Tense কাকে বলে? ( What is tense?) মাষ্টার ক্লাস!!!!

 Tense কাকে বলে? ( What is tense?)

কাজ সম্পাদিত হওয়ার সময়কে কাল বা Tense বলে। এককথায় ক্রিয়ার কালকে Tense বলে।
Tense এর বাংলা অর্থ কাল বা সময়,  Tense কে ইংরেজি ভাষার প্রাণ Soul of English language  বলা হয়।  আরও বলা হয় যে, Tense ভালোমত বুঝতে পারলে সে ৮০% ইংরেজিতে কথা বলতে পারবে। তারপর যতবেশি ইংরেজি শব্দভাণ্ডার অর্জন ততই ভাষায় দক্ষা হবে।

Tense প্রধানত তিন প্রকার

  1. Present Tense বা বর্তমান কাল।
  2. Past Tense বা অতীতকাল।
  3. Future Tense বা ভবিষ্যৎ কাল।

1. Present Tense (বর্তমান কাল):

কাজ সম্পাদিত হওয়া যদি বর্তমান সময়ে হয় তবে তাকে Present Tense বলে।

উদাহরণ-

আমি বিদ্যালয়ে যাই = I go to School.
সে স্কুলে যায় = She goes to school.
সে স্কুলে যাচ্ছে = She is going to school.

2.Past Tense ( অতীতকাল):

কাজ যদি অতীত সময়ে সম্পাদিত হয় তবে তাকে Past Tense বলে।

উদাহরণ-
I went. আমি গিয়েছিলাম।
He was going.  সে যাচ্ছিল।
You had gone before I came. আমি আসার পূর্বে তুমি গিয়েছিলে।
They had been going for 2hours. তারা ২ঘন্টা যাবৎ যাচ্ছিল।

3.Future Tense (ভবিষ্যৎ কাল):

কাজ যদি ভবিষ্যৎ সময়ে সম্পাদিত হয় তবে তাকে Future Tense বলে।

উদাহরণ-
I shall go. আমি যাব।
You will be going. তুমি যেতে থাকবে।
He will have gone before me. তুমি আমার আগে গিয়ে থাকবে।
They will have been going for 20 minutes. তারা ২০মিনিট ধরে যেতে থাকবে।প্রতিটি Tense কে আবার চার ভাগে ভাগ করা হয় । সে হিসেবে Tense মোট ১২ প্রকার।  ১২ প্রকার  Tense এর নাম নিম্নে দেওয়া হল-

Parts of Speech কাকে বলে? চেনার উপায়? টেবিল? প্রশ্নটেবিল, প্রতিটির বিস্তারিত আলোচনা এবং Preposition List !!

Verb কী? Verb এর লিস্ট A -Z !!!

১০০০ টি প্রয়োজনীয় ইংরেজি শব্দ !!!

Tense কাকে বলে? ( What is tense?) মাষ্টার ক্লাস!!!!

IELTS ৩ ঘন্টার টেষ্ট এ আপনী কি কি বিষয়ের মুখোমুখি হবেন তার বিস্তিারিত

পাটিগণিত,সূচক, বীজগণিতের সকল সূত্র!!

নবম দশম শ্রেণির সকল PDF বই ফ্রী ডাউনলোড !!!

সাইফুরস pdf

৫টি মজাদার গণিত শেখার pdf বই

চার প্রকার Present Tense :

1.Present Indefinite Tense.বা সাধারণ বর্তমান কাল।
2.Present Continuous Tense বা চলমান বর্তমান কাল।
3.Present Perfect Tenseবা পুরাঘটিত বর্তমান কাল।
4.Present Perfect Continuous Tense বা পুরাঘটিত চলমান বর্তমান কাল।

চার প্রকার Past Tense:

1.Past Indefinite Tense বা সাধারণ অতীত কাল।
2.Past Continuous Tense বা চলমান অতীত কাল।
3.Past Perfect Tense বা পুরাঘটিত অতীত কাল।
4.Past Perfect Continuous Tense বা পুরাঘটিত চলমান অতীত কাল।

চার প্রকার Future Tense:

1.Future Indefinite Tense বা সাধারণ ভবিষ্যৎ কাল।
2.Future Continuous Tense বা চলমান ভবিষ্যৎ কাল।
3.Future Perfect Tense বা পুরাঘটিত ভবিষ্যৎ কাল।
4.Future Perfect Continuous. বা পুরাঘটিত চলমান ভবিষ্যৎ।

তাহলে আমরা জানতে পারলাম মোট Tense হল ১২ প্রকার। এবার আমরা একে একে বাংলায় চেনার উপায়সহ খুব সহজ ভাবে আলোচনা করব। শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে প্রথমে চার প্রকার Indefinite নিয়ে আলোচনা করব।

তিন প্রকার Indefinite Tense হচ্ছেঃ

  1. Present Indefinite Tense বা সাধারণ বর্তমান কাল।
  2. Past Indefinite Tense বা সাধারণ অতীত কাল।
  3. Future Indefinite Tense . বা সাধারণ ভবিষ্যৎ কাল।

Present Indefinite Tense বা সাধারণ বর্তমান কাল: 

যে Tense দ্বারা সাধারণ অভ্যাস বা চিরন্তন সত্য অভ্যাস বর্তমান সময়ে (করা, হওয়া) হওয়া বুঝায় তাকেই Present Indefinite Tense বা সাধারণ বর্তমান কাল বলে।
উদাহরণ –

চাঁদ ওঠে, আমি ঘুমাই, সে প্রতিদিন স্কুলে যায়, তুমি ভাত খাও, সূর্য আলো দেয়, ইত্যাদিবাংলায় চেনার উপায়

বাংলা ক্রিয়ার শেষে  ও/এ/য়/ই ইত্যাদি হয়।
যেমন-
I go to school. আমি স্কুলে যাই=ই
You eat rice. তুমি ভাত খাও=ও
He reads a book.সে বই পড়ে=এ
They sleep late at night. =তারা রাতে দেরিতে ঘুমায়=য়

Sentence Structure ( গঠন প্রণালী):

Sub+verb1+object

বিঃদ্রঃ শুধু Present Indefinite Tense এর ক্ষেত্রে Subject যদি 3rd Person singular number হয় এবং Verb এর শেষ Letter এ যদি O/SS/SH/X হয় তবে, Verb এর শেষে es হয়, অন্যথায় s হয়।
উদাহরণ –
He goes = o হয়েছে।
He reads=ss/sh/o/x হয়নি।

এভাবে নিজে নিজে বাংলা অর্থসহ Strong verb আর Weak verb গুলি খাতায় লিখ।

Past Indefinite Tense বা সাধারণ অতীত কালঃ

সাধারণত অতীতকালের কোনো অভ্যাসগত বা অতীতকালে কোনো কাজ হয়েছিল বোঝাতে Past Indefinite Tense বা সাধারণ অতীত কাল হয়।
উদাহরণ –

আমি আগে সময় মত স্কুলে যেতাম, আমি খেয়েছিলাম, তুমি পড়েছিলে, সে ঘুমিয়েছিল,  ইত্যাদি।

বাংলায় চেনার উপায়ঃ 
বাংলা ক্রিয়ার শেষে…  এছিল/এছিলে/এছিলাম ইত্যাদি হয়।

যেমন –
I went to school. আমি স্কুলে গিয়েছিলাম=এছিলাম
He ate rice.সে ভাত খেয়েছিল=এছিল
You gave me a book.তুমি আমাকে একটি বই দিয়েছিলে=এছিলে

গঠন প্রণালী (Sentence Structure) :
Sub+Verb2+Object +Extension

I gave you a book.  উক্ত বাক্যে I হচ্ছে Subject এবং Gave হচ্ছে verb এর দ্বিতীয় রুপ, আর you হচ্ছে object আর a book হচ্ছে Extension.

Future Indefinite Tense . বা সাধারণ ভবিষ্যৎ কালঃ

যে ক্রিয়া পরে বা ভবিষ্যতে সাধারণভাবে সংঘটিত হবে, তার কালকে ( Future Indefinite Tense ) সাধারণ ভবিষ্যৎ কাল বলা হয়.।

বাংলায় চেনার উপায়

বাংলা ক্রিয়ার শেষে ব/বে/বে ইত্যাদি থাকবে।
যেমন-

সে যাবে, তুমি যাবে, আমি যাব, আমি খাব, তুমি পড়বে, সে মারবে ইত্যাদি।

গঠন প্রণালী ( Sentence Structure) :

Subject +Shall/will+V1+Extension

উদাহরণ-
I shall go to school. আমি স্কুলে যাব
You will eat rice. তুমি ভাত খাবে।
She will read the book. সে বইটি পড়বে।

বিঃদ্রঃ –  Subject যদি 1st person হয় তবে সাধারণত Shall হয়, আর বাকী  সময় will হয়।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা তিনটি Tense নিয়ে আলোচনা করেছি-
সেগুলো হচ্ছে—-
1.Present Indefinite
2.Past Indefinite
3.Future Indefinite


  • ১)Present continuous Tense. চলমান বর্তমান কাল ।
  • ২)Past continuous Tense . চলমান অতীত কাল।
  • ৩)Future continuous tense. চলমান ভবিষ্যৎ কাল।

2) Present continuous. চলমান বর্তমান কাল ।

যে টেনস দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে বুঝায় তাকে Present continuous Tense (চলমান বর্তমান কাল) বলে।
যেমন,
সে খাচ্ছে, আমি যাচ্ছি, তুমি পড়ছ, তারা ঘুমাচ্ছে। আমরা দৌড়াচ্ছি। রতন লিখছে। রিয়া বসছে। তুমি পরিকল্পনা করছো। আমি ফেইসবুক ব্যবহার করছি। তুমি রান্না করছো। সে জল পান করছে। তোমরা হাটছো।

বাংলায় চেনার উপায়

বাংলায় present continuous Tense চেনার উপায়- উপরের উদাহরণ গুলোর ভালো ভাবে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বাংলায় প্রতিটি  বাক্যের শেষে চ্ছো/ চ্ছে/ চ্ছি/ বা ছো/ ছে/ ছি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি বাংলায় এরকম থাকলে ইংরেজি Present continuous Tense হবে। অর্থাৎ চলমান বর্তমান কাল চেনার উপায় হচ্ছে শেষে উপরে উল্লেখিত শব্দগুচ্ছ হওয়া।
আমরা এবার আরো সহজ করে বুঝার জন্য নিচের উদাহরণ এর দিকে লক্ষ্য করি।
I am writing a letter. আমি একটি চিঠি লিখছি- ছি
He is eating rice. সে ভাত খাচ্ছে-চ্ছে
You are going to school. তুমি স্কুলে যাচ্ছো-চ্ছো

গঠন প্রণালীঃ

Present Continuous এর গঠন প্রণালী (Sentence structure) –Subject+am/are/is +verb+ing+extension

I am writing a letter. আমি একটি চিঠি লিখছি।
 এই বাক্যে I হচ্ছে subject আর Am হচ্ছে Auxiliary verb আর write ভার্ব এর সাথে ing যুক্ত হয়েছে। আর extension হিসেবে আছে a letter.
বিঃদ্রঃ
বাক্যের সাবজেক্ট এর উপর ভিত্তি করে অক্সিলিয়ারি (সাহায্যকারী) verb পরিবর্তন হবে। অর্থাৎ সাবজেক্ট যদি 1st person (I,we) হয় তাহলে I এর জন্য Am হবে আর we হলে are হবে। বাকী person গুলোতে একবচন ও বহুবচনের উপর ভিত্তি করে কখনো is আবার কখনো are হবে। যেমন,
  1. He is reading.
  2. They are reading.
  3. We are reading.
  4. I am reading.

২) Past continuous Tense. চলমান অতীত কাল।

যা দ্বারা অতীত কালে কোনো কাজ চলছিল হা হচ্ছিল বুঝায় তাকে Past continuous Tense (চলমান অতীত কাল) বলে।
যেমন,
সে যাচ্ছিল। সে খাচ্ছিল। সে বসছিল। তারা ঘুমাচ্ছিল। আমরা পড়ছিলা। তোমরা খেলছিলে। আমরা রান্না করছিলাম। ইত্যাদি

চেনার উপায়

বাংলায় Past Continuous Tense চেনার উপায় হল -সাধারণত চলমান অতীত কালে বাংলায় বাক্যের শেষে চ্ছিল/চ্ছিলে/ চ্ছিলাম বা ছিল/ ছিলে/ ছিলাম থাকে।

যেমন,
He was going. সে যাচ্ছিল- চ্ছিল
They were cooking. তারা রান্না করছিল- ছিল
I was reading. আনি পড়ছিলাম-ছিলাম
We are running. আমরা দৌড়াচ্ছিলাম-চ্ছিলাম
আমরা দেখতে পেলাম সাধারণত বাংলায় Past continuous Tense এর শেষে উল্লেখিত শব্দগুচ্ছ হয়ে থাকে।

গঠন প্রণালীঃ

ইংরেজিতে Past continuous Tense দিয়ে বাক্য তৈরি করার কৌশল-

Sentence structure
Subject + was/were+verb+ing+extension
যেমন,
  1. I was reading book.
  2. We were writing letter.
  3. He was walking.
  4. They were cooking.
এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি বাক্যের শুরুতে সাবজেক্ট I/We/He/they ইত্যাদি। তারপর Was/ were. তারপর verb +ing +extension. সাবজেক্ট অনুযায়ী was/ were হবে। অর্থাৎ সাবজেক্ট একবচন হলে was আর বহুবচন হলে were হবে।

2)Future continuous Tense (চলমান ভবিষ্যৎ কাল)

যা দ্বারা ভবিষ্যৎ কালে কোনো কাজ করা হতে থাকবে বোঝায় তাকে Future continuous Tense ( চলমান ভবিষ্যৎ কাল) বলে।
যেমন,
আমরা খেতে থাকব, তারা যেতে থাকব, সে বলতে থাকবে, তোমরা চলতে থাকবে, আমরা খেতে থাকব, তোমরা পড়তে থাকবে, সে লিখতে থাকবে। ইত্যাদি

চেনার উপায়

বাংলায় Future continuous Tense চেনার উপায়- সাধারণত বাংলায় বাক্যের শেষে,  ব/বে থাকে।

যেমন,
He will be going. সে যেতে থাকবে-বে
I shall be writing. আমি লিখতে থাকব-ব
They will be calling. সে ডাকতে থাকবে-বে
We shall be reading. আমরা পড়তে থাকব-ব

বাক্য গঠন করার নিয়ম

ইংরেজিতে Future Continuous Tense বাক্য তৈরি করার কৌশল-

Sentence structure

Subject +shall be/ will be + read+ing + extension.
যেমন,
  • He will be reading.
  • I shall be going.
  • You will be writing.
এখানে he/I/You হচ্ছে সাবজেক্ট। তবে একটি কথা মনে রাখতে হবে। সাধারণত সাবজেক্ট যদি 1st person হয় তাহলে Shall be হয় আর অন্য পারসন হলে will be হয়।

Affirmative Declarative Sentence:

Declarative বা বর্ণনা সূচক বাক্যে চার রকম tense ব্যবহারকরা যেতে পারে।

  1. Rule 1 type tense.
  2. Rule 2 type tense.
  3. Rule 3 type tense.
  4. Rule 4 type tense.

উপরের ৪ প্রকার tense এর বিবরণ নীচে দেওয়া হল-

Rule 1 type tense:



Affirmative Declarative Sentence (Rule 1):

এই ধরণের tense এ main verb ও তার চারটি ভাগের ব্যবহার করা হয়, তারা যথাক্রমে auxiliary verb দের সাথে যুক্ত হয়ে বাক্য গঠন করে। এই ধরনের tense এ subject প্রধান ভূমিকা পালন করে। যে কোন ব্যাকের সরাসরি বর্ণনা করা rule 1 type tense এর একটি বৈশিষ্ট্য। নীচে tense এর বক্সটি লক্ষ্য করো-

Rule 1 type tense with do verbPresentPastFuture
Indefinite/SimpleDo/Does

করি

Did

করেছিলাম

Will + do

করব

ContinuousAm/is/are + doing

করছি

Was/were + doing

করছিলাম

Will + be + doing

করতে থাকবো

PerfectHave/has + done

করেছি

Had + done

করেছিলাম

Will + have +done

করে থাকব/রাখব

Perfect ContinuousHave/has + been +doing

করছি

Had + been + doing

করছিলাম

Will + have + been + doing

করতে থাকবো

নীচে একটি বক্স দেওয়া হয়েছে যেটি তোমাদের বুঝতে সুবিধা করবে যে কোন subject এর পরে কোন auxiliary বসবে।

first personIhave, am, was
Wehave, are, were
Second personYouhave, are, were
Third personHe /She /It /any singular name like Ram, child, boy, pen etc.has, is, was
They and any plural name like children, boys, pens, flowers etc.have, are, were
After modal auxiliarieswill, would, shall, should, can, could, may, might etchave, be , main verb’s 1st form

Subject কে “I ,he ও you”ধরে যদি rule 1 type tense এর দ্বারা বাক্য তৈরি করি তাহলে তা কিরকম হবেতা নীচে present, past ও future box এ আলাদা করে দেওয়া হয়েছে।

Rule 1 type tense

 with do verb

Present
Indefinite/SimpleI do- আমি করি।

He does- সে করে।

You do- তুমি করো।

ContinuousI am doing- আমি করছি।

He is doing- সে করছে।

You are doing- তুমি করছ।

PerfectI have done- আমি করেছি।

He has Done- সে করেছে।

You have done- তুমি করেছ।

Perfect ContinuousI have been doing- আমি করছি।

He has been doing- সে করছে।

You have been doing- তুমি করছ।

এখানে লক্ষ্য করার মত ঘটনাটি হল “I do”হয়েছে কিন্তু “he does”হয়েছে, আবার “you do”হয়েছে।

Rule 1 type tense

 with do verb

Past
Indefinite/SimpleI did- আমি করেছিলাম।

He did- সে করেছিল।

You did- তুমি করেছিলে।

ContinuousI was doing- আমি করছিলাম।

He was doing- সে করছিল।

You were doing- তুমি করছিলে।

PerfectI had done- আমি করেছিলাম।

He had done- সে করেছিল।

You had done- তুমি করেছিলে।

Perfect ContinuousI had been doing- আমি করছিলাম।

He had been doing- সে করছিল।

You had been doing- তুমি করছিলে।

Rule 1 type tense

 with do verb

Future
Indefinite/SimpleI will do- আমি করবো।

He will do- সে করবে।

You will do- তুমি করবে।

ContinuousI will be doing- আমি করতে থাকবো।

He will be doing- সে করতে থাকবে।

You will be doing- তুমি করতে থাকবে।

PerfectI will have done- আমি করে রাখবো।

He will have Done- সে করে রাখবে।

You will have done- তুমি করে রাখবে।

Perfect ContinuousI will have been doing- আমি করতে থাকবো।

He will have been doing- সে করতে থাকবে।

You will have been doing- তুমি করতে থাকবে।

আমি আগেই বলেছি যে ইংরেজি খুব সহজ ভাষা, তার প্রমাণ এখনই পাবে। নীচে কিছু verb এর formsদেওয়া হল।

Main VerbsPresentPastPast ParticiplePresent Participle
DoDo/DoesDidDoneDoing
GoGo/GoesWentGoneGoing
SingSing/SingsSangSungSinging
DrinkDrink/DrinksDrankDrunkDrinking
SeeSee/SeesSawSeenSeeing
FlyFly/FliesFlewFlownFlying

এখন তোমাকে ঠিক উপরে যে ভাবে আমি do দিয়ে tense এর chartটি ও “I”,“He”,”You”  দিয়ে বাক্যগুলি দেখিয়েছি তোমাকেও তাই করতে হবে। এটি খুব সহজ। তোমাকে খালি main verb এর form গুলি বদলাতে হবে। যেমন যেখানে যেখানে do আছে সেখানে go বসাবে, যেখানে যেখানে does আছে সেখানে goes বসাবে, যেখানে did আছে সেখানে went বসাবে। বক্সটি লক্ষ্য করো do verb এর নীচে নীচে go verb এর form গুলি দেওয়া আছে। আর সাথে সাথে মানে গুলোও বদলাতে হবে। যেমন করি থেকে যায়, করছি থেকে যাচ্ছি, করেছি থেকে গিয়েছি, করছিলাম থেকে যাচ্ছিলাম, করেছিলাম থেকে গিয়েছিলাম। কয়েকটি আমি করে দিলাম সুবিধার জন্য।

Rule 1 type tense with go verbPresentPastFuture
Indefinite/Simplego/goes

যাই।

Continuouswas/were going

যাচ্ছিলাম।

Perfectwill have gone

গিয়ে থাকবো।

Perfect Continuoushave/has been going

যাচ্ছি।

Rule 1 type tense

 with go verb

Present
Indefinite/SimpleI go- আমি যায়।

He goes-সে যায়।

You go- তুমি যাও।

Continuous
Perfect
Perfect ContinuousI have been going- আমি যাচ্ছি।

He has been going- সে যাচ্ছে।

You have been going- তুমি যাচ্ছ।

Rule 1 type tense

 with go verb

Past
Indefinite/Simple
ContinuousI was going- আমি যাচ্ছিছিলাম।

He was going- সে যাচ্ছিল।

You were going- তুমি যাচ্ছিলে।

Perfect
Perfect Continuous
Rule 1 type tense

 with go verb

Future
Indefinite/Simple
Continuous
PerfectI will have gone- আমি গিয়ে থাকবো।

He will have gone- সে গিয়ে থাকবে।

You will have gone- তুমি গিয়ে থাকবে।

Perfect Continuous

এবার sing verb দিয়ে একই ভাবে বক্সগুলি পূরণ করে দেখাও, sing verb এর form গুলি উপরে Do, go verb এর নীচের লাইনে দেওয়া রয়েছে।

Rule 1 type tense with sing verbPresentPastFuture
Indefinite/Simple
Continuous
Perfect
Perfect Continuous
Rule 1 type tense

 with sing verb

Present
Indefinite/Simple
Continuous
Perfect
Perfect Continuous
Rule 1 type tense

 with sing verb

Past
Indefinite/Simple
Continuous
Perfect
Perfect Continuous
Rule 1 type tense

 with sing verb

Future
Indefinite/Simple
Continuous
Perfect
Perfect Continuous

এবার তুমি কিন্তু অবশ্যয় drink, see ও fly verb দিয়ে একই ভাবে ইংরেজি খাতায় বক্স টেনে অভ্যাস করে তোমার স্যারকে দিয়ে মিলিয়ে নিও যে তুমি ঠিক করলে কিনা।

Let’s translate some sentences 

Present IndefiniteSubjectVerb
আমি করিIdo.
সে করেHedoes.
তুমি করYoudo.
সূর্য ওঠেThe sunrises.
হাওয়া বয়Windblows.
রাম হাঁটেRamwalks.
মা রান্না করেনMothercooks.
তারা কথা বলেTheytalk.
পাখিরা ওড়েBirdsfly.
তুমি পড়াশুনা করYoustudy.

Fill in the blanks with present continuous tense:

Present ContinuousSubjectTense
Auxiliary verbMain verb
আমি করছিIamdoing
সে করছেHeisdoing
তুমি করছYouaredoing
সূর্য উঠছেThe sun
হাওয়া বয়ছেWind
রাম হাঁটছেRam
মা রান্না করছেনMother
তারা কথা বলছেThey
পাখিরা উড়ছেBirdsflying
তুমি পড়াশুনা করছYoustudding

Fill in the blanks with present perfect tense:

Present PerfectSubjectTense
Auxiliary verbMain verb
আমি করেছিIhavedone
সে করেছেHehasdone
তুমি করেছোYou
সূর্য উঠেছেThe sun
হাওয়া বয়েছেWind
রাম হেঁটেছেRam
মা রান্না করেছেনMother
তারা কথা বলেছেThey
পাখিরা উড়েছেBirds
তুমি পড়াশুনা করেছেYouhavestudied

Fill in the blanks with present perfect continuous tense:

Present Perfect ContinuousSubjectTense
Auxiliary 1Auxiliary 2Main verb
আমি করছিIhavebeendoing.
সে করছে
তুমি করছ
সূর্য উঠছে
হাওয়া বয়ছে
রাম হাঁটছেRamhasbeenwalking.
মা রান্না করছেন
তারা কথা বলছে
পাখিরা উড়ছে
তুমি পড়াশুনা করছ
Past IndefiniteSubjectVerb
আমি করেছিলামIdid.
সে করেছিল
তুমি করেছিলে
সূর্য উঠেছিলো
হাওয়া বয়েছিল
রাম হেঁটেছিল
মা রান্না করেছিলোMothercooked.
তারা কথা বলেছিলTheytalked.
পাখিরা উরেছিল
তুমি পড়াশুনা করেছিলো
Past ContinuousSubjectTense
Auxiliary verbMain verb
আমি করছিলাম
সে করছিল
তুমি করছিলে
সূর্য উঠছিলThe sunwasrising
হাওয়া বয়ছিল
রাম হাঁটছিল
মা রান্না করছিল
তারা কথা বলছিলTheyweretalking
পাখিরা উরছিল
তুমি পড়াশুনা করছিলে
Past PerfectSubjectTense
Auxiliary verbMain verb
আমি করেছিলামIhaddone
সে করেছিলHehaddone
তুমি করেছিলে
সূর্য উঠেছিলো
হাওয়া বয়েছিল
রাম হেঁটেছিল
মা রান্না করেছিলো
তারা কথা বলেছিল
পাখিরা উরেছিল
তুমি পড়াশুনা করেছিলো
Past Perfect ContinuousSubjectTense
Auxiliary 1Auxiliary 2Main verb
আমি করছিলামIhadbeendoing.
সে করছিল
তুমি করছিলে
সূর্য উঠছিল
হাওয়া বয়ছিল
রাম হাঁটছিলRamhadbeenwalking.
মা রান্না করছিল
তারা কথা বলছিল
পাখিরা উরছিল
তুমি পড়াশুনা করছিলে
Future IndefiniteSubjectTense
AuxiliaryVerb
আমি করবIwilldo.
সে করবে
তুমি করবে
সূর্য উঠবে
হাওয়া বইবে
রাম হাঁটবেRamwillwalk.
মা রান্না করবেন
তারা কথা বলবে
পাখিরা উড়বেBirdswillfly.
তুমি পড়াশুনা করবে
Future ContinuousSubjectTense
Auxiliary 1Auxiliary 2Verb
আমি করতে থাকবোIwillbedoing.
সে করতেথাকবে
তুমি করতে থাকবে
সূর্য উঠতে থাকবে
হাওয়া বইতে থাকবে
রাম হাঁটতে থাকবেRamwillbewalking.
মা রান্না করতে থাকবে
তারা কথা বলতে থাকবে
পাখিরা উড়তে থাকবেBirdswillbeflying.
তুমি পড়াশুনা করতে থাকবে
Future PerfectSubjectTense
Auxiliary 1Auxiliary 2Verb
আমি করে থাকবোIwillhavedone
সে করে থাকবে
তুমি করে থাকবে
সূর্য উঠে থাকবে
হাওয়া বয়ে থাকবে
রাম হেটে থাকবেRamwillhavewalked
মা রান্না করে থাকবে
তারা কথা বলে থাকবে
পাখিরা উড়ে থাকবেBirdswillhaveflown.
তুমি পড়াশুনা করে থাকবে
Future Perfect ContinuousSubjectTense
Aux 1Aux 2Aux 3Verb
আমি করতে থাকবোIwillhavebeendoing.
সে করতে থাকবে
তুমি করতে থাকবে
সূর্য উঠতে থাকবে
হাওয়া বইতে থাকবে
রাম হাঁটতে থাকবেRamwillhavebeenwalking.
মা রান্না করতে থাকবে
তারা কথা বলতে থাকবে
পাখিরা উড়তে থাকবেBirdswillhavebeenflying.
তুমি পড়াশুনা করতে থাকবে
Present IndefiniteSubjectVerbExtras
আমি কাজ করিIdowork.
সে ছাত্র পড়াই
বালকেরা মাঠে ফুটবল খেলে
রঞ্জন বাবু আমাদের ইংলিশ পড়ান
আমরা ইংলিশ পড়ি
মা বাজারে যান
বাবা দোকানে যান
ভাই কলেজে পড়ে
বালকটি দ্রুত দৌড়াই
আমি বন্ধুকে ধার দি
Present ContinuousSubjectTenseExtras
AuxMain verb
আমি কাজ করছিIamdoingwork.
সে ছাত্র পড়াচ্ছে
বালকেরা মাঠে ফুটবল খেলছে
রঞ্জন বাবু আমাদের ইংলিশ পড়াচ্ছেন
আমরা ইংলিশ পড়ছি
মা বাজারে যাচ্ছেন
বাবা দোকানে যাচ্ছেন
ভাই কলেজে পড়ছে
বালকটি দ্রুত দৌড়াচ্ছে
আমি বন্ধুকে ধার দিচ্ছি

Fill in the blanks with present perfect tense:

Present PerfectSubjectTenseExtras
AuxMain verb
আমি কাজ করেছিIhavedonework.
সে ছাত্র পড়িয়েছে
বালকেরা মাঠে ফুটবল খেলেছে
রঞ্জন বাবু আমাদের ইংলিশ পড়িয়েছেন
আমরা ইংলিশ পড়েছি
মা বাজারে গিয়েছেন
বাবা দোকানে গিয়েছেন
ভাই কলেজে পড়েছে
বালকটি দ্রুত দৌড়েছে
আমি বন্ধুকে ধার দিয়েছি

Fill in the blanks with present perfect continuous tense:

Present Perfect ContinuousSubjectTenseExtras
Aux1Aux 2M verb
আমি কাজ করছিIhavebeendoingwork
সে ছাত্র পড়াচ্ছে
বালকেরা মাঠে ফুটবল খেলছে
রঞ্জন বাবু আমাদের ইংলিশ পড়াচ্ছেন
আমরা ইংলিশ পড়ছি
মা বাজারে যাচ্ছেন
বাবা দোকানে যাচ্ছেন
ভাই কলেজে পড়ছে
বালকটি দ্রুত দৌড়াচ্ছে
আমি বন্ধুকে ধার দিচ্ছি
Past IndefiniteSubjectVerbExtras
আমি কাজ করেছিলামIdidwork
সে ছাত্র পড়িয়েছিল
বালকেরা মাঠে ফুটবল খেলেছিলাম
রঞ্জন বাবু আমাদের ইংলিশ পড়িয়েছিলেন
আমরা ইংলিশ পড়েছিলাম
মা বাজারে গিয়েছিলেন
বাবা দোকানে গিয়েছিল
ভাই কলেজে পড়েছিল
বালকটি দ্রুত দৌড়েছিল
আমি বন্ধুকে ধার দিয়েছিলাম
Past ContinuousSubjectTense
Aux verbM verbExtras
আমি কাজ করছিলামIwasdoingwork
সে ছাত্র পড়াচ্ছিল
বালকেরা মাঠে ফুটবল খেলছিল
রঞ্জন বাবু আমাদের ইংলিশ পড়াচ্ছিলেন
আমরা ইংলিশ পড়ছিলাম
মা বাজারে যাচ্ছিলেন
বাবা দোকানে যাচ্ছিলেন
ভাই কলেজে পড়ছিল
বালকটি দ্রুত দৌড়াচ্ছিল
আমি বন্ধুকে ধার দিচ্ছিলাম
Past PerfectSubjectTense
Aux verbM verbExtras
আমি কাজ করেছিলামIhaddonework
সে ছাত্র পড়িয়েছিল
বালকেরা মাঠে ফুটবল খেলেছিলাম
রঞ্জন বাবু আমাদের ইংলিশ পড়িয়েছিলেন
আমরা ইংলিশ পড়েছিলাম
মা বাজারে গিয়েছিলেন
বাবা দোকানে গিয়েছিল
ভাই কলেজে পড়েছিল
বালকটি দ্রুত দৌড়েছিল
আমি বন্ধুকে ধার দিয়েছিলাম
Past Perfect ContinuousSubjectTense
Aux1Aux2M verbExtras
আমি কাজ করছিলামIhadbeendoingwork
সে ছাত্র পড়াচ্ছিল
বালকেরা মাঠে ফুটবল খেলছিল
রঞ্জন বাবু আমাদের ইংলিশ পড়াচ্ছিলেন
আমরা ইংলিশ পড়ছিলাম
মা বাজারে যাচ্ছিলেন
বাবা দোকানে যাচ্ছিলেন
ভাই কলেজে পড়ছিল
বালকটি দ্রুত দৌড়াচ্ছিল
আমি বন্ধুকে ধার দিচ্ছিলাম
Future IndefiniteSubjectTense
AuxVerbExtras
আমি কাজ করবIwilldowork
সে ছাত্র পড়াবে
বালকেরা মাঠে ফুটবল খেলবে
রঞ্জন বাবু আমাদের ইংলিশ পড়াবেন
আমরা ইংলিশ পড়ব
মা বাজারে যাবেন
বাবা দোকানে যাবেন
ভাই কলেজে পড়বে
বালকটি দ্রুত দৌড়াবে
আমি বন্ধুকে ধার দিব
Future ContinuousSubjectTense
Aux1Aux2VerbExtras
আমি কাজ করতে থাকবোIwillbedoingwork
সে ছাত্র পড়াতে থাকবে
বালকেরা মাঠে ফুটবল খেলতে থাকবে
রঞ্জন বাবু আমাদের ইংলিশ পড়াতে থাকবেন
আমরা ইংলিশ পড়তে থাকবো
মা বাজারে যেতে থাকবেন
বাবা দোকানে যেতে থাকবেন
ভাই কলেজে পড়তে থাকবে
বালকটি দ্রুত দৌড়াতে থাকবে
আমি বন্ধুকে ধার দিতে থাকবে
Future PerfectSubjectTense
Aux1Aux2M VerbExtras
আমি কাজ করে থাকবোIwillhavedonework
সে ছাত্র পড়িয়ে থাকবে
বালকেরা মাঠে ফুটবল খেলে থাকবে
রঞ্জন বাবু আমাদের ইংলিশ পড়িয়ে থাকবেন
আমরা ইংলিশ পড়ে থাকবো
মা বাজারে গিয়ে থাকবেন
বাবা দোকানে গিয়ে থাকবেন
ভাই কলেজে পড়ে থাকবে
বালকটি দ্রুত দৌড়ে থাকবে
আমি বন্ধুকে ধার দিয়ে থাকবো
Future Perfect ContinuousSubjectTense
Aux1Aux2Aux3M VerbExtras
আমি কাজ করতে থাকবোIwillhavebeendoingwork
সে ছাত্র পড়াতে থাকবে
বালকেরা মাঠে ফুটবল খেলতে থাকবে
রঞ্জন বাবু আমাদের ইংলিশ পড়াতে থাকবেন
আমরা ইংলিশ পড়তে থাকবো
মা বাজারে যেতে থাকবেন
বাবা দোকানে যেতে থাকবেন
ভাই কলেজে পড়তে থাকবে
বালকটি দ্রুত দৌড়াতে থাকবে
আমি বন্ধুকে ধার দিতে থাকবে
A sentence has two parts subject and predicate. But we can divide a predicate into several parts.
Affirmative sentence structure
SubjectPredicate
SubTenseExtras
Aux1Aux2Aux3M VerbObjectComplement
Ido
Bengali meaningআমি করি।
Iamdoing
Bengali meaningআমি করছি।
Ihavedone
Bengali meaningআমি করেছি।
Ihavebeendoing
Bengali meaningআমি করছি।
Idid
Bengali meaningআমি করেছিলাম।
Iwasdoing
Bengali meaningআমি করছিলাম।
Ihaddone
Bengali meaningআমি করেছিলাম।
Ihadbeendoing
Bengali meaningআমি করছিলাম।
Iwilldo
Bengali meaningআমি করবো।
Iwillbedoing
Bengali meaningআমি করতে থাকবো।
Iwillhavedone
Bengali meaningআমি করে থাকবো।
Iwillhavebeendoing
Bengali meaningআমি করতে থাকবো।

নীচের বক্সে English sentence গুলির সঠিক বাংলা বাক্য লেখো। সুবিধার জন্য উপরের বক্সটি দেখতে পারো। যেমন করি থেকে খেলি, করছি থেকে খেলছি, করেছি থেকে খেলেছি, করেছিলাম থেকে খেলেছিলাম, করবো থেকে খেলবো এই ভাবে মিলিয়ে মিলিয়ে করতে হবে। আবার আমি করি হয় কিন্তু সে করে হবে, আমরা করি হয় কিন্তু তারা করে হবে। একই ভাবে আমি খেলি হয় কিন্তু সে খেলে, আমরা খেলি কিন্তু তারা খেলে হবে।

Affirmative sentence structure
SubjectPredicate
SubTenseExtras
Aux1Aux2Aux3M VerbObjectComplement
weplayfootball
Bengali meaningআমরা ফুটবল খেলি।
weareplayingfootball
Bengali meaningআমরা ফুটবল
wehaveplayedfootball
Bengali meaning
wehavebeenplayingfootball
Bengali meaning
weplayedfootball
Bengali meaning
wewereplayingfootball
Bengali meaning
wehadplayedfootball
Bengali meaning
wehadbeenplayingfootball
Bengali meaning
wewillplayfootball
Bengali meaning
wewillbeplayingfootball
Bengali meaning
wewillhaveplayedfootball
Bengali meaning
wewillhavebeenplayingfootball
Bengali meaning

সঠিক ভাবে m verb এর যায়গায়see verb এর form গুলি sentence গুলির মধ্যে বসাও। বাংলা বাক্যগুলি দেওয়া হল।

Affirmative sentence structure
SubjectPredicate
SubTenseExtras
Aux1Aux2Aux3M VerbObjectComplement
Youa picture
Bengali meaningআমি একটি ছবি দেখি।
Youarea picture
Bengali meaningআমি একটি ছবি দেখছি।
Youhavea picture
Bengali meaningআমি একটি ছবি দেখেছি।
Youhavebeena picture
Bengali meaningআমি একটি ছবি দেখছি।
Youa picture
Bengali meaningআমি একটি ছবিদেখেছিলাম।
Youwerea picture
Bengali meaningআমি একটি ছবি দেখছিলাম।
Youhada picture
Bengali meaningআমি একটি ছবি দেখেছিলাম।
Youhadbeena picture
Bengali meaningআমি একটি ছবি দেখছিলাম।
Youwilla picture
Bengali meaningআমি একটি ছবি দেখব।
Youwillbea picture
Bengali meaningআমি একটি ছবি দেখতে থাকবো।
Youwillhavea picture
Bengali meaningআমি একটি ছবি দেখে থাকবো।
Youwillhavebeena picture
Bengali meaningআমি একটি ছবি দেখতে থাকবো।
Subject = He

Verb = Find

Object = a book

আমাদের subject, verb, object দিয়ে দেওয়া হয়েছে। তা দিয়ে আমদের ইংরেজি ও বাংলা বাক্য তৈরি করতে হবে। subject ও objectআমাদের বদলানোর প্রয়োজন নেই। আমাদের শুধু সঠিক auxiliaries এর সাথে সঠিক verb এর form বসিয়ে সঠিক বাংলা বাক্য লিখে দেখাতে হবে। আমরা উপরের বক্সগুলি থেকে সাহায্য নিতে পারি।
SubjectPredicate
SubTenseExtras
Aux1Aux2Aux3M VerbObjectComplement
Hefindsa book
এখানে he এর পরে finds বসেছে। আমাদের মনে রাখতে হবে যে he, she, it, Ram, boy or any singular nameঅর্থাৎ 3rd person singular number এর ক্ষেত্রে present indefinite tense এ verb এর সাথে s/es যোগ হয়।
Bengali meaning
Hea book
Bengali meaning
Hea book
Bengali meaning
Hea book
Bengali meaning
Hea book
Bengali meaning
Hea book
Bengali meaning
Hea book
Bengali meaning
Hea book
Bengali meaning
Hea book
Bengali meaning
Hea book
Bengali meaning
Hea book
Bengali meaning
Hea book
Bengali meaning
Subject = Ram

Verb = think

Object = about his dream

SubjectPredicate
SubTenseExtras
Aux1Aux2Aux3M VerbObjectComp
Ramabout his dream
Bengali meaning
Ramabout his dream
Bengali meaning
Ramabout his dream
Bengali meaning
Ramabout his dream
Bengali meaning
Ramabout his dream
Bengali meaning
Ramabout his dream
Bengali meaning
Ramabout his dream
Bengali meaning
Ramabout his dream
Bengali meaning
Ramabout his dream
Bengali meaning
Ramabout his dream
Bengali meaning
Ramabout his dream
Bengali meaning
Ramabout his dream
Bengali meaning

Rule 2 type tense:

Affirmative Declarative Sentence (Rule 2):

এই ধরণের tense এ main verb এর ৩ নম্বর form এর ব্যবহার প্রতিক্ষেত্রে করা হয়ে থাকে। present, past ও past participle form এর ব্যবহার করা হয় না। যেমন do verb এর ক্ষেত্রে শুধু done form এরই ব্যবহার করা হয় কিন্তু do/does/did/doing এর ব্যবহার করা হয় না। tense এর এই নিয়মে be auxiliaries দের গুরুত্ব do অথবা main verb এর তুলনায় বেশি। খুব সহজেই rule 1 type tense থেকে rule 2 type tense কে তৈরি করা সম্ভব। এই ধরনের tense এ কর্তা/subject প্রধান ভূমিকা পালন করে না, যদি কোন subject বাক্যে থাকে তবে তাকে by subject করে বাক্যের শেষে বসাতে হয়। Object sentence এ মুখ্য ভূমিকা পালন করে। এই ধরণের বাক্যকে passive sentence বলা হয়। Object ছাড়া সাধারণত rule 2 type sentence এর ব্যবহার দেখা না গেলেও object ছাড়া rule 2 type sentence থাকে যাদের quasi passive sentence বলা হয়ে থাকে। rule 1 type sentence কে active sentence বলা হয়।আমরা rule 1 type tense কে যখন rule 2 type tense এ পরিণত করা হয় তখন তাকে voice change বলা হয়। যে কোন বাক্যকে ঘুড়িয়ে বা passively বর্ণনা করা rule 2 type tense এর একটি বৈশিষ্ট্য। নীচে বক্সটি লক্ষ্য করো-

Rule 1 type tense
PresentPastFuture
IndefiniteDo/Does

করি/করে

Did

করেছিলাম/করেছিল

Will do

করব/করবে

Rule 2 type tense
Indefiniteam/is/are done

করা হয়।

was/were done

করা হয়েছিলো।

will be done

করা হবে।

এবার জানতে হবে কি করে rule 1 type tense থেকে rule 2 type tense এ আসলাম। তার জন্য আমাদের do ও be auxiliary verb এর chart টা আবার দেখতে হবে।

PresentPastPast ParticiplePresent Participle
DoDo/DoesDidDoneDoing
BeAm/is/are/beWas/WereBeenBeing

Do verb দের form গুলির সাথে be verb দের form গুলির নীচে নীচে compare বা মিলানো যায়। আবার আমরা জানি যে rule 2 এ প্রতিক্ষেত্রে verb এর 3rd form ব্যবহার করতে হয়। তাই do/does এর জায়গায় am/is/are বসিয়ে তারপর done বসিয়েছি, কারণ done হল do verb এর 3rd form, একই ভাবে did এর জায়গায় was/were + done বসলো। কিন্তু will do এর জায়গায় will be done বসলো। তার কারণ হল will হল modal auxiliary verb তাকে কখনই main verb এর সাথে তুলনা করা যায় না তাই will বসে গেলো, কিন্তু তার পর be বসার কারণ হল আমরা দেখতে পাচ্ছি do/does এর নীচে am/is/are/be আছে, যদি modal auxiliary না থাকে এবং শুধু do/does থাকে তবে subject এর উপর নির্ভর করে am/is/are বসবে, কিন্তু যদি modal auxiliary verb থাকে তবে do এর জাইগায় am/is/are না বসিয়ে be বসাতে হবে, আর তার পর তো verb টির 3rd form নিয়ম অনুযায়ী বসাতেই হবে। তাই will do এর জায়গায় will be done হল।

Rule 1 type tense
PresentPastFuture
Continuousam/is/are doing

করছি/করছে

was/were doing

করছিলাম/করছিল

Will be doing

করতে থাকব/থাকবে।

Rule 2 type tense
Continuousam/is/are being done

করা হচ্ছে।

was/were being done

করা হচ্ছিলো।

will be being done(Not used)
Rule 1 type tense
PresentPastFuture
Perfecthave/has done

করেছি/করেছে

had done

করেছিলাম/করেছিল

Will have done

করে থাকব/থাকবে

/রাখব/রাখবে।

Rule 2 type tense
Perfecthave/has been done

করা হয়েছে।

had been done

করা হয়েছিলো।

will have been done

করা হয়ে থাকবে।

Prefect continuous is not used in rule 2 type tense but can be created by the rules.

FormulaPresentPastPast ParticiplePresent Participle
DoDo/DoesDidDoneDoing
BeAm/is/are/beWas/wereBeenBeing
++++
3rd form of DoDoneDoneDoneDone
PresentRule 1 type tense
IndefiniteI do- আমি করি।

He does a work- সে একটি কাজ করে।

You do your homework- তুমি তোমার বাড়ির কাজ করো।

Rule 2 type tense
IndefiniteI am done- আমাকে করা হয়।

A work is done by him- তার দ্বারা একটি কাজ করা হয়।

Your homework is done by you- তোমার দ্বারা তোমার বাড়ির কাজ করা হয়।

PresentRule 1 type tense
ContinuousI am doing- আমি করছি।

He is doing a work- সে একটি কাজ করছে।

You are doing your homework- তুমি তোমার বাড়ির কাজ করছো।

Rule 2 type tense
ContinuousI am being done- আমাকে করা হচ্ছে।

A work is being done by him- তার দ্বারা একটি কাজ করা হচ্ছে।

Your homework is being done by you- তোমার দ্বারা তোমার বাড়ির কাজ করা হচ্ছে।

PresentRule 1 type tense
PerfectI have done- আমি করেছি।

He has done a work- সে একটি কাজ করেছে।

You have your homework- তুমি তোমার বাড়ির কাজ করেছো।

Rule 2 type tense
PerfectI have been done- আমাকে করা হয়েছে।

A work has been done by him- তার দ্বারা একটি কাজ করা হয়েছে।

Your homework has been done by you- তোমার দ্বারা তোমার বাড়ির কাজ করা হয়েছে।

PastRule 1 type tense
IndefiniteI did- আমি করেছিলাম।

He did a work- সে একটি কাজ করেছিল।

You did your homework- তুমি তোমার বাড়ির কাজ করেছিলে।

Rule 2 type tense
IndefiniteI was done- আমাকে করা হয়েছিলো।

A work was done by him- তার দ্বারা একটি কাজ করা হয়েছিলো।

Your homework was done by you- তোমার দ্বারা তোমার বাড়ির কাজ করা হয়েছিলো।

PastRule 1 type tense
ContinuousI was doing- আমি করছিলাম।

He was doing a work- সে একটি কাজ করছিল।

You were doing your homework- তুমি তোমার বাড়ির কাজ করছিলে।

Rule 2 type tense
ContinuousI was being done- আমাকে করা হচ্ছিলো।

A work was being done by him- তার দ্বারা একটি কাজ করা হচ্ছিলো।

Your homework was being done by you- তোমার দ্বারা তোমার বাড়ির কাজ করা হচ্ছিলো।

PastRule 1 type tense
PerfectI had done- আমি করেছিলাম।

He had done a work- সে একটি কাজ করেছিল।

You had done your homework- তুমি তোমার বাড়ির কাজ করেছিলে।

Rule 2 type tense
PerfectI had been done- আমাকে করা হয়েছিলো।

A work had been done by him- তার দ্বারা একটি কাজ করা হয়েছিলো।

Your homework had been done by you- তোমার দ্বারা তোমার বাড়ির কাজ করা হয়েছিলো।

FutureRule 1 type tense
IndefiniteI will do- আমি করব।

He will do a work- সে একটি কাজ করবে।

You will do your homework- তুমি তোমার বাড়ির কাজ করবে।

Rule 2 type tense
IndefiniteI will be done- আমাকে করা হবে।

A work will be done by him- তার দ্বারা একটি কাজ করা হবে।

Your homework will be done by you- তোমার দ্বারা তোমার বাড়ির কাজ করা হবে।

FutureRule 1 type tense
PerfectI will have done- আমি করে থাকব।

He will have done a work- সে একটি কাজ করে থাকবে।

You will have your homework- তুমি তোমার বাড়ির কাজ করে থাকবে।

Rule 2 type tense
PerfectI will have been done- আমাকে করা হয়ে থাকবে।

A work will have been done by him- তার দ্বারা একটি কাজ করা হয়ে থাকবে।

Your homework will have been done by you- তোমার দ্বারা তোমার বাড়ির কাজ করা হয়ে থাকবে।

FormulaPresentPastPast ParticiplePresent Participle
GoGo/GoesWentGoneGoing
BeAm/is/are/beWas/wereBeenBeing
++++
3rd form of GoGoneGoneGoneGone
 PresentPast        Future   
Indefinite/Simple

Rule 1

Go/goes

যায়

Went

গিয়েছিলাম

will go

যাব

Indefinite/Simple

Rule 2

am/is/are gone

যাওয়া হয়

was/were gone

যাওয়া হয়েছিলো

will be gone

যাওয়া হবে

Continuous

Rule 1

am/is/are going

যাচ্ছি

was/were going

যাচ্ছিলাম

Continuous

Rule 2

am/is/are being gone

যাওয়া হচ্ছে

was/were being gone

যাওয়া হচ্ছিল

Perfect

Rule 1

have/has gone

গিয়েছি

had gone

গিয়েছিলাম

will have gone

গিয়ে থাকব

Perfect

Rule 2

have/has been gone

যাওয়া হয়েছে

had been gone

যাওয়া হয়েছিলো

will have been gone

যাওয়া হবে

 Follow the above formula and rulesPresent                                                             
Indefinite/Simple

Rule 1

I go- আমি যায়।

He goes- সে যায়।

You go- তুমি যাও।

Indefinite/Simple

Rule 2

I am gone- আমাকে নিয়ে যাওয়া হয়।

He is gone- তাকে নিয়ে যাওয়া হয়।

You are gone- তোমাকে নিয়ে যাওয়া হয়।

Continuous

Rule 1

I am going- আমি যাচ্ছি।

He is going- সে যাচ্ছে।

You are going- তুমি যাচ্ছ।

Continuous

Rule 2

Perfect

Rule 1

I have gone-

He has gone-

You have gone-

Perfect

Rule 2

Follow the above formula and rulesPast                                                           
Indefinite/Simple

Rule 1

I went-

He went-

Indefinite/Simple

Rule 2

Continuous

Rule 1

I was going-

You were going-

Continuous

Rule 2

Perfect

Rule 1

You had gone-
Perfect

Rule 2

You had been gone-
Follow the above formula and rulesFuture                                                           
Indefinite/Simple

Rule 1

I will go-
Indefinite/Simple

Rule 2

Perfect

Rule 1

Perfect

Rule 2

এবার sing verb দিয়ে একই ভাবে বক্সগুলি পূরণ করে দেখাও।

FormulaPresentPastPast ParticiplePresent Participle
SingSing/singsSangSungSinging
BeAm/is/are/beWas/wereBeenBeing
++++
3rd form of GoSungsungsungsung
 PresentPast        Future   
Indefinite/Simple

Rule 1

Sing/Sings

গাই/গায়

Sang

গেয়েছিলাম

Will sing

গাইব

Indefinite/Simple

Rule 2

am/is/are sung

গাওয়া হয়/গাওয়ানো হয়

  
Continuous

Rule 1

was/were singing

গাইছিলাম

 
Continuous

Rule 2

  
Perfect

Rule 1

Perfect

Rule 2

 Follow the above formula and rulesPresent                                                             
Indefinite/Simple

Rule 1

I sing- আমি গাই।

He sings a song- সে একটি গান গায়।

You sing a song – তুমি একটি গান গাও।

Indefinite/Simple

Rule 2

I am sung- আমাকে গাওয়ানো হয়।

A song is sung by her- তার দ্বারা একটি গান গাওয়া হয়।

A song is sung by you- তোমার দ্বারা একটি গান গাওয়া হয়।

Continuous

Rule 1

Continuous

Rule 2

Perfect

Rule 1

Perfect

Rule 2

Follow the above formula and rulesPast                                                           
Indefinite/Simple

Rule 1

I sang- আমি গেয়েছিলাম।

He sang a song- সে একটি গান গেয়েছিল।

You sang a song – তুমি একটি গান গেয়েছিলে।

Indefinite/Simple

Rule 2

I was sung- আমাকে গাওয়ানো হয়েছিল।

A song was sung by her- তার দ্বারা একটি গান গাওয়া হয়েছিল।

A song was sung by you- তোমার দ্বারা একটি গান গাওয়া হয়েছিল।

Continuous

Rule 1

Continuous

Rule 2

Perfect

Rule 1

Perfect

Rule 2

Follow the above formula and rulesFuture                                                           
Indefinite/Simple

Rule 1

I will sing- আমি গাই।

He will sing a song- সে একটি গান গায়বে।

You will sing a song – তুমি একটি গান গায়বে।

Indefinite/Simple

Rule 2

I will be sung- আমাকে গাওয়ানো হবে।

A song will be sing sung by her- তার দ্বারা একটি গান গাওয়া হবে।

A song will be sung by you- তোমার দ্বারা একটি গান গাওয়া হবে।

Perfect

Rule 1

Perfect

Rule 2

এবার তুমি কিন্তু অবশ্যয় drink, see ও fly verb দিয়ে একই ভাবে ইংরেজি খাতায় বক্স টেনে অভ্যাস করে তোমার স্যারকে দিয়ে মিলিয়ে নিও যে তুমি ঠিক করলে কিনা।

Let’s translate some sentences 

Present IndefiniteSubjectauxVerb 3rd
আমাকে করা হয়Iamdone
তাকে মারা হয়Heisbeaten
গাছ কাটা হয়Treeiscut
ডিম সেদ্দ করা হয়
বাড়ি তৈরি করা হয়
আমাকে বলা হয়
তোমাকে পাঠানো হয়
আমাকে ফোন করা হয়
তাদেরকে পড়ানো হয়
শিশুটিকে ভালোবাসা হয়

Fill in the blanks with present continuous tense:

Present ContinuousSubjectTense
Auxiliary verbAuxiliary verbVerb 3rd
আমাকে করা হচ্ছেIambeingdone
তাকে মারা হচ্ছে
গাছ কাটা হচ্ছে
ডিম সেদ্দ করা হচ্ছে
বাড়ি তৈরি করা হচ্ছে
আমাকে বলা হচ্ছে
তোমাকে পাঠানো হচ্ছেYouarebeingsent
আমাকে ফোন করা হচ্ছে
তাদেরকে পড়ানো হচ্ছে
শিশুটিকে ভালোবাসা হচ্ছে

Fill in the blanks with present perfect tense:

Present PerfectSubjectTense
Auxiliary1Auxiliary2Verb 3rd
আমাকে করা হয়েছে
তাকে মারা হয়েছে
গাছ কাটা হয়েছে
ডিম সেদ্দ করা হয়েছে
বাড়ি তৈরি করা হয়েছে
আমাকে বলা হচ্ছেIhavebeentold
তোমাকে পাঠানো হয়েছে
আমাকে ফোন করা হয়েছে
তাদেরকে পড়ানো হয়েছে
শিশুটিকে ভালোবাসা হয়েছেThe babyhasbeenloved
Past IndefiniteSubjectTense
AuxVerb 3rd
আমাকে করা হয়েছিল
তাকে মারা হয়েছিল
গাছ কাটা হয়েছিল
ডিম সেদ্দ করা হয়েছিলEggwasboiled
বাড়ি তৈরি করা হয়েছিল
আমাকে বলা হয়েছিল
তোমাকে পাঠানো হয়েছিল
আমাকে ফোন করা হয়েছিলIwasphoned
তাদেরকে পড়ানো হয়েছিল
শিশুটিকে ভালোবাসা হয়েছিল
Past ContinuousSubjectTense
AuxiliaryAuxiliaryVerb 3rd
আমাকে করা হচ্ছিলIwasbeingdone
তাকে মারা হচ্ছিল
গাছ কাটা হচ্ছিলTreewasbeingcut
ডিম সেদ্দ করা হচ্ছিল
বাড়ি তৈরি করা হচ্ছিল
আমাকে বলা হচ্ছিল
তোমাকে পাঠানো হচ্ছিল
আমাকে ফোন করা হচ্ছিল
তাদেরকে পড়ানো হচ্ছিল
শিশুটিকে ভালোবাসা হচ্ছিল
Past PerfectSubjectTense
Auxiliary1Auxiliary2Verb 3rd
আমাকে করা হয়েছিল
তাকে মারা হয়েছিল
গাছ কাটা হয়েছিল
ডিম সেদ্দ করা হয়েছিল
বাড়ি তৈরি করা হয়েছিলHousehadbeenbuild
আমাকে বলা হয়েছিলIhadbeentold
তোমাকে পাঠানো হয়েছিল
আমাকে ফোন করা হয়েছিল
তাদেরকে পড়ানো হয়েছিল
শিশুটিকে ভালোবাসা হয়েছিল
Future IndefiniteSubjectTense
Auxiliary 1Auxiliary 2Verb 3rd
আমাকে করা হবে
তাকে মারা হবে
গাছ কাটা হবে
ডিম সেদ্দ করা হবে
বাড়ি তৈরি করা হবে
আমাকে বলা হবে
তোমাকে পাঠানো হবে
আমাকে ফোন করা হবে
তাদেরকে পড়ানো হবেTheywillbetaught
শিশুটিকে ভালোবাসা হবেThe babywillbeloved
Future PerfectSubjectTense
Aux1Aux2Aux3Verb
আমাকে করা হয়ে থাকবেIwillhavebeendone
তাকে মারা হয়ে থাকবে
গাছ কাটা হয়ে থাকবে
ডিম সেদ্দ করা হয়ে থাকবেEggwillhavebeenboiled
বাড়ি তৈরি করা হয়ে থাকবে
আমাকে বলা হয়ে থাকবে
তোমাকে পাঠানো হয়ে থাকবে
আমাকে ফোন করা হয়ে থাকবে
তাদেরকে পড়ানো হয়ে থাকবে
শিশুটিকে ভালোবাসা হয়ে থাকবে
Present IndefiniteSubjectauxVerb 3rdBy Object

form

আমার দ্বারা কাজ করা হয়Workisdonebyme
রামের দ্বারা ফুটবল খেলা হয়FootballisplayedbyRam
তোমার দ্বারা গল্প পড়া হয়by
বাবার দ্বারা বাজারে যাওয়া হয়by
রহিমের দ্বারা অঙ্ক করা হয়by
জেলের দ্বারা মাছ ধরা হয়by
মিথুনের দ্বারা গান গাওয়া হয়by
আমাদের দ্বারা রান্না করা হয়by
তোমারদের দ্বারা চিঠি লেখা হয়by
মেয়েটির দ্বারা দরজা খোলা হয়by
Present ContinuousSubjectauxauxVerb 3rdBy Object

form

আমার দ্বারা কাজ করা হচ্ছেWorkisbeingdonebyme
রামের দ্বারা ফুটবল খেলা হচ্ছেFootballisbeingplayedbyRam
তোমার দ্বারা গল্প পড়া হচ্ছেby
বাবার দ্বারা বাজারে যাওয়া হচ্ছেby
রহিমের দ্বারা অঙ্ক করা হচ্ছেby
জেলের দ্বারা মাছ ধরা হচ্ছেby
মিথুনের দ্বারা গান গাওয়া হচ্ছেby
আমাদের দ্বারা রান্না করা হচ্ছেby
তোমারদের দ্বারা চিঠি লেখা হচ্ছেby
মেয়েটির দ্বারা দরজা খোলা হচ্ছেby
Present PerfectSubjectauxauxVerb 3rdBy Object

form

আমার দ্বারা কাজ করা হয়েছেWorkhasbeendonebyme
রামের দ্বারা ফুটবল খেলা হয়েছেFootballhasbeenplayedbyRam
তোমার দ্বারা গল্প পড়া হয়েছেby
বাবার দ্বারা বাজারে যাওয়া হয়েছেby
রহিমের দ্বারা অঙ্ক করা হয়েছেby
জেলের দ্বারা মাছ ধরা হয়েছেby
মিথুনের দ্বারা গান গাওয়া হয়েছেby
আমাদের দ্বারা রান্না করা হয়েছেby
তোমারদের দ্বারা চিঠি লেখা হয়েছেby
মেয়েটির দ্বারা দরজা খোলা হয়েছেby
Past IndefiniteSubjectauxVerb 3rdBy Object

form

আমার দ্বারা কাজ করা হয়েছিলWorkwasdonebyme
রামের দ্বারা ফুটবল খেলা হয়েছিলFootballwasplayedbyRam
তোমার দ্বারা গল্প পড়া হয়েছিলby
বাবার দ্বারা বাজারে যাওয়া হয়েছিলby
রহিমের দ্বারা অঙ্ক করা হয়েছিলby
জেলের দ্বারা মাছ ধরা হয়েছিলby
মিথুনের দ্বারা গান গাওয়া হয়েছিলby
আমাদের দ্বারা রান্না করা হয়েছিলby
তোমারদের দ্বারা চিঠি লেখা হয়েছিলby
মেয়েটির দ্বারা দরজা খোলা হয়েছিলby
Past ContinuousSubjectauxauxVerb 3rdBy Object

form

আমার দ্বারা কাজ করা হচ্ছিলোWorkwasbeingdonebyme
রামের দ্বারা ফুটবল খেলা হচ্ছিলোFootballwasbeingplayedbyRam
তোমার দ্বারা গল্প পড়া হচ্ছিলোby
বাবার দ্বারা বাজারে যাওয়া হচ্ছিলোby
রহিমের দ্বারা অঙ্ক করা হচ্ছিলোby
জেলের দ্বারা মাছ ধরা হচ্ছিলোby
মিথুনের দ্বারা গান গাওয়া হচ্ছিলোby
আমাদের দ্বারা রান্না করা হচ্ছিলোby
তোমারদের দ্বারা চিঠি লেখা হচ্ছিলোby
মেয়েটির দ্বারা দরজা খোলা হচ্ছিলোby
Past PerfectSubjectauxauxVerb 3rdBy Object

form

আমার দ্বারা কাজ করা হয়েছিলWorkhadbeendonebyme
রামের দ্বারা ফুটবল খেলা হয়েছিলFootballhadbeenplayedbyRam
তোমার দ্বারা গল্প পড়া হয়েছিলby
বাবার দ্বারা বাজারে যাওয়া হয়েছিলby
রহিমের দ্বারা অঙ্ক করা হয়েছিলby
জেলের দ্বারা মাছ ধরা হয়েছিলby
মিথুনের দ্বারা গান গাওয়া হয়েছিলby
আমাদের দ্বারা রান্না করা হয়েছিলby
তোমারদের দ্বারা চিঠি লেখা হয়েছিলby
মেয়েটির দ্বারা দরজা খোলা হয়েছিলby
Future IndefiniteSubjectauxauxVerb 3rdBy Object

form

আমার দ্বারা কাজ করা হবেWorkwillbedonebyme
রামের দ্বারা ফুটবল খেলা হবেFootballwillbeplayedbyRam
তোমার দ্বারা গল্প পড়া হবেby
বাবার দ্বারা বাজারে যাওয়া হবেby
রহিমের দ্বারা অঙ্ক করা হবেby
জেলের দ্বারা মাছ ধরা হবেby
মিথুনের দ্বারা গান গাওয়া হবেby
আমাদের দ্বারা রান্না করা হবেby
তোমারদের দ্বারা চিঠি লেখা হবেby
মেয়েটির দ্বারা দরজা খোলা হবেby
Future ContinuousSubjectaux1auxauxVerb 3rdBy Object

form

আমার দ্বারা কাজ করা হয়ে থাকবেWorkwillhavebeendonebyme
রামের দ্বারা ফুটবল খেলা হয়ে থাকবেFootballwillhavebeenplayedbyRam
তোমার দ্বারা গল্প পড়া হয়ে থাকবেby
বাবার দ্বারা বাজারে যাওয়া হয়ে থাকবেby
রহিমের দ্বারা অঙ্ক করা হয়ে থাকবেby
জেলের দ্বারা মাছ ধরা হয়ে থাকবেby
মিথুনের দ্বারা গান গাওয়া হয়ে থাকবেby
আমাদের দ্বারা রান্না করা হয়ে থাকবেby
তোমারদের দ্বারা চিঠি লেখা হয়ে থাকবেby
মেয়েটির দ্বারা দরজা খোলা হয়ে থাকবেby

English is very easier than most other languages. So it is the most popular language in the world.  People can communicate with people easily if he knows the language that is English.  In this lesson we will easily learn how.we can construct English sentences.

In English grammar there are three types of tenses and each tense has four parts and each part describes deferent senses and meaning.

TENSE CHARTPRESENTPASTFUTURE
INDEFINITEPresent, past and future are three tenses and indefinite, continuous, perfect and perfect continuous are four parts of each tense. We say like this: present indefinite, past perfect, future continuous etc.
CONTINUOUS
PERFECT
PERFECT CONTINUOUS
  • Before we start we need to know about the tense that is the basic part of our English language, but only knowing the tense is not enough because there are almost four types of tenses that we will gradually learn. Besides we will learn about some modal and semi modal auxiliaries and using auxiliaries we will create more sentences that will help us to describe our feelings in many ways.
  • First we will discuss about the rule one tense. Rule 1 tense is nothing but contains with some auxiliaries and main verb that helps to create active sentences. In voice change we will see how active sentences are changed into passive sentences. Though we may say Rule two tense is passive.
  • From now we will remember that “Do”, ”Be”, “Have” are the strong verbs though there are many verbs like walk, run, talk, sit but only these three verbs have the power to create sentences without getting help by the three no any sentences can be created so that we call these three verbs the helping verbs.
  • From now we will be seeing that how the helping verbs help to create sentence.
  • Each verb has four forms they are present, past, past participle, present participle. We need to know about the verb forms properly then we can construct appropriate sentence.
VerbsPresentPastPast participlePresent participle
PlayPlay/playsPlayedPlayedplaying
DoDo/DoesDidDoneDoing
BeAm/Is/AreWas/WereBeenBeing
HaveHave/HasHadHadHaving
  • Yes! You are right in this box the helping verbs are acting like main verbs. Its true so that we will call these three verbs are strong verbs as well as helping verbs.
  • For example:
PresentPastPast participlePresent participle
Walk/walksWalkedWalkedwalking
Run/runsRanRunRunning
Talk/talksTalkedTalkedTalking
Sit/sitsSatSatSitting
TENSE(Rule 1)

DO VERB

PRESENTPASTFUTURE
INDEFINITEDO/DOESDIDWILL DO
CONTINUOUSAM/IS/ARE + DOINGWAS/WERE + DOINGWILL + BE + DOING
PERFECTHAVE/HAS + DONEHAD + DONEWILL + HAVE + DONE
PERFECT CONTINUOUSHAVE/HAS + BEEN + DOINGHAD + BEEN + DOINGWILL + HAVE + BEEN + DOING
  • Here do is acting like main verb not as helping verb though every present and past indefinite sentence are based on do/does/did verbs whether in the sentence the main verb is do or another verbs like see, look, think etc. we easily understand the differences when we try to convert a statement sentence into negative or interrogative sentence.
  • Here is another example that will help.
TENSE(Rule 1)

GO VERB

PRESENTPASTFUTURE
INDEFINITEGO/GOESWENTWILL GO
CONTINUOUSAM/IS/ARE + GOINGWAS/WERE + GOINGWILL + BE + GOING
PERFECTHAVE/HAS + GONEHAD + GONEWILL + HAVE + GONE
PERFECT CONTINUOUSHAVE/HAS + BEEN + GOINGHAD + BEEN + GOINGWILL + HAVE + BEEN + GOING
  • Here go is the main verb but still for present and past indefinite sentences do/does/did are working as helping verb that we can not see until we try to convert the statement into negative/interrogative sentence.
  • For example:
  • He goes to school.(Present indefinite[statement])
  • He does not go to school.(Present indefinite[negative])
  • Now we will know about the senses that are given bellow.

tense

  • Example sentences are given in the next slide that creates sense in Bengali.
  • Notice that we only add “I” that is a pronoun and acting here as a subject we don’t have to change the subject to write something in different tenses, what we have to do is just change the tense to create same thing in different senses..

tense

  • I give another example of the same thing just changing the verb.
  • A list of verbs that (can) function as auxiliaries in English is as follows:
  • be(amareiswaswerebeing, been), cancoulddaredo (doesdid), have (hashadhaving), maymightmustneedoughtshallshouldwillwould

Modal Auxiliaries [Never Change Form]

  • can, could, may, might, must, ought to, shall, should, will, would.
  • Lesson one completed now the home work is to create boxes of tense and practice with the verb forms and also you have to create twelve sentences for each verb with the Bengali meaning.

Rules of Tense

1. যে শব্দ গুলো থাকলে present indefinite tense হবে: sometimes, often, usually, ocationally, every+time (hour, day, year etc.), now and then, always, seldom, daily, regularly. যেমন:
I often take tea.
They usually play in the morning.
2. যে শব্দ গুলো থাকলে present continous tense হবে: today, this morning, this evening, at this moment, now, continually, constantly, perpetually. যেমন:
My father is comming this evening.
They are playing now.
3.যে শব্দ গুলো থাকলে present perfect tense হবে: just, just now, recently, lately, already, so far, yet*, ever* (*present perfect + negative/interogative). যেমন:
Just now he ___ his dinner but he says he will see you when she is finished (24th BCS).
(a. is having, b. has had, c. was having, d. had ) Ans: b
I have had my MA recently.
4. যে শব্দ গুলো থাকলে past indefinite tense হবে: yesterday, long ago, ago, long since, last+time (last night, last year etc.), just+time+ago . যেমন:
I met the principal yesterday.
I passed the SSC in 1995.
He said that he ___ the previous day (29th BCS). (a. , b. , c. , d. was burning ) Ans: b
5. Before / after :
a. (future/present/past)perfect+ before/by the time +(present/past) indefinite. 
যেমন:
He had written the book before he ____ (28th BCS). (a. retired, b. had retired, c. has retired, d. will be retired ) Ans: a
b. (present/past) indefinite + after+ (present/past) perfect. যেমন:
She told me his name after he ___ (25th BCS). (a. left, b. had left, c. has left, d. has been leaving ) Ans: b
6. If conditions:
present indefinite + if + shall / will / can
past indefinite + if + would / could
past perfect + if + would have / could have
যেমন: had I been a king, I would have done this.
if কোথায় থাকল সেটা বড় ব্যাপার নয়, (+) এর পূর্বের অংশ দেখে পরের অংশ বা পরের অংশ দেখে পূর্বের অংশ করতে হবে
অনেক সময় had main verb হিসাবে ব্যাবহার হয় যেমন:
If I had a laptop, I would open a facebook account.
What would have happened if__ (27th BCS).
(a. the bridge is broken, b. the bridge would broken, c. the bridge had broken, d. the bridge has been broken ) Ans: c
7. as if , as though, wish, it is time, it is high time.
এতদের দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে পূর্বে present indefinite থাকলে পরে past form এবং to be verb এর স্থলে were বসে 
এতদের দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে পূর্বে past form থাকলে পরে past perfect এবং to be verb এর স্থলে had been বসে  যেমন:
Rishan walks as if he ___ lame (30th BCS). (a. is, b. had been, c. has, d. were ) Ans: b
8. past indefinite + past perfect: কোন sentence  একটি দেখে অন্যটি করতে হয়। যেমন:
HR said that he had done the sum.
9. past continuous + past indefinite: কোন sentence  একটি দেখে অন্যটি করতে হয়। যেমন:
I was reading the book when she came.
Neela ____ her hand when she was cooking dinner (26th BCS). (a. is burring, b. burnt, c. will burn, d. was burning ) Ans: b
10.as soon as , till , untill দ্বারা যুক্ত দটি ক্লজে একটি past indefinite থাকলে আপরটিও past indefinite হয়
#past indefinite +( as soon as , till , untill) + past indefinite. 
যেমন:
I went there as soon as she came.
I opened the door as soon as I ___ the bell (24th BCS). (a. have heard, b. was hearing, c. am heard, d. heard ) Ans: d
We waited until the plain ____ (23rd BCS)(a. did not take off, b. took off, c. has not taken off, d. had taken off ) Ans: b
11. Since / for + time থাকলে present perfect / present perfect continuous হয়। present perfect continuous বেশি গ্রহণ যোগ্য।(সময় গোনা গেলে for , গোনা না গেলে since হয়). যেমন:
Choose the correct sentence– (a. what are you doing for the last three hours, b. what have you been doing for the last three hours, c. what did you doing for the last three hours, d. what had you done for the last three hours ) Ans: b
12. while + continuous tense: sentense দেখে কোন continuous tense সেটা ঠিক করতে হবেযেমন:
He shouts at his wife while he is walking on the road.
Do not make a noise while your father___(24th & 26th BCS). (a. is sleeping, b. has slept, c. a sleep, d. is being a sleep ) Ans: a
My uncle arrived while I ___ the dinner (24th BCS). (a. would cook, b. had cooked, c. cook, d. was cooking ) Ans: d
13. Tense আর একটি রুল হল sence এর ভিত্তিতে করা। কখনও কখনও এমন কিছু sentence আসবে যেখানে শুধু sence অনুযায়ী কাজ করতে হবে। যেমন:
* when 
এর পর কখনও future tense বসেনা। *hardly থাকলে এর পর when/before বসে
I. Only after I ______ home, did I remember my doctor’s appointment (28th BCS). (a. going, b. go, c. went, d. gone ) Ans: cII. As the sun ______ I decided to go out (24th & 26th BCS). (a. has shown, b. shine, c. shines, d. was shining ) Ans: dIII. We (not have) a holiday since the beginning of the year (13th BCS). (a. did not have , b. have not had, c. are not have, d. had not had ) Ans: d
IV. Next August Lata and Tanim _____ for 10 years. (a. are married, b. have been married, c. will marry, d. will have been married ) Ans: d
V. I’ll phone you when I _______ the news. (a. am getting, b. get, c. will get, d. will be getting ) Ans: b
VI. No sooner had we reached the station ____ the train left. (a. when , b. then, c. than, d. which ) Ans: c
VII. Hardly had the train stoped___ (a. before we got down, b. as we got down, c. then we got down, d. when we got down ) Ans: d
VIII. A reward has been announced for the employees who ____ hard. (a. have worked, b. has worked, c. will be work, d. have had work ) Ans: a
Previous Post Next Post