ফটোগ্রাফি শেখার সঠিক পদ্ধতি!!

 

যদিও ফটোগ্রাফি শেখার জন্য কোন নির্দিষ্ট নীতিমালা নেই। অনেক উপায় রয়েছে, অনেক ধাপ রয়েছে যেগুলো একের পর এক অনুসরন করা উচিত। এটা ব্যক্তিবিশেষের উপর নির্ভর করবে কে কোন বিষয়ের উপর আগে জোর দেবে। তবে বেসিক বিষয়গুলো অবশ্যই জানতে হবে, এবং কৌশল অবলম্বন করতে হবে। এমনই কিছু উপায় এবং কৌশল নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন দেরী না করে আলোচনা শুরু করা যাক।





প্রফেশনাল ফটোগ্রাফার হওয়ার কিছু পূর্বশর্তঃ


১. আগ্রহের বিষয়



ফটোগ্রাফি শিখতে হলে প্রথমেই কোন ধরনের ফটো তুলতে আপনার ভালো লাগে তা নির্ধারণ করুন। অনেকের পোট্রেট তুলতে ভাল লাগে, অনেকের ল্যান্ডস্কেপ, অনেকের যেকোন কিছু নিয়েই ফটো তুলতে ভাল লাগে। এখন আপনি ঠিক করুন কোন বিষয়ের উপর ফটোগ্রাফি করবেন। আপনার হয়ত ভ্রমন করা পছন্দ, ভ্রমনে গিয়ে বিভিন্ন সুন্দর দৃশ্য,জায়গা বা জিনিস এর ছবি তুলতে পছন্দ করেন। তাহলে এভাবে আপনার আগ্রহের বিষয়গুলো নিয়ে ফটোগ্রাফি করুন। তাতে আপনি ফটোগ্রাফিতে আগ্রহ পাবেন। এবং আস্তে আস্তে বিষয়গুলো আপনি আয়ত্ত করে ফেলবেন। যা আপনাকে প্রফেশনাল ফটোগ্রাফার হতে সাহায্য করবে।


২. ভাল ক্যামেরা



যখন আপনি ফটোগ্রাফি বিষয়টি মোটামুটি ভাল বুঝে যাবেন তখন আপনার প্রয়োজন হবে একটি ভাল ক্যামেরা। ক্যামেরাটি যেন লাইটওয়েট হয়, কারন যেহেতু আপনি প্রফেশনাল নন,তাই যেকোন স্থানে যখন তখন ক্যামেরা নিয়ে ছবি তুলতে হলে ক্যামেরাটি লাইটওয়েট হওয়া আপনার জন্য সুবিধাজনক।  আপনি চাইলে যেকোন ক্যামেরা অথবা অল্পমূল্যে DSLR ক্যামেরা কিনে নিতে পারেন। প্রাথমিক অবস্থায় ক্যামেরার ব্যবহার সম্পর্কে ভালভাবে জানতে হবে।


এরজন্য শুরুতে অনেক অর্থ চাইলে ব্যয় নাও করতে পারেন।তবে কম মূল্যে আজকাল ভাল ক্যামেরা পাওয়া যায়, চাইলে ভাল সেকেন্ড হ্যান্ড ক্যামেরা ও কিনতে পারেন। ফটোগ্রাফি তে বিভিন্ন কৌশল প্রয়োগ করতে এবং ভাল মানের ছবি তুলতে একটি ভাল ক্যামেরা থাকা আবশ্যক। এতে করে দ্রুত আপনি প্রফেশনাল ফটোগ্রাফারদের মত ফটো তুলতে পারবেন।


৩. মানসম্মত ফটো তুলুন



ফটোগ্রাফির ক্ষেত্রে আপনাকে সবসময়ই একটি বিষয় মাথায় রাখতে হবে যে, আপনি কত বেশী ফটো তুললেন তা আপনাকে কোন স্বার্থকতা এনে দেবে না। আপনি তখনই ফটোগ্রাফার হিসেবে স্বার্থক হবেন যখন আপনার তোলা ফটো মানসম্মত হবে। আপনি সারাদিনে ১০০ টি ছবি তুললেন, কিন্তু তারমধ্যে ফটোগুলোর বিষয়বস্তু পরিষ্কার না, অস্পষ্ট, অর্থহীন তাহলে তা আপনার জন্য কোন সুফল বয়ে আনবে না।


এরচেয়ে আপনি সারাদিনে ৫ টি ছবি তুললেন, কিন্তু তার বিষয়বস্তু অর্থবহ, স্পষ্ট, আকর্ষনীয়, তাহলে এটাই মূল্যবান। ক্যামেরার অ্যাংগেল, ভিউফাইন্ডার সঠিকভাবে ব্যবহার করুন। কিভাবে ফটো তুললে তা আকর্ষনীয় হবে তা আস্তে আস্তে রপ্ত করুন। এভাবে আপনি দ্রুত প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে উঠবেন।


৪. ম্যানুয়ালি শিখুন



আপনি যদি প্রফেশনাল ফটোগ্রাফার হতে চান আপনাকে এর জন্য প্রচুর সময় ব্যয় করতে হবে। ক্যামেরার ফাংশন সম্পর্কে ভালভাবে জানতে হবে, ক্যামেরার সাটার স্পিড, ফিচার, ফাংশন, এক্সপোজার টায়াংগেল সম্পর্কে ভাল ধারনা রাখতে হবে। আপনি হয়ত দৌড়ানো অবস্থায় একটি হরিনের ছবি তুলতে চাইছেন, এখন কোন এংগেল দিয়ে ছবি তুলবেন,কখন সাটার প্রেস করবেন, কোন ফটো লেন্স ব্যবহার করবেন এগুলো সম্পর্কে শিখতে সময় নিন। যখন এ বিষয়গুলো সম্পর্কে ম্যানুয়ালি অনেক জ্ঞান অর্জন করবেন তখন প্রায়োগিক ক্ষেত্রে তা প্রয়োগ করতে সুবিধা হবে। আপনি চমৎকারভাবে প্রফেসনাল ফটোগ্রাফার দের মত কৌশল প্রয়োগ করে ফটো তুলতে পারবেন। 


৫. ওয়ার্কশপ /টিউটোরিয়াল দেখুন



প্রফেশনাল ফটোগ্রাফি শিখতে হলে বিভিন্ন ওয়ার্কশপে এটেন্ড করতে পারেন, এখানে প্রফেশনাল ফটোগ্রাফি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়, যাতে করে সহজেই কৌশলগুলো বুঝে আয়ত্ত করতে পারেন। কিভাবে ফটো তুলবেন, কোন এংগেল থেকে ফটো তুললে বেশী আকর্ষনীয় লাগবে, কিভাবে এডিটিং করবেন, কেমন লেন্স ব্যবহার করবেন, লাইট কিভাবে এডজাস্ট করবেন ইত্যাদি বিষয়ে ওয়ার্কশপে বিস্তারিত শেখানো হয়।

এছাড়াও ইউটিউব এ ভিডিও দেখতে পারেন বা ফটোগ্রাফি বিষয়ক ব্লগ পড়তে পারেন। যে মাধ্যমটি অনুসরন করে আপনার জন্য ফটোগ্রাফি সম্পর্কে শেখা সহজ এবং আনন্দদায়ক হবে সেই মাধ্যমটিই অনুসরন করুন। ফটোগ্রাফি  সম্পর্কে ভালভাবে জানতে বিষয়টি আনন্দের সাথে সহজে শেখার উপর গুরুত্ব দেওয়া উচিত। তাহলে খুব দ্রুত আপনি প্রফেশনাল ফটোগ্রাফার হতে পারবেন। 


৬. লাইট এর ব্যবহার




ফটোগ্রাফিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইট। একটা ফটো ভাল বা খারাপ হওয়ার পেছনে মূল ভুমিকা রাখে লাইটের সঠিক উপস্থিতি। আপনি ইনডোর ফটোগ্রাফি করলে লাইট এর ব্যবহার যেমন হবে, অনেকক্ষেত্রে ফ্ল্যাশ দরকার পড়বে, কিন্তু বাইরে দিনের আলোয় ফটো তুলতে গেলে ফ্ল্যাশ এর ব্যবহার করা যাবেনা। ফটো এডিট এর সময় লাইট কমানো বাড়ানো, এবং যথাযথ লাইট ফিচার ব্যবহার করা জানতে হবে। লাইট এর সঠিক ব্যবহার অনেক সাধারন ফটোগ্রাফিকেও অসাধারন করে তুলতে পারে। এই কৌশলগুলো প্রয়োগ করলে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার হতে পারবেন।


৭. সক্রিয় থাকুন এবং সময় নিন



ফটোগ্রাফি রাতারাতি শেখার কোন বিষয় নয়। আর এটা শিখতে গেলে অনেকসময় দরকার, নিয়মিত ফটোগ্রাফিতে সক্রিয় থাকা দরকার। আপনি নিয়মিত ছবি তুললে সকল কৌশল প্র‍য়োগে আরও দক্ষ হয়ে উঠবেন। আপনি যদি অনেকদিন যাবত ফটোগ্রাফি না করেন, অনেক কৌশল ভুলে যাবেন। এজন্য সক্রিয় থাকুন। আর ফটোগ্রাফি শিখতে হলে সময় প্রয়োজন,তাই শিখতে সময় নিন। সকল ফিচার, ফাংশন এবং কৌশলগুলো শিখে প্রয়োগ করুন। নিজের আগ্রহ এবং আনন্দের জায়গা এবং বিষয় নিয়ে ফটোগ্রাফি করুন। অযথা প্রেসার নিলে ভালভাবে ফটোগ্রাফি করতে পারবেন না। নিষ্ক্রিয় থাকলে আর অযথা প্রেসার নিলে ভালভাবে ফটোগ্রাফি করতে পারবেন না। 
এছাড়া সক্রিয় থাকলে আর সময় নিয়ে শিখলে আপনি সহজেই প্রফেশনাল ফটোগ্রাফার হতে পারবেন।


উপসংহার

এখন আমরা সকলেই কমবেশী ফটোগ্রাফি সম্পর্কে জানি, এবং ফটোগ্রাফি করে থাকি। কিন্তু আমরা ফটো তুলি নিজেদের প্রয়োজনে, তাই ফটো তোলা মানেই আমরা সকলে যে ফটোগ্রাফার তা নয়। প্রফেশনাল ফটোগ্রাফার হতে হলে আপনাকে অনেককিছু জানতে হবে, কোন বিষয়ের উপর ফটোগ্রাফি করবেন তা আপনার সিদ্ধান্ত হলেও ফটো কিভাবে আকর্ষনীয় হবে, ক্যামেরার ফাংশন, ফিচার,সাটার,লাইট কিভাবে ব্যবহার করবেন তা জানতে ও প্রয়োগ করতে আপনাকে ম্যানুয়ালি ফটোগ্রাফি শিখতে  হবে।


আশা করি প্রফেশনাল ফটোগ্রাফার হতে হলে যে কৌশল ও বিষয়গুলো জানা দরকার তা সম্পর্কে জানতে  আর্টিকেলটি আপনার উপকারে আসবে। প্রফেশনাল ফটোগ্রাফার হওয়া বিষয়ে যেকোন প্রশ্ন বা মতামত জানাতে আমাদের কমেন্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনার মতামতকে গুরুত্বসহকারে নিয়ে দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মত এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।

Previous Post Next Post