IELTS ৩ ঘন্টার টেষ্ট এ আপনী কি কি বিষয়ের মুখোমুখি হবেন তার বিস্তিারিত
IELTS কি?
International English Language Testing System হচ্ছে IELTS। এটি একটি ৩ ঘন্টার টেষ্ট মাত্র। এই টেষ্টে আপনার ৪ টি বিষযের উপর দক্ষতা দেখা হয়।
বিষয় ৪টি হচ্ছে-
১. Listening ৪০ মিনিট পরীক্ষা ৪টা পার্টে ৪০ টি প্রশ্ন থাকবে
২. Reading ১ ঘন্টার পরীক্ষা ৩ টি পেসেজের উপর ৪০ টি প্রশ্ন থাকবে
৩. Writing ১ ঘন্টার পরীক্ষা মাত্র ২ টি টাস্ক থাকবে
৪. Speaking ১৫ মিনিটের পরীক্ষা
সাধারণত পরীক্ষা ২ দিনে হয়ে থাকে। প্রথম দিন Listening, Reading, Writing টেষ্ট হয়। তার কয়েকদিন পর Speaking টেষ্ট নেওয়া হয়।
IELTS টেষ্ট কয় ধরনের এবং কি কি?
IELTS টেষ্ট সাধারনত দুই ধরনের হয়ে থাকে।
১. Academic
২. General Training
কোন টেষ্ট কার জন্য?
Academic টেষ্টটা মূলত তাদের জন্য যারা উচ্চ শিক্ষার জন্য (ইউনিভার্সিটি লেভেল) বিদেশ যেতে আগ্রহী।
General Training মূলত তাদের জন্য যারা স্কিল মাইগ্রেশন বা বিয়ে করে বা সেকেন্ডারী লেভেলে পড়াশুনার জন্য বিদেশ যেতে চায়।
Academic আর General Training টেষ্টের মধ্যে পার্থক্য কি কি?
আমরা পূর্বেই জেনেই IELTS টেষ্টে চারটি বিষয়ের উপর দক্ষতা দেখা হয়। Academic আর General Training এ উক্ত চারটি বিষয়ের উপরই দক্ষতা দেখা হয়। তবে পার্থক্য দেখা যায় প্রশ্নের প্যাটার্নে। Listening আর Speaking এর প্রশ্ন একই উভয় মডুউলের জন্য। শুধুমাত্র Reading আর Writing এর প্রশ্ন ভিন্ন হয়।
Academic টেষ্ট হলে Reading এ পেসেজ আসবে বই থেকে বা কোন একটা রিচার্স থেকে নেওয়া কিছু। আর General Training টেষ্ট হলে প্রশ্ন আসবে যেকোন পেপার বা ম্যাগাজিন থেকে।
Academic টেষ্ট হলে writing এ প্রশ্ন আসবে ২ টি। প্রথমটি হবে কোন গ্রাফ বা চার্ট। তা দেখে ওটার ব্যাখা করতে হবে চার্ট অনুযায়ী। আর সেকেন্ড যে টাস্ক টা আসবে তা হলে যেকোন ইউনিভার্সাল টপিকের উপর নিজের মতামত/যুক্তি/প্রবলেম-সলুশন নিয়ে একটি Essay লিখতে হবে অন্যদিকে General Training হলে প্রশ্ন আসবে লেটার, Eassy লেখা।
#IELTS #IELTS tips #Basic IELTS
IELTS পরীক্ষার জন্য রেজিষ্টেশন কোথায় করবো?
বিট্রিশ কাউন্সিল বা আইডিপি তে রেজিষ্টেশন করতে পারেন।
বিট্রিশ কাউন্সিল
আইডিপি
UKVI-IELTS কি?
শুধুমাত্র UK তে পড়াশুনার জন্য যদি আপনি IELTS টেষ্ট দিতে চান তবে আপনাকে UKVI-IELTS টেষ্ট সিলেক্ট করতে হবে। আর আপনি যদি UK ছাড়া অন্য কোথাও পড়তে যেতে চান তবে আমি রিকোমেন্ড করি এটা চয়েস না করতে। অযথা টাকা খরচ করার কি কোন মানে হয়?
সাধারন IELTS এবং UKVI-IELTS এর পরীক্ষার মধ্যে পার্থক্য কি?
কোন পার্থক্য নাই। শুধুমাত্র UKVI-IELTS এ পরীক্ষার দিন আপনার সকল কাযর্ক্রম ভিডিও করে রাখা হবে। আর তার জন্য এক্সটা ফি ওরা নিয়ে থাকে।
Academic IELTS আর General Training IELTS এর মধ্যে কোনটা সহজ?
General Training IELTS টা একটু সহজ হয়ে থাকে Academic IELTS থেকে।
IELTS এ কিভাবে স্কোর নির্ধারণ করা হয়?
IELTS এ সাধারন পাস বা ফেইল বলে কিছু নাই। এখানে ০ থেকে ৯ এর ভিতর আপনার ইংরেজীর দক্ষতা মাপা হয়। ০ স্কোর মানে হল আপনি পরীক্ষায় অংশ নেননি। স্কোর ১ হল আপনি খুব সাধারন ইংরেজী জানেন। যেমন হ্যালো, হাই, গুডবাই ইত্যাদি।স্কোর ২,৩,৪ হল আপনি একদম সাধারন একজন ইউজার।স্কোর ৫ হল মুঠামুঠি মানের ইউজার। ৬ হল মুঠামুঠির চেয়েও ভাল। আর ৭ হল ভাল ইউজার। ৮ আর ৯ হল আপনি একজন নেটিভ স্পিকার।
আপনি ৪ টি পার্টে যা ০ থেকে ৯ এর মধ্যে যা পাবেন তা যোগকরে ৪ দিয়ে ভাগ দিয়ে আপনার টোটাল স্কোর বের করা হবে।
Verb কী? Verb এর লিস্ট A -Z !!!
১০০০ টি প্রয়োজনীয় ইংরেজি শব্দ !!!
Tense কাকে বলে? ( What is tense?) মাষ্টার ক্লাস!!!!
IELTS ৩ ঘন্টার টেষ্ট এ আপনী কি কি বিষয়ের মুখোমুখি হবেন তার বিস্তিারিত
পাটিগণিত,সূচক, বীজগণিতের সকল সূত্র!!
নবম দশম শ্রেণির সকল PDF বই ফ্রী ডাউনলোড !!!
IELTS এর প্রস্তুতি অধ্যায় আপনাকে স্বাগত। এখানে আমরা আলোচনা করবো আপনি কিভাবে IELTS পরীক্ষার প্রস্তুতি নিবেন। প্রথমে বলে রাখা ভাল আপনি দয়া করে গ্রামার আর নতুন শব্দ শিখতে যাবেননা। IELTS এর প্রস্তুতি IELTS এর মত করে নিন। IELTS টেষ্ট এ আপনাকে বলবেনা গ্রামার কি? টেনস কত প্রকার ও কি কি? সুতরাং এই সব বিষয়ে অযথা সময় নষ্ট না করাই উত্তম। আর যদি মনে করেন যে আপনি টেনস কি তাও জানেনা। তবে বলি আপনার জন্য IELTS না। আপনি আগে বেসিক ঠিক করে আসুন তারপর IELTS দিবেন।
#IELTS #IELTS tips #Basic IELTS #IELTS er preparation #ielts er prostuti
তো শুরু করা যাক প্রস্তুতি। প্রথমেই কেনাকেটা। কি কিনবেন? Cambridge IELTS 6 থেকে 12 সবগুলো বই কিনে নিন। বইয়ের সাথে সিডি নিতে ভুলবেননা। কারণ এই সিডিতে Listening এর অডিও থাকে। দাম? হাতের নাগালে একেকটা বই ১০০ টাকার ভিতর হবে।প্রশ্ন হতে পারে অনেকের তো কম্পিউটার থাকেনা। তো কেমন করে Listening টেষ্ট দিবে? সহজ সমাধান। বাসায় যদি আপনার কম্পিউটার না থাকে তবে বাজারের কম্পিউটারের দোকান থেকে অডিও ফাইলগুলো মোবাইলে নিয়ে আসেন। শুনবেন আর পরীক্ষা দিবেন। সাথে আরো কিছু বই কিনুন। Khan's এর Cue Card - 1, 2 বই দুটো কিনুন। আর মনিরুজ্জামানের IELTS writing বইটা কিনতে পারেন।
ওয়েট। টেষ্ট শুরুর আগে এখনো কিছু জিনিস বাকী। আপনাকে যে প্রিন্ট করতে হবে কিছু ডকুমেন্ট। হ্যাঁ হুবহু IELTS এর এক্সামের মত প্রশ্ন আর আনসার সীটগুলো প্রিন্ট করে নিন। তারপর বাসায় বসে বসে ইচ্ছা মত টেষ্ট দিতে থাকুন। ভাল কথা IELTS এর টেষ্ট কি রকম হয়? একদিনে আপনাকে ৩টি টেষ্ট দিতে হবে। প্রথমে Listening টেষ্ট দিতে হবে। যেখানে সময় পাবেন ৩০ মিনিট। পরীক্ষা শেষে উত্তরগুলো আনসার শীটে ট্র্যান্সফার করার জন্য আরো থাকবে ১০ মিনিট সময়। সব মিলিয়ে ৪০ মিনিট। লিসেনিং টেষ্ট এর পর হবে Reading টেষ্ট। যেখানে সময় থাকবে ১ ঘন্টা। তারপর হবে Writing টেষ্ট। রাইটিং টেষ্টেও সময় থাকবে ১ ঘন্টা। ওই টেষ্ট দেওয়ার আগের দিন অথবা পরেরদিন আপনাকে মাত্র ১৫ মিনিটের জন্য একটা স্পিকিং টেষ্ট দিতে হবে।
সুতরাং আমরা যখন বাড়িতে পরীক্ষা দিব তখন ধারবাহিক ভাবে প্রথমে লিসেনিং টেষ্ট তারপর রিডিং তারপর রাইটিং টেষ্ট দিব। প্রথম কয়েকদিন শুরুটা হবে লিসেনিং দিয়ে। যখন আমরা দেখবো লিসেনিং টেষ্টের ফরমেট আয়ত্ত করে ফেলছি তখন লিসেনিং এর সাথে একটা রিডিং টেষ্ট দিব(একটা পেসেজ)। যখন দেখবো ওকে আমি দুইটাই সহজভাবে করছি তখন রিডিং এর পেসেজ ১ এর সাথে ২টা করে নিব। তারপর কিছুদিন এই রকম টেষ্ট দিয়ে ৩ নাম্বার পেসেজটা এড করে কমপ্লিট লিসেনিং আর রিডিং টেষ্ট দিব। সবশেষে যোগ করবো রাইটিং টেষ্ট। একাডেমিক আর জেনারেল যার মডুউল যেটা সেটা থেকে প্রথমে টাস্ক-১ টা করবো। যখন দেখবো আমি টাস্ক ১ এ সহজভাবে করতে পারছি তখন টাস্ক ২ টা ও এড করে পূর্ণাঙ্গ লিসেনিং, রিডিং আর রাইটিং টেষ্ট দিব।যখন সবগুলো একসাথে দিতে পারবো তখন ধরে নিতে হবে যে আমি প্রস্তুত। বলে রাখা ভাল এর সাথে স্পিকিংটা কিন্তু আলাদাভাবে বন্ধুর সাথে প্র্যাকটিস করতে হবে। তারপর নিজের সক্ষমতা যাচাই করার জন্য কোন সেন্টারে গিয়ে টেষ্ট দিব। যেখানে দূর্বল সেটা কাভার করে ফাইনালি IELTS এক্সাম দিব। আরেকটা জিনিস বলে রাখা ভাল যখন আপনি বাসায় টেষ্ট দিবেন তখন কিন্তু IELTS এর মত সময় ধরে ধরে টেষ্ট দিবেন। আর কলম বাদ দিয়ে পেন্সিল ব্যবহার করবেন।
প্রশ্ন: হেডফোনের মাধ্যমে অডিও শুনে ৩০ মিনিটে ৪০টি প্রশ্রের উত্তর লিখতে হবে।
ট্র্যান্সফার টাইম: ১০ মিনিট (৩০ মিনিট এর পর আরো ১০ মিনিট থাকবে আনসার সিটে উত্তর ট্র্যান্সফার করার জন্য)
প্রস্তুতি
১. কিভাবে তারিখ সময় এবং নাম্বার বলে তা আগে থেকে শুনে বুঝার অভ্যাস করে নিতে হবে।২. অস্টেলিয়া, কানাডা, নিউজল্যান্ড, ইউকে, ইউএস এর অ্যাকসেন্ট শুনতে হবে।
৩. মাইন্ডটাকে এমন ভাবে সেট করবেন যেন পরীক্ষার প্রশ্ন দেখে বুঝতে পারেন এই অংশে কি করতে হবে।
৪. আগে থেকে লিসেনিং টেষ্টের স্টাকচার মাথায় রাখা।
১. সবকিছু পড়ার দরকার নাই। শুধু খালি জায়গার অংশটুকু পড়বেন।
২. মাল্পিপল কুয়েকশন হলে শুধু প্রশ্ন পড়ে কিওয়ার্ড সিলেক্ট করে রাখবেন।
৩. অবশ্যই অর্ডার অনুযায়ী প্রশ্রের উত্তর দিবেন।
৪. কোন উত্তর মিস হয়ে গেলে সেটা ভুলে গিয়ে পরবর্তীটাতে চলে যাবেন।
৫. টেবিল থাকলে হেডিংটা ভাল করে পড়বেন
৬. ডায়াগ্রাম হলে স্টার্টিং পয়েন্টটা ভাল করে দেখে নিবেন।
৭. প্রথমে প্রশ্নে উত্তর লিখে রাখবেন। তারপর ট্র্যান্সপার টাইমে আনসার শীটে তুলবেন একদম শেষে।
৮. সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেলে আর কথা না শুনে পরবর্তী প্রশ্ন পড়তে থাকুন
সবচেয়ে গুরুত্বপূর্ণ: বানান ভুল করা যাবেননা। বানান ভুল করলে উত্তর সঠিক হলে তা কেটে দেওয়া হবে।
স্কিল যা দরকারী: Note taking skill
প্রশ্ন: ৪০ টি
প্যারাগ্রাফ: ৩ টি প্যারাগ্রাফ পড়ে ৪০ টি প্রশ্নের উত্তর দিতে হবে।
#IELTS #IELTS tips #Basic IELTS #ielts reading #Reading #reading tips #ielts er reading
প্রশ্ন টাইপ:
১. Gap-fill
২. True/False/Not given
৩. Yes/No/Not given
৪. Multiple choice
প্রস্তুতি:
১. প্রতিদিন কমপক্ষে ২০ মিনিট পড়তে হবে
২. শুরুতে রিডিং কঠিন মনে হতে পারে। আপনার প্রিয় জিনিসের উপর ইংরেজি আর্টিকেল পড়ুন। পড়ার অভ্যাস তৈরী করুন।
৩. হেলথ, এডুকেশন, এনভায়রমেন্ট, সায়েন্স ইত্যাদির উপর আর্টিকেল পড়ুন।
৪. আর্টিকেলের যে ওয়ার্ডগুলো অজানা সেগুলো জেনে নিন।
৫. একটি আর্টিকেল ৩/৪ বার পড়ুন
৬. টেষ্ট দিবেন পরীক্ষার ফরমেট বুঝার জন্য। এবং টেষ্টের যে অংশ বা যে প্রশ্ন কঠিন মনে হয় সেটি কেন কঠিন লাগলো তা অনুসন্ধান করে সলভ করুন।
৭. টেষ্টে যে প্রশ্নে উত্তর দিতে বেশি সময় লেগেছিল সেটি মার্ক করে রাখুন। কেন বেশি সময় লাগলো সেটা খুজে বের করুন।
৭. শুরুতে সময় ধরে টেষ্ট দেওয়ার কোন মানে হয় না। যত সময় লাগুক তত সময় নিন।
পরীক্ষায়:
১. টাইম ম্যানেজমেন্ট মাষ্ট।
২. প্রথম প্যারাগ্রাফে ১৫ মিনিট। পরের প্যারাগ্রাফের জন্য ২০ মিনিট আর শেষের প্যারাগ্রাফের জন্য ২০ মিনিট সময় বরাদ্দ করতে হবে। কেননা প্রথমটা সহজ থাকে। আস্তে আস্তে কঠিনের দিকে যায়।
৪. প্রশ্ন পেয়েই সাথে সাথে প্রথম ২/৩টা কুয়েকশন পড়ে নিবো।
৫. তারপর প্যারাগ্রারাফ পড়বো নরমাল স্পিডের চেয়ে একটু বেশি স্পিডে পড়বো।
৭. প্রতিটা প্যারাগ্রাফ পড়া শেষ হলে তার সামারি কি তা পাশে লিখে রাখবো। এতে করে যেকোন প্রশ্নের উত্তর সহজে পাওয়া যাবে।
৮. যে যে প্রশ্নগুলোর উত্তর অর্ডারে থাকবে। তাই অর্ডার মেইনটেন করে উত্তর খুজবো।
৯. যদি কোন প্রশ্নের উত্তর না পাওয়া যায় তবে সেটার জন্য সময় নষ্ট করবোনা।
১৩. কোন কিছু ধারনা করে উত্তর দিতে যাবনা।
Skimming কি?
উত্তর: এক নজর দেখে কোন আর্টিকেলের থীমটা কি তা বুঝা অর্থা কোন বিষয়ের উপর এই আর্টিকেল সেটা আইডেন্টিফাই করা। আরো আইডেন্টিফাই করতে হবে
- Titles
- Sub titles
- Keyword
- Topic Sentences
উত্তর: কোন স্পেশিফিক ইনফোরমেশন খুজে বের করা হল Scanning. যেমন-
- Name
- Number
- Date
প্রশ্ন: ১ টি টাস্ক
নূন্যতম শব্দ: ১৫০ শব্দ লিখতে হবে
টাস্ক
টাস্ক ১: ২০ মিনিটে ১৫০ শব্দ লিখতে হবে একটি ছবি/চার্ট/গ্রাফ বা টেবিল বিশ্লেষন করে।
1. Pie chart - হতে পারে সিঙ্গেল বা মাল্টিপল
2. Line graph - হতে পারে সিঙ্গেল বা মাল্টিপল লাইন গ্রাফ
3. Bar Chart - হতে পারে সিঙ্গেল বা মাল্টিপল বার চার্ট
4. Table - হতে পারে সিঙ্গেল বা মাল্টিপল টেবিল
5. Diagram comparing or Diagram
6. Flow Chart
7. Map
উল্লেখ্য যে Pie chart, Line Graph, Bar Chart, Table এর বর্ণনা লেখার নিয়ম এপকই।
টাস্ক ১ এর প্রস্তুতি:
১. প্রচুর অনুশিলন করতে হবে।
২. কোন একটি মেথড ফলো করতে হবে।
- paraphrase the question
- প্রশ্নে উল্লেখিত Verb, Adverb আর Adjective গুলো অবশ্যই পরিবর্তন করে Synonymy লিখতে হবে
- summary of the most noticeable feature
- overall trend, highest/lowest figure
- অতিরিক্ত তথ্য যুক্ত করা যাবেনা
- কোন নাম্বার যুক্ত করা যাবেনা
3. Body 1 (single graph) - 3 Sentences
a. similar tend or Item 1
b. anomalies or Item 2
টাস্ক ১ লেখার ফরমেট: ডাবল গ্রাফ/চার্ট
- paraphrase the firs question then paraphrase the second question
- প্রশ্নে উল্লেখিত Verb, Adverb আর Adjective গুলো অবশ্যই পরিবর্তন করে Synonymy লিখতে হবে
- summary of the most noticeable feature
- overall trend, highest/lowest figure
- অতিরিক্ত তথ্য যুক্ত করা যাবেনা
- কোন নাম্বার যুক্ত করা যাবেনা
3. Body 1 (double graph) - 3 Sentences
a. similar tend or Chart 1
b. major difference or Chart 2
Body 1 – 5 minutes
Body 2 – 5 minutes
Conclusion – 5 minutes (plus checking)
১. টাস্ক ১ এর জন্য ২০ মিনিট সময় রাখবো।
২. ১৫০ শব্দের বদলে ২০০ শব্দে লিখবো।
৩. কোন কনক্লুশন থাকবেনা।
৪. নিজের অভিমত নয় বরং ফ্যাক্ট কি তা লেখবো।
৫. অভারভিউটা ২য় প্যারা হলে ভাল। অনেক সময় শেষে সময় পাওয়া যায়না।
৬. ভোকাবুলারি এবং স্পেলিং ঠিক থাকতে হবে
৭. Coherence (logical) and cohesion (related) হতে হবে লেখা
৮. পুরোটা ২০ মিনিট নয় বরং ১৫ মিনিটে লেখা শেষ করে সব কিছু পুনরায় চেক করতে হবে
৯. সিম্পল সেনটেন্সের বদলে কমপ্লেক সেইটেন্স ব্যবহার করতে হবে
যেমন: I like pizza. I don’t like mushroom pizza. My favorite is ham and cheese. না লিখে লেখা যায় – I like pizza, except mushroom pizza as my favorite is ham and cheese.
১০. পানচুয়েশন অবশ্যই সঠিক হতে হবে
১১. লেখায় এক শব্দ যাতে একাধিক বার না আসে সেটা খেয়াল রাখতে হবে। সিনোনেইম ইউজ করতে হবে।
১২. প্যাসিভ ভয়েসে সেইনটেন্স ব্যবহার করা যেতে পারে।
১৩. টাস্ক ১ এ টেনসের প্রতি মনযোগ রাখতে হবে।
১. TA (Task Achievement): টাস্ক অ্যাসিভমেন্ট হল কত সুন্দর করে আনসার দেওয়া হয়েছে সেটা। টাস্ক অ্যাসিভমেন্টের মার্ক কাটা হয় যদি-
- Incorrect Analysis
- Reporting Every Details
- Not enough comparison
৩. LR (Lexical Resource): লেখায় ভোকাবুলারি কেমন ব্যবহার করা হয়েছে। একই শব্দ একাধিক বার ব্যবহৃত হয়েছে কিনা।
৪. GRA (Grammar): লেখাতে গ্রামারের রেঞ্জ কেমন। সবগুলো বাক্য একটিভ হলে মার্ক কাটা যেতে পারে। কিছু প্যাসিভ বাক্য লিখতে হবে।
প্রশ্ন: ১টি টাস্ক
নূন্যতম শব্দ: ২৫০ শব্দ লিখতে হবে।
টাস্ক:
৪০ মিনিটে ২৫০ শব্দ দিয়ে ইউনিভার্সাল একটি টপিকের উপর নিজের মতামত/যুক্তি/প্রবলেম-সলুশন নিয়ে একটি Essay লিখতে হবে।
#IELTS #IELTS tips #Basic IELTS #ielts writing task 2 #ielts writing #writing task 2 #writing #writing tips #task 2 tips
টাস্ক ২ প্রশ্ন যা আসতে পারে: সাধারনত ৪ ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়।
১.Discussion (+Opinion)
২.Opinion (agree or disagree)
৩.Problem and solution
৪.Two part Question
টাস্ক ২ এর প্রস্তুতি:
১. প্রচুর অনুশিলন করতে হবে।
২. একটি মডেল ফলো করতে হবে।
মডেল: লিখতে হবে ৪ টি প্যারাগ্রাফে ১৩ টি বাক্য
Introduction – 2 Sentences
Body 1 – 5 sentences
Body 2 – 5 sentences
Conclusion – 1 sentence
টাইম ম্যানেজমেন্ট:
Planning – 10 minutes
Introduction – 5 minutes
Body 1 – 10 minutes
Body 2 – 10 minutes
Conclusion – 5 minutes (plus checking)
পরীক্ষায়
১. টাস্ক ২ এর জন্য ৪০ মিনিট সময় রাখবো।
২. ২৫০ শব্দের বদলে ৩০০ শব্দে লিখবো।
৪. টাস্ক ২ তে ফ্যাক্ট নয় বরং নিজের অভিমত লেখবো।
৫. অবশ্যই কনক্লুশন দিবো কিন্তু কনক্লুশনে নতুন কিছু এড করবোনা।
৬. ভোকাবুলারি এবং স্পেলিং ঠিক থাকতে হবে
৭. Coherence (logical) and cohesion (related) হতে হবে লেখা
৮. পুরোটা ৪০ মিনিট নয় বরং ৩৫ মিনিটে লেখা শেষ করে সব কিছু পুনরায় চেক করতে হবে
৯. সিম্পল সেনটেন্সের বদলে কমপ্লেক সেইটেন্স ব্যবহার করতে হবে
যেমন: I like pizza. I don’t like mushroom pizza. My favorite is ham and cheese. না লিখে লেখা যায় – I like pizza, except mushroom pizza as my favorite is ham and cheese.
১০. পানচুয়েশন অবশ্যই সঠিক হতে হবে
১১. লেখায় এক শব্দ যাতে একাধিক বার না আসে সেটা খেয়াল রাখতে হবে। সিনোনেইম ইউজ করতে হবে।
১২. প্যাসিভ ভয়েসে সেইনটেন্স ব্যবহার করা যেতে পারে।
১৩. টাইম ম্যানেজমেন্ট এবং প্ল্যানিংটা মাষ্ট করতে হবে।
পরীক্ষক যা দেখবে:
১. TA (Task Achievement): টাস্ক অ্যাসিভমেন্ট হল কত সুন্দর করে আনসার দেওয়া হয়েছে সেটা।
২. CC (Coherence & Cohesion): Coherence হচ্ছে বডিটা Logical অর্ডারে সাজানো কিনা আর Cohesion হল লেখাগুলো রিলেটেড কিনা।
৩. LR (Lexical Resource): লেখায় ভোকাবুলারি কেমন ব্যবহার করা হয়েছে। একই শব্দ একাধিক বার ব্যবহৃত হয়েছে কিনা।
৪. GRA (Grammar): লেখাতে গ্রামারের রেঞ্জ কেমন। সবগুলো বাক্য একটিভ হলে মার্ক কাটা যেতে পারে। কিছু প্যাসিভ বাক্য লিখতে হবে।
টাইমি:
পার্ট ১: ৪-৫ মিনিট
পার্ট ২: ৩-৪ মিনিট
পার্ট ৩: ৪-৫ মিনিট
পার্ট ১: ডু ইউ লাইক
পার্ট ১ এ ৪ থেকে ৫ মিনিটের ভিতর প্রশ্ন করবে ১০ থেকে ১১ টি।
প্রশ্নের উপর ভিত্তি করে পার্ট ওয়ানকে আবার ৩ ধরনের প্রশ্ন টাইপে বিভক্ত করা যায়।
প্রথম:
প্রশ্ন করবে: ৩টি
বিষয়: Work, Study, Leaving ইত্যাদি নিয়ে প্রশ্ন করবে।
উদাহরন:
#IELTS #IELTS tips #Basic IELTS #speaking #ielts speaking #ielts speaking tips #speaking e valo korte
দ্বিতীয়:
প্রশ্ন: ৪টি
বিষয়: একটি শর্ট টপিকের উপর প্রশ্ন করবে
উদাহরন:
তৃতীয়:
প্রশ্ন: ৪টি
বিষয়: আরেকটি শর্ট টপিকের উপর প্রশ্ন করবে
উদাহরন:
মেথড:
পার্ট ১ এ প্রশ্ন করবে দ্রুত। আনসারও দিতে হবে দ্রুত। তবে প্রতিটি আনসারের সাথে কারনটা অবশ্যই উল্লেখ থাকতে হবে। যেমন:
Question: What is your favorite color?
Answer: My favorite color is white because white is the color of peace.
উত্তরটা দিয়ে থামতে হবে কনফিডেন্টের সাথে।
পার্ট ২: Q-Card (Question Card)
পার্ট ২ হল ৪ মিনিটের একটি টেষ্ট। যেখানেে একটি Q-card নিতে হবে।
১. Fluency and Coherence -25% mark
২. Vocabulary -25% mark
৩. Grammar -25% mark
৪. Pronunciation -25% mark
- পারলে একবার যেখানে পরীক্ষা হবে সেখান থেকে ঘুরে আসুন।
- অবশ্যই ভাল একটা ঘুম দিন। পরের দিন আপনার IELTS পরীক্ষা সেটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন।
- ঘুম থেকে উঠে অবশ্যই ভাল করে পেট ভরে খাবেন। পারলে ডিম খেয়ে যাবেন। নাহ, ফাজলামো করছিনা।৩ টা টেষ্ট দিতে দিতে আপনি ক্লান্ত হবেন নিশ্চিত। ওখানে কিন্তু খাওয়ার অপশন নাই।
- আরামদায়ক পোষাক পরে যাবেন অবশ্যই।
- স্পিকিং পরীক্ষার দিন সাদা শার্ট এবং কাল পেন্ট পরে যাবেন। মনে রাখবেন ওটা কিন্তু ইন্টারভিউয়ের মত পরীক্ষা।
- এক্সাম সেন্টারে ঘন্টাখানেক পূর্বে গিয়ে হাজির হবেন।
- সাথে করে পেন্সিল নিবেন ২ টা মিনিমাম। পরীক্ষার সেন্টার থেকে আরো ২টা দিবে। যদি পরীক্ষার সেন্টার থেকে ২টা পেন্সিল দেয় তবে আমি কেন আরো নিব? হিসাবটা সহজ। ১টা পেন্সিল লিসেনি; এর জন্য, ১টা রিডিং আর বাকী ২টা রাইটিং এর জন্য। যদি এক্সটা ২টা সাথে নেন তবে শার্পনার ব্যবহার করে সময় নষ্ট করা লাগবেনা।
- লেভেল ছাড়া একটা পানির বোতল গ্লুকোজ মিশিয়ে সাথে রাখবেন। ক্লান্ত হবেন নিশ্চিত। শক্তি পাবেন।
- ঘড়ি নিবেন অবশ্যই যদি ঘড়ি না পরে থাকেন।
- ইরেজার রাখবেন অবশ্যই ১টি।
- পার্সপোর্ট নিবেন
- পেন্সিল নাকি কলম কি দিয়ে লিখবেন। অবশ্যই পেন্সিল দিয়ে লিখুন। তাতে সুবিধা পাবেন। কোন কিছু ভুল হলে সেটা মুছতে পারবেন।
- পানি পান করবেন যত পারেন।কেন করবেন? কারনটা না হয় নাইবা জানলেন।
Correct Answer | Band Score |
39-40 | 9 |
37-38 | 8.5 |
35-36 | 8 |
32-34 | 7.5 |
30-31 | 7 |
26-29 | 6.5 |
23-25 | 6 |
18-22 | 5.5 |
16-17 | 5 |
13-15 | 4.5 |
11-12 | 4 |
Correct Answer | Band Score |
39-40 | 9 |
37-38 | 8.5 |
35-36 | 8 |
33-34 | 7.5 |
30-32 | 7 |
27-29 | 6.5 |
23-26 | 6 |
19-22 | 5.5 |
15-18 | 5 |
13-14 | 4.5 |
10-12 | 4 |
8-9 | 3.5 |
6-7 | 3 |
4-5 | 2.5 |