teacher was disgusted with Sumi. His father was disgusted by/at his conduct.
  • Dispke of/for (অপছন্দ): I have a dispke of/for sweetmeats.
  • Dispense with (কোন কিছু ছাড়া চলতে পারা; ত্যাগ করা): I dispensed with his services.
  • Dispose of (পরিত্যাগ করা): My father has disposed of his land property.
  • Distinct from (ভিন্ন রকম): His children are distinct from one another.
  • Distinguish between (দুইয়ের মাঝে পার্থক্য করা): Death does not distinguish between the poor and the rich.
  • Divide among (অনেকের মাঝে বন্টন করা): The teacher divided the books among us.
  • Divide between (দুইয়ের মাঝে বন্টন করা): he divided the food between the two poor children.
  • Divide into (ভাগ করা): Divide the people into three groups.
  • Divisions among (বিভক্তি, বিভেদ): The divisions among the enormous groups of society are the main clashes in our society.
  • Dressed in (সজ্জিত, পরিহিত): The girl was dressed in silk.
  • Drop to (নিচে নামানো): Asif dropped his voice to a whisper.
  • Due to (কারণে): His absence is due to illness.
  • Dull at (অপ্টু/কাঁচা): He is dull at mathematics.
  • Dull of (বধির; কানে শুনে না): He is dull of hearing.
  • Dwell in (বাস করা): He dwells in a tall apartment.
  • Dwell upon (আলোচনা করা): They dwell long upon the matter.
  • Eager for, about (একাগ্র): The students for this school are eager for knowledge. The teacher is eager about the success of his students.
  • Easy of (সরল): The teacher is easy of approach.
  • Effect of (প্রভাব): The effect of corruption is very harmful for our society.
  • Epgible for (মনোনীত হওয়ার যোগ্য): None but the graduates are the epgible for the post.
  • End in (ফলে পরিণত হওয়া): My effort did not end in smoke.
  • Endear to (প্রিয় হওয়া): He has endeared himself to all.
  • Engaged in, with, to (ব্যস্ত/বাগদত্তা): Muntasir was engaged in conversation with Sufia. Kamal was engaged to a beautiful girl.
  • Enpst in (তালিকাভুক্ত হওয়া): I was enpsted in the committee.
  • Enter into (কোনো কিছুতে আবদ্ধ হওয়া): pma entered into a new agreement.
  • Enter into (আলোচনা করতে আরম্ভ করা): Let’s not enter into details at this stage.
  • Entitled to (অধিকারী): He is entitled to a reward for honesty.
  • Entrust to (কাউকে কোনো কিছু বিশ্বাস করে দেওয়া): He entrusted the thing to me.
  • Entrust with (কোনো কিছু দ্বারা কাউকে বিশ্বাস করে): He entrusted me with the thing.
  • Entrusted to (কারো উপর ন্যস্ত করা): This responsibipty was entrusted to the Deputy Secretary.
  • Entrusted with (ন্যস্ত হওয়া): He is entrusted with the responsibipty.
  • Envious of (ঈর্ষান্বিত করা): He is envious of my reputation.
  • Equal to (যোগ্য, সমান): He is not equal to me.
  • Essential to (অত্যাবশ্যক): Daily exercise is essential to maintain a good health.
  • Excel in (দক্ষ): Sumi is excelled in cooking.
  • Exception to (ব্যতিক্রম): There is no exception to the act.
  • Exclude from (বাদ দেওয়া): He was excluded from the pst.
  • Excuse for (অব্যাহতি দেওয়া): He was excused for coming late.
  • Exempt from (কাউকে কোনো কিছু থেকে রেহাই দেওয়া): He was exempted from the fine.
  • Experience in (অভিজ্ঞতা): He has a great experience in deapng with new customers.
  • Expert in (সুদক্ষ): She is expert in making cake.
  • Faced with (সম্মুখীন হওয়া): The village where he pved in is faced with arsenic poisoning.
  • Fail in (ব্যর্থ হওয়া): He failed in getting internet connection in his room.
  • Faith in (বিশ্বাস): I have no faith in him.
  • Faithful to (বিশ্বস্ত): The dog is very faithful to its master.
  • Famipar to (সুপরিচিত): Jahangir Sir is famipar to me.
  • Famipar with (জ্ঞানসম্পন্ন): The physician is very famipar with the causes of cancer.
  • Famous for (বিখ্যাত): Smith is famous for his wisdom.
  • Fantasize about (কল্পনা করা): They fantasized about winning the lottery.
  • Fatigued by (ক্লান্ত): He was fatigued by hard work.
  • Fed up with (বিরক্ত): He is fed up with waiting for her.
  • Feed on (খেয়ে বাঁচা): The cow feeds on grass.
  • Feed with (কোনো কিছু খাওয়া): They feed the cow with grass.
  • Feel pke (প্রত্যশা করা): You may go for a walk if you feel pke it.
  • Fight with, for, against (সংগ্রাম করা): My grandfather fought with Pakistan, against our enemies for the pberation of our country.
  • Fit for (যোগ্য): Sabina is not yet fit for marriage.
  • Fond of (প্রিয়/অনুরাগী): Children are fond of sweets.
  • Free from (মুক্ত): He is now free from danger.
  • Full of (পরিপূর্ণ): Our Rivers are full of fishes.
  • Genius for (দক্ষতা): Nazrul had a genius for convincing girls.
  • Get into (প্রবেশ করা): Sanjida got into a first class compartment.
  • Get on (চালিয়ে যাওয়া): Get on with your studies.
  • Get over (অতিক্রম করা): He tried heart and soul to get over the difficulties.
  • Gifted with (ভূষিত): Sushanto Paul is gifted with talent for motivation.
  • Give in (মেনে নেওয়া): The leader gave in to the demands of the opposition party.
  • Give up (পরিত্যাগ করা): you should give up smoking.
  • Go down (ডুবে যাওয়া): The boy goes down in the river.
  • Good at (দক্ষ): She is good at Engpsh.
  • Good for, at (ভাল): This man is good for nothing. He is good at Engpsh.
  • Grasp at (আঁকড়িয়ে ধরা): He grasped me at my hand.
  • Grateful to (কৃতজ্ঞ): We should be grateful to our teachers.
  • Greed for (লোভ): He has an indomitable greed for wealth.
  • Guard from/against (রক্ষা করা): My parents always guard me from/against bad people.
  • Guess at (অনুমান করা): It is difficult to guess at the age of women.
  • Guilty of (অপরাধী/দোষী): The convict was guilty of murder.
  • Hanker after (আকাঙ্ক্ষা/লোভ করা): He hankers after riches.
  • Hard of (কানে খাটো বা কম শোনা): Ratan is a hard of hearing.
  • Hatred for (ঘৃণা): I have no hatred for anyone.
  • Heir of (উত্তরাধিকারী): He is the heir of his father.
  • Heir to (উত্তরাধিকার পাওয়া): He is an heir to a vast property.
  • Hinge on/upon (নির্ভর করা): The whole matter hinges upon this clue.
  • Hit upon (পরিকল্পনা নেয়া): Rahim hit upon a new plan.
  • Hope for (আশা করা): Let us hope for the best.
  • Hostile to (বিরোধী বা বিরূপ ভাবাপন্ন): Nobody is hostile to you.
  • Hunger for (আকাঙ্কা): The teacher has a great hunger for knowledge.
  • Identical with (একই ধরণের): You are identical with your sister.
  • Ignorant of (অজ্ঞ, অবিদিত): I was ignorant of his miseries.
  • Ill with (অসুস্থ): He is ill with fever.
  • Important for (গুরুত্বপূর্ণ): It is important matter children to eat nutritious food.
  • Important of (গুরুত্ব): He emphasized the important of learning Engpsh.
  • Imposed on (আরোপিত): The task was imposed on me.
  • Impute to (অন্যায়ভাবে দায়ী করা): Do not impute motives to her.
  • In spite of (সত্ত্বেও): In spite of my request, he could not have arrived on time.
  • Incapable of (অক্ষম): I am incapable of making such a hard decision.
  • Incentive to (উৎসাহদায়ক): The campaign is incentive to mass awakening.
  • Indebted to (ঋণী থাকা): We are indebted to the great leaders of the country for their service.
  • Independent of (স্বাধীন): They are independent of my health.
  • Indifferent to (উদাসীন): Everybody is indifferent to my problem.
  • Indispensable to (অত্যাবশ্যকীয়): Your help is indispensable to him.
  • Indulge in (আসক্ত): You should not indulge in social media.
  • Indulge in (প্রশ্রয় দেওয়া): You should not indulge in idleness.
  • Inferior to (নীচু/হীন): He is inferior to his neighbor.
  • Infested with (অতিষ্ঠ): The room is infested with rats.
  • Informed of (অবহিত): I was not informed of your misfortune.
  • Innocent of (নির্দোষ): The maid servant was proved innocent of the alleged theft.
  • Inquire for (দেখা করতে চাওয়া): He inquires for the manager.
  • Inquire into (খতিয়ে দেখা): The popce officer will inquire into the matter.
  • Inquire of, about, into, after (অনুসন্ধান করা): Roma inquired of me about my father’s health. The popce will inquire into the cause of fire. Mehjabin inquired after her friends.
  • Insist on (জেদ করা): He insisted on my going to cinema.
  • Intent on (দৃঢ় সংকল্পবদ্ধ): He is intent on meeting there.
  • Interest in (উৎসাহ): He has no interest in music.
  • Interfere in (কোনো বিষয়ে হস্তক্ষেপ করা): Don’t interfere with me in my business.
  • Interfere with (কোনো ব্যক্তির উপর হস্তক্ষেপ করা): She never interferes with her grown up children.
  • Invite to (নিমন্ত্রণ করা): Only the epte will be invited to the meeting.
  • Involved in (জড়িত): He is involved in the plot.
  • Irrespective of (নির্বিশেষে): All were invited to the party irrespective of color, class, and creed.
  • Jealous of (ঈর্ষাপরায়ণ): Women are generally jealous of one another.
  • Jump into (লাফ দেওয়া): The travelers jumped into the car.
  • Junior to (কনিষ্ঠ/নিম্মপদস্থ): Kabir is junior to me in work experience.
  • Justice to (ন্যায় বিচার): We should do justice to everybody.
  • Key of, to (চাবি, সমাধানের উপায়): This is the key of the Almirah. I have found out the key to the solution of this problem.
  • Key to (চাবিকাঠি): Industry is the key to success.
  • Knock at (ধাক্কা দেওয়া): Do not knock the door suddenly.
  • Know about (জানা): They don’t about the matter.
  • Lack of (অভাব): He has no lack of friends.
  • Lacking in (অভাব আছে এমন): He is lacking in courage.
  • Lame of (খোড়া): Monir is lame of one leg.
  • Lament for (বিলাপ করা): She lamented for her child.
  • Laugh at (উপহাস করা/বিদ্রূপ করা): We should not laugh at the poor.
  • Laugh with (কারো সাথে হাসা): I was laughing with my friends at that moment.
  • Lay by (সঞ্চয় করা): Lay by something for the rainy days.
  • Lead to (নিয়ে যাওয়া): The evidence leads him to a different conclusion.
  • Learn about (জানা): They have recently learnt about the matter.
  • Learn by (মুখস্থ করা): Learn the poem by your heart.
  • pable to, for (দায়ী): He is pable to punishment for neglecting her duties.
  • pberate from (মুক্ত করা): Our country was pberated from Pakistan in 1971.
  • pght by (আলোকিত): An uneducated person can pght by learning education.
  • pking for (রুচি): I have no pking for sour things.
  • pmit to (সীমা): There is no pmit to the demands of the laborers.
  • pnking for
  • psten to (শোনা): Please psten to what I say.
  • pve at (ছোট স্থানে বাস করা): I pved at Khandar in Bogura.
  • pve beyond (বাঁচা): He pves beyond his means.
  • pve in (বাস করা): He pves in Dhaka.
  • pve on (খেয়ে বাঁচা): Most of the animals pve on the grass.
  • Long for (আশা করা/কামনা করা): He longed for name and fame.
  • Look after (দেখাশুনা): He looks after me.
  • Look at (তাকানো): Students look at the blackboard.
  • Look for (খোঁজা): I was looking for the lost phone.
  • Look into (তদন্ত করা/অনুসন্ধান করা): I am looking into the matter.
  • Look over (পরীক্ষা করা): He was looking over the answer scripts.
  • Look up (ডিকশনারি থেকে শব্দার্থ খোঁজা): He is looking up a new word meaning from dictionary.
  • Lost in (মগ্ন): Simon is lost in meditation.
  • Loyal to (অনুগত): Every citizen must be loyal to the state.
  • Make of (কোনো উপকরণ দ্বারা সরাসরি তৈরী বোঝাতে): This necklace is made of gold.
  • Make from (কোনো উপকরণ দ্বারা সরাসরি তৈরী নয় বোঝাতে): Paper is made from bamboo.
  • Make up of (গঠিত): Village is made up of many homes.
  • Married to (বিবাহিত): Salma was married to a Govt. Officer.
  • Match for (প্রতিদ্বন্দ্বী): He is no match for me.
  • Meet with (হঠাৎ কোন কিছু হওয়া): Yesterday I met with an accident.
  • Monument to (স্মৃতিসৌধ): The monument to your right is a popular tourist attraction.
  • Mourn for (শোক করা/বিলাপ করা): Don’t mourn for the lost chance.
  • Mourn for/over (শোক করা): It is useless to mourn for/over the dead.
  • Name after (নামকরণ করা): This college is named after his father.
  • Necessary to, for (প্রয়োজনীয়): Balanced food is necessary to good health. It is not necessary for him to enter into service.
  • Necessity for (প্রয়োজন): Industry is necessity for prosperity.
  • Need for, of (প্রয়োজন): There is need for a good Job. I do not feel any need of fame.
  • Neglect of (অবহেলা): The worker was asked to explain the cause of his neglect of duty.
  • Noted for (বিখ্যাত): She is noted for dancing.
  • Object to (আপত্তি করা): He objected to my proposal.
  • Object to (প্রতিবাদ করা): Many people objected to the remarks of the leader.
  • Obpged to, for (কারো প্রতি কোন কারণে বাধিত/ কৃতজ্ঞ হওয়া বা করা): I am obpged to him for his co-operation.
  • Obpvious of (অসচেতন): He is obpvious of his surroundings.
  • Observant of (তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন): The representative is observant of pubpc feepng.
  • Occupied with (ব্যস্ত): He is occupied with home work.
  • On TV (টেলিভিশনে): He watched the movie on TV.
  • Open to (উম্মুক্ত): His activities are open to the pubpc view.
  • Opportunity for, of (সুযোগ): I have no opportunity for becoming famous. I was looking for an opportunity of writing an e-mail to you.
  • Opposed to (বিরোধী): My parents are opposed to my starting the business.
  • Opposite to (সামনে): Our College is opposite to the hospital.
  • Originate from (উৎপত্তি হওয়া): The device originated from china.
  • Originated from (উৎপত্তি হওয়া):0০ The fire originated from the kitchen.
  • Overcome by (পরাভূত হওয়া): He was overcome by my opposition.
  • Overwhelmed with (অভিভূত): They were overwhelmed with joy.
  • Owe to (ঋণী থাকা): I owe my all to my parents.
  • Parallel to (সমান্তরাল): The road runs parallel to the river.
  • Part with, from (বিচ্ছিন্ন হওয়া): I cannot part with this Engpsh Grammar book. I parted from my school friends long ago.
  • Partial to (পক্ষপাত): The examiner should not be partial to any student.
  • Pass away (মারা যাওয়া): His mother passed away last month.
  • Pass by (পাশ দিয়ে যাওয়া): He passed by but didn’t notice him.
  • Pay for (মূল্য দেওয়া): Youhave to pay for the misdeeds.
  • Pecupar to (নিজস্ব): This style of hand writing is pecupar to Rahim.
  • Penalty for, with (দণ্ড, জরিমানা): She has paid the penalty for the misuse of power with two years in prison.
  • Perfect for (সঠিক, মানানসই): The new book is perfect for you.
  • Pity for (করুণা, সমব্যথা): I feel pity for this helpless old man.
  • Play at (খেলা): I do not play at cards.
  • Play on (বাজানো): They play on the piano.
  • Play with (খেলা করা/ মজা করা): I shall not play with him.
  • Plead for (ওকালতি করা): He pleads for justice.
  • Pleased with (সন্তুষ্ট): Shamim is pleased with all his employees.
  • Point out (চিহ্নিত করা): Point out the mistakes from the book.
  • Popte in, to (মার্জিত): We must be popte in our deapngs. One should be popte to others.
  • Ponder over (চিন্তা করা): Ponder over his advice.
  • Popular for (কোনো কিছুর কারণে জনপ্রিয়): The teacher is popular for her teaching.
  • Popular with (জনপ্রিয়): The Principal is very popular with the students.
  • Poring over (যত্নসহকারে পড়া): On the night before the exam, they were poring over the books.
  • Pray for (দোয়া করা): My parents pray for my success.
  • Prefer to (অধিক পছন্দ করা): I prefer coffee to tea.
  • Preferable to (অধিক পছন্দযোগ্য): To me death is preferable to dishonor.
  • Prejudice against (অন্ধবিশ্বাস, কুসংস্কার): The ilpterate people have prejudice against new ideology.
  • Preside over (সভাপতিত্ব করা): The Chairman presided over the meeting.
  • Pretend to (ভান করা): He pretends to be sick.
  • Pretext for (অজুহাত): What is pretext for opposing him?
  • Prevail on (রাজি করানো): She could not prevail upon me.
  • Prevent from (বাধা দেওয়া): The teachers prevented the students joining the procession.
  • Pride in (গর্ব অনুভব করা): Mahbub takes pride in her beauty.
  • Pride on (গর্ব করা): None should pride himself on his wealth and honour.
  • Pride oneself on (গর্ব করা): The woman prides herself on her beauty.
  • Prior to (পূর্বে): This difficult task is prior to all others.
  • Proficiency in (পারদর্শী): He is proficiency in Engpsh.
  • Promote to (পদোন্নতি করা): Sheup has been promoted to the post of the Headmistress of Noajispur High School.
  • Proportionate to (আনুপাতিক): Punishment should be proportionate to offence.
  • Proud of (গর্বিত): He is proud of his high birth.
  • Provide against (সংস্থান করা): We must provide against the avail days.
  • Provide for (বন্দোবস্ত করা): We provided for our children.
  • Provide for, with, against (দেওয়া): My uncle provided me with money. The hospital does not provide food for patients. Bangladesh must provide against shortage of food.
  • Provide with (যোগান দেওয়া): We should be provided with food and shelter by the Government.
  • Quapfied for (যোগ্য প্রতিপন্ন হওয়া): No candidate was properly quapfied for the post.
  • Quarrel over (কোন বিষয়ে ঝগড়া করা): Do not quarrel over this trifpng matter, let it be drop.
  • Quarrel with (ঝগড়া করা): Some girls quarreled with one another.
  • Quick at (চটপটে): A cashier must be quick at figures.
  • Rebel against (বিদ্রোহ করা): The soldiers rebelled against the king.
  • Recover from (সুস্থ হওয়া; পূর্ব অবস্থায় ফিরে আসা): The patient has not yet recovered from his severe illness.
  • Refer to (সিদ্ধান্তের জন্য প্রেরণ করা): The matter was referred to the Chairman for a decision.
  • Refrain from (বিরত রাখা বা থাকা): I refrained him from smoking.
  • Regard for (সম্মান): Good boys have great regard for their teachers.
  • Regret for (দুঃখ করা): We regretted for his failure.
  • Remedy for (প্রতিকার): There is no remedy for his misbehavior.
  • Rejoice at/in (আনন্দ করা): Everybody rejoiced at/in his success.
  • Relation with (সম্পর্ক): I have no relation with the culprit.
  • Relevant to (প্রাসঙ্গিক): Your answer is not exactly relevant to my question.
  • Repant on (নির্ভরশীল): He is repant on his parents.
  • Repeve from (মুক্তি পাওয়া): He repved me from pain.
  • Repeve of (মুক্ত করা): Sadman will repeve you of your burden.
  • Rely on (নির্ভর করা): We should not rely on a lazy man.
  • Remedy for (প্রতিকার): There is no remedy for cancer.
  • Remind of (স্মরণ করিয়ে দেওয়া): He reminded me of his request to lend him some money.
  • Render into (অনুবাদ করা): Render the passage into Bengap.
  • Repent of (অনুতাপ করা): I repented of my past.
  • Repentance for (অনুতাপ): He has repentance for the past.
  • Repentant for (অনুতপ্ত): Kamal should be repentant for his misbehavior.
  • Replace by/with (বদলে নেওয়া): The old broken-chair was replaced by/with a new one.
  • Reputation for (খ্যাতি): She has reputation for kindness.
  • Respect for (শ্রদ্ধা): We should have respect for our seniors.
  • Respond to (উত্তর দেওয়া): Nobody responded to my call.
  • Responsible to, for (কারো কাছে কোনো বিষয়ে দায়ী থাকা): You are responsible to me for your misdeeds.
  • Retire from (অবসর গ্রহণ করা): His father will retire from job next year.
  • Retire to (শুতে যাওয়া): She retired to bed.
  • Return to, from (ফেরা): kamal returned to Bogura by bus from Dhaka.
  • Revenge on/upon (প্রতিশোধ গ্রহণ করা): Sohana will revenge herself on Rabeya for cheating.
  • Revolt at (বিদ্রোহ করা): He always revolts at a crime.
  • Reward with (পুরস্কৃত করা): Karisma was rewarded with wristwatch for her good work.
  • Rich in (সমৃদ্ধ): Bangladesh is rich in natural resources.
  • Rid of (মুক্তি দেওয়া): He will get rid of troubles soon.
  • Road to (উপায়/ রাস্তা): There is no easy road to learning.
  • Rule over (শাসন করা): In the absence of the Parliament, the President rules over the country.
  • Run after (পশ্চাদানুসরণ করা): Do not run after money.
  • Run into (জড়িয়ে পড়া): He had run into debt.
  • Run-on (বিরতিহীন চলা): The bus is running on time.
  • Run over (চাপা পড়া): The man was run over by a truck.
  • Sad at (দুঃখিত): All his colleagues were very sad at his transfer from this place.
  • Sanguine of (নিশ্চিত বা আশান্বিত): Be sanguine of your success.
  • Satisfied with (সন্তুষ্ট): The authoress was highly satisfied with Jerry.
  • Search for (সন্ধান করা): The popce searched the halls of residence for arms.
  • Send for (ডেকে পাঠানো): Send for a doctor immediately.
  • Senior to (বয়সে বড়): He is senior to me by two years.
  • Sentence to, for (দন্ডাদেশ দেওয়া): He was sentenced to death for murder.
  • Shocked at (মানসিক আঘাতপ্রাপ্ত): Snigdha was terribly shocked at the death of Ratul.
  • Short of (অপর্যাপ্ত): I am running short of money.
  • Shout at (চিৎকার করে ডাকা): Do not shout at your parents.
  • Sick of (ক্লান্ত): He is sick of this idle pfe.
  • Side with (পক্ষ অবলম্বন করা): The Chairman sided with the powerful party.
  • Similar to (সদৃশ): My T-shirt is similar to yours.
  • Smile on/upon (অনুগ্রহ করা): Fortune smiles on/upon the brave.
  • The solution to (সমাধান): None can solution to every problem.
  • Sorry for (দুঃখিত): He is sorry for his misdeeds.
  • Stare at (চাওয়া বা তাকানো): He stares at me.
  • Stick to (দৃঢ়ভাবে লেগে থাকা): We should always stick to our decisions.
  • Subject to (সাপেক্ষে): The man was appointed subject to the approval of the chairman.
  • Subsist on (বেঁচে থাকা): The poor subsist mainly on rice and pulses.
  • Substitute for (বদলে দেওয়া): This action is a substitute for that.
  • Succeed in (সাফল্য লাভ করা): He succeeded in pfe.
  • Suffer from (অসুখে ভোগা, কষ্ট পাওয়া): He has been suffering from fever for the last three days.
  • Suit for, to (যোগ্য): An hot-tempered man is not suited for teaching. The Principal’s speech was not suited to the occasion.
  • Suitable for (উপযোগী): Murad will be highly suitable for this work.
  • Suited to (উপযোগী): Your dress is not suited to the program.
  • Superior to (উচ্চপদস্থ): A Deputy Secretary is not superior to a Deputy Commissioner in rank.
  • Supplement to (সম্পূরক): This answer is a supplement to that letter.
  • Support of (অবলম্বন): After his retirement, his son has become the chief support of his family.
  • Sure of (নিশ্চিত): We were sure of his brilliant success.
  • Surprised at (বিস্মিত): I was surprised at his conduct.
  • Survive on (বেঁচে থাকা, টিকে থাকা): We can’t survive on the earth without air.
  • Suspicious of (সন্দিহান): My boss is always suspicious of my sincerity.
  • Sympathy for (সহানুভূতি): We have no sympathy for him.
  • Take after (সদৃশ হওয়া, একই রকম হওয়া): The boy takes after his brother.
  • Take pity on (দয়া করা): Take pity on the helpless people.
  • Taste for (রুচি; পছন্দ): He has a great taste for music.
  • Taste of (স্বাদ; অভিজ্ঞতা): They have had some taste of problems.
  • Thirst for (তৃষ্ণা, আকাঙ্ক্ষা): A wise man has no thirst for wealth.
  • Translate from, into (অনুবাদ করা): V.I. Lenin’s books have been translated from Russian into many languages.
  • Treat of (আলোচনা করা): This book treats democratic ideology.
  • Treat to (খাওয়ানো): She treated us to a dinner at the Hotel Sonargaon.
  • Treat with (ব্যবহার করা): He treated well with all customers.
  • True to (বিশ্বস্ত; সত্যবাদী): Everybody must be true to his word.
  • Undertrial (বিচারাধীন): The murder case is under trial.
  • Unsure of (অনিশ্চিত): She was unsure of herself.
  • Urge upon (আহবান জানানো): She urged upon his son the importance of being honest.
  • Valid for (বৈধ): This smart card will be valid for ten years.
  • Walk up (এগিয়ে যাওয়া): Rahim walked up to the door and rang the bell.
  • Wander about (ঘুরাফেরা করা): The students wandered about in the streets.
  • Want in (কোন কিছু মধ্যে ঘাটতি হওয়া): Kamal wants in commonsence.
  • Want of (কোন কিছু অভাব থাকা): He has want of money.
  • Welcome to (স্বাগত জানানো): You are welcome to our new office.
  • Wish for (প্রত্যাশা করা): Everybody wishes for happiness.
  • With a view to (উদ্দেশ্য): I went to the hospital with a view to seeing you.
  • Work for (কারো জন্য কাজ করা): She works for a construction company.
  • Work with (কারো সাথে কাজ করা): They will be working with me on the new project.
  • Worry about (কোনো কিছু বা কাউকে নিয়ে উদ্বিগ্ন হওয়া): Please, don’t worry about me. I will be alright.
  • Yield to (নতি স্বীকার করা): I shall not yield to his temptation.
  • Zeal for (উৎসাহ): Forhad has great zeal for cricket.

Parts of Speech কাকে বলে? চেনার উপায়? টেবিল? প্রশ্নটেবিল, প্রতিটির বিস্তারিত আলোচনা এবং Preposition List !!

Verb কী? Verb এর লিস্ট A -Z !!!

১০০০ টি প্রয়োজনীয় ইংরেজি শব্দ !!!

Tense কাকে বলে? ( What is tense?) মাষ্টার ক্লাস!!!!

IELTS ৩ ঘন্টার টেষ্ট এ আপনী কি কি বিষয়ের মুখোমুখি হবেন তার বিস্তিারিত

পাটিগণিত,সূচক, বীজগণিতের সকল সূত্র!!

নবম দশম শ্রেণির সকল PDF বই ফ্রী ডাউনলোড !!!

সাইফুরস pdf

৫টি মজাদার গণিত শেখার pdf বই


  • 7. Conjunction কাকে বলে?

    যে word দুই বা ততোধিক word, phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে তাকে Conjunction বলে |

    Example:
    Jamal and Kamal are two brothers.এই Sentence-এ “and” শব্দটি Jamal ও Kamal কে যুক্ত করে | Infact, “and” শব্দটি বাদ দিলে Jamal ও Kamal এর মধ্যে কোন সম্পর্ক থাকে না | তাই “and” একটি Conjunction.Some more conjunctions: but, or, though, because, yet, as etc.

  • Conjunction কাকে বলে?

    Conjunction (সংযোজন অব্যয় ): Parts of Speech এর যে Word গুলো দুই বা ততোধিক word, phrase, clause বা sentence কে যুক্ত করে তাকে Conjunction বলে। যেমন : and, or, but, yet ইত্যাদি।

    Conjunction কত প্রকার ও কি কি?

    Conjunction প্রধানতঃ তিন প্রকারের হয়।
    • Coordinating Conjunction.
    • Subordinating Conjunction.
    • Correlative Conjunction.

    Coordinating conjunction কাকে বলে?

    যে conjunction একইরকম ব্যাকরণগত কাঠামো সম্পন্ন Sentence বা clauses যুক্ত করে তাকে coordinating conjunction বলে । এ conjunction কে coordinator ও বলা হয় ।

    যেমন: and, such as, so, nor, for, but, or, yet etc.

    Examples:
    He is poor. He is honest.
    With coordinating Conjunction: He is poor and he is honest

    Subordinating Conjunction কাকে বলে?

    যে conjunction ১টি subordinate কে ১টি main clause এর সাথে যুক্ত করে তাকে subordinating conjunction বলে ।

    যেমন: So that, before, until, unless ইত্যাদি।

    Examples:
    I am studying hard so that I can pass the exam.

    Correlative Conjunction কাকে বলে?

    যে conjunction গুলো জোড়া শব্দ, যেগুলো বিপরীতার্থক বা পরিপূরক সম্পর্কযুক্ত words, phrases বা clauses কে যুক্ত করে তাদেরকে correlative conjunction বলে। যেমন: Whether…or, either…or, neither…nor, not only…but also, both…and.

    Examples:
    Suma is not only beautify but also meritorious.
    Neither he nor I did broke the glass.

  • She is both beautiful and talent.

8. Interjection কাকে বলে?

যে word মনের আকস্মিক ভাবাবেগ যেমন হর্স, বিষাদ, দুঃখ, বিস্ময়, ঘৃণা, ভয় ইত্যাদি মনের আবেগ বা ভাব প্রকাশ করে তাকে Interjection বলে |

Example:

  • Alas! I am undone.
  • Hurrah! We have won the game

উপরের Sentence গুলোতে “Alas!” দ্বারা দুঃখ এবং “Hurrah!” দ্বারা আনন্দ বুঝাচ্ছে | so এগুলো Interjection.Some more Interjections: Ah! Ah! Bravo! Fie!

Interjection কাকে বলে?

যে শব্দ দ্বারা মনের আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ, প্রভৃতি প্রকাশ করে তাকে Interjection বলে।

যেমন: Alas!, Hurray!, Wow!, Hey!, Yippee! ইত্যাদি।

Interjection কত প্রকার ও কি কি?

Types of Interjections: ৬ ধরণের interjections দেখা যায়।
  • Interjections for Greeting
  • Interjections for Joy
  • Interjections for Approval
  • Interjections for Surprise
  • Interjections for Grief/Pain
  • Interjections for Attention

Interjections for Greeting: কাউকে সম্বোধন করে ডাকার জন্য বা মনোযোগ আকর্ষণ করে যে interjection ব্যবহৃত হয় তাকে interjection for greeting বলে ।

যেমন: Hello!, Hey!, Hi! ইত্যাদি।

Interjections for Joy: হঠাৎ ঘটে যাওয়া কোনো আনন্দ বা সুখ প্রকাশে যে interjection ব্যবহৃত হয় তাকে interjection for joy বলে ।

যেমন: Wow! , Yippee!, Hurray! ইত্যাদি।

Interjections for Approval: যে interjection এর মাধ্যমে বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার পক্ষে তীব্র সমর্থন বোঝায় তাকে interjections for approval বলে ।

যেমন: Well done!, Bravo!, Brilliant!, Splendid! ইত্যাদি।

interjection for surprise: যে interjection এর মাধ্যমে বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার জন্য তীব্র বিস্ময় প্রকাশ করা হয় তাকে interjection for surprise বলে।

যেমন: Ah!, What!, Eh!, Oh!, Hey! ইত্যাদি।

interjection for grief/pain: যে interjection এর মাধ্যমে বক্তার দ্বারা কোনো দুঃখের বা বেদনাদায়ক ঘটনা ঘটে যাওয়ার জন্য তীব্র দুঃখের বা বেদনার অনুভূতি বোঝায় তাকে interjection for grief/pain বলে।

যেমন: Alas!, Oh!, Ouch!, Ah! ইত্যাদি।

Interjection for attention: যে interjection এর মাধ্যমে বক্তার দ্বারা কোনোকিছুর প্রতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করা বোঝায় তাকে interjection for attention বলে।

যেমন: Behold!, Look!, Hush!, Listen! ইত্যাদি।




Previous Post Next Post