স্পিকিং: প্যাকপ্যাক প্যাকপ্যাক
সময়: ১১ থেকে ১৪ মিনিট   
speaking
পার্ট: ৩ টি 
টাইমি:
পার্ট ১: ৪-৫ মিনিট
পার্ট ২: ৩-৪ মিনিট
পার্ট ৩: ৪-৫ মিনিট

পার্ট ১: ডু ইউ লাইক
পার্ট ১ এ ৪ থেকে ৫ মিনিটের ভিতর প্রশ্ন করবে ১০ থেকে ১১ টি।
প্রশ্নের উপর ভিত্তি করে পার্ট ওয়ানকে আবার ৩ ধরনের প্রশ্ন টাইপে বিভক্ত করা যায়। 

প্রথম:
প্রশ্ন করবে: ৩টি
বিষয়: Work, Study, Leaving ইত্যাদি নিয়ে প্রশ্ন করবে।
উদাহরন:
#IELTS #IELTS tips #Basic IELTS #speaking #ielts speaking #ielts speaking tips #speaking e valo korte
দ্বিতীয়:
প্রশ্ন: ৪টি
বিষয়: একটি শর্ট টপিকের উপর প্রশ্ন করবে
উদাহরন:

তৃতীয়:
প্রশ্ন: ৪টি
বিষয়: আরেকটি শর্ট টপিকের উপর প্রশ্ন করবে
উদাহরন:

মেথড:
পার্ট ১ এ প্রশ্ন করবে দ্রুত। আনসারও দিতে হবে দ্রুত। তবে প্রতিটি আনসারের সাথে কারনটা অবশ্যই উল্লেখ থাকতে হবে। যেমন:
Question: What is your favorite color?
Answer: My favorite color is white because white is the color of peace.
উত্তরটা দিয়ে থামতে হবে কনফিডেন্টের সাথে।

পার্ট ২: Q-Card (Question Card)
পার্ট ২ হল ৪ মিনিটের একটি টেষ্ট। যেখানেে একটি Q-card নিতে হবে। 
চিন্তা করতে হবে ১ মিনিট
নোট করতে হবে ১ মিনিট
কথা বলতে হবে ২ মিনিট

টপিক:
Q-card সাধারনত ৬ ধরনের টপিকের মধ্যে থাকে।
১. Describe a person
২. Describe a place
৩. Describe an object
৪. Describe an event
৫. Describe a activity
৬. Describe your favorites 

মেথড: 
এই সেকশনে ফোকাস দিতে হবে ভোকাবুলারির উপর। 

পার্ট ৩: Q-Card রিলেটেড প্রশ্ন
পার্ট ৩ এ ৪ থেকে ৫ মিনিটের ভিতর প্রশ্ন করবে ৩ থেকে ৬ টি। 
উত্তর দিতে হবে লম্বা করে। যেখানে ফলো করতে হবে কিছু স্টেপ।

মেথড: 
১. Answer the question directly
২. Explain your answer (with reason)
৩. Give an Example (for example)
৪. Explain the opposite (what if)

উদাহরন: 

পরীক্ষক যা দেখে:
১. Fluency and Coherence -25% mark
২. Vocabulary -25% mark
৩. Grammar -25% mark
৪. Pronunciation -25% mark




সর্বশেষ প্রস্তুতি
পরীক্ষার আগের দিন 
  • পারলে একবার যেখানে পরীক্ষা হবে সেখান থেকে ঘুরে আসুন।
  • অবশ্যই ভাল একটা ঘুম দিন। পরের দিন আপনার IELTS পরীক্ষা সেটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। 
পরীক্ষার দিন
  • ঘুম থেকে উঠে অবশ্যই ভাল করে পেট ভরে খাবেন। পারলে ডিম খেয়ে যাবেন। নাহ, ফাজলামো করছিনা।৩ টা টেষ্ট দিতে দিতে আপনি ক্লান্ত হবেন নিশ্চিত। ওখানে কিন্তু খাওয়ার অপশন নাই। 
  • আরামদায়ক পোষাক পরে যাবেন অবশ্যই। 
  • স্পিকিং পরীক্ষার দিন সাদা শার্ট এবং কাল পেন্ট পরে যাবেন। মনে রাখবেন ওটা কিন্তু ইন্টারভিউয়ের মত পরীক্ষা। 
  • এক্সাম সেন্টারে ঘন্টাখানেক পূর্বে গিয়ে হাজির হবেন। 
সাথে কি কি রাখবেন
  • সাথে করে পেন্সিল নিবেন ২ টা মিনিমাম। পরীক্ষার সেন্টার থেকে আরো ২টা দিবে। যদি পরীক্ষার সেন্টার থেকে ২টা পেন্সিল দেয় তবে আমি কেন আরো নিব? হিসাবটা সহজ। ১টা পেন্সিল লিসেনি; এর জন্য, ১টা রিডিং আর বাকী ২টা রাইটিং এর জন্য। যদি এক্সটা ২টা সাথে নেন তবে শার্পনার ব্যবহার করে সময় নষ্ট করা লাগবেনা। 
  • লেভেল ছাড়া একটা পানির বোতল গ্লুকোজ মিশিয়ে সাথে রাখবেন। ক্লান্ত হবেন নিশ্চিত। শক্তি পাবেন। 
  • ঘড়ি নিবেন অবশ্যই যদি ঘড়ি না পরে থাকেন। 
  • ইরেজার রাখবেন অবশ্যই ১টি। 
  • পার্সপোর্ট নিবেন 
পেন্সিল নাকি কলম
  • পেন্সিল নাকি কলম কি দিয়ে লিখবেন। অবশ্যই পেন্সিল দিয়ে লিখুন। তাতে সুবিধা পাবেন। কোন কিছু ভুল হলে সেটা মুছতে পারবেন।
যে ভাবে আনসার শীটে লেখা শুরু করবেন
Answer Sheet
পরীক্ষায়:
  • পানি পান করবেন যত পারেন।কেন করবেন? কারনটা না হয় নাইবা জানলেন।






একাডেমিক IELTS এর গ্রেডিং
Listening Scores

 Correct Answer Band Score
 39-40 9
 37-38 8.5
 35-36 8
 32-34 7.5
 30-31 7
 26-29 6.5
 23-25 6
 18-22 5.5
 16-17 5
 13-15 4.5
 11-12 4

Reading Scores

  Correct Answer  Band Score
 39-40 9
 37-38 8.5
 35-36 8
 33-34 7.5
 30-32 7
 27-29 6.5
 23-26 6
 19-22 5.5
 15-18 5
 13-14 4.5
 10-12 4
 8-9 3.5
 6-7 3
 4-5 2.5