NID Card ডাউনলোড করার নিয়ম!!


 NID Card ডাউনলোড করার জন্য ফরমের ৮ সংখ্যার নাম্বারটি লাগবে, অনলেরি যদি আইডি Card থাকে তাহলে Card এর নাম্বার দিয়েই হবে তো চলুন শুরু করি..

আপনি জানেন তো আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিষ্ট্রেশন করা হয়েছে!!

NID Card ডাউনলোড করার নিয়ম!!

যারা নতুন ভোটার হয়েছে কিন্তু আইডি কার্ড পাইনি! অনলাইন কপি!!

নতুন জাতীয় পরিচয়পত্র কিভাবে করবেন !!

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে !!!

জাতীয় পরিচয়পত্র সংশোধন কত টাকা !!

বাংলাদেশ নির্বাচন কমিশন কি কি সেবা প্রদান করে?


NID Card Download [ ভোটার আইডি কার্ড ডাওনলোড ]


  • প্রথমে এই নাম্বারটি সংগ্রহ করুন..তারপর এখানে আসুন। 


NID Card Download [ ভোটার আইডি কার্ড ডাওনলোড ]


  • উক্ত পেজে Form number মানে ওই ৮ সংখ্যার নাম্বার, জন্ম তারিখ আর ক্যাপচা পূরন করে "ভোটার তথ্যা দেখুন" 


NID Card Download [ ভোটার আইডি কার্ড ডাওনলোড ]


  • এখান থেকে আইডি নাম্বারটি লিখে রাখুন.. ( লাল রং  দিয়ে লেখা আছে)


NID Card Download [ ভোটার আইডি কার্ড ডাওনলোড ]

  • রেজিষ্ট্রেশন পেজে এসে  ওই আইডি নাম্বার (লাল কালারের নাম্বার টা) দিন , জন্ম তারিখ & ছবিতে যা লেখা আছে ওইটা দিয়ে সাবমিট করুুন।


NID Card Download [ ভোটার আইডি কার্ড ডাওনলোড ]

  • রেজিষ্ট্রেশন হবার পর..  এখানে গেলে উপরের মত পেজ দেখতে পারবেন, এখানে NID নাম্বার,Passward & ছবিতে উল্লেখ্য লেখাটি দিয়ে লগিন করুন।   

NID Card Download [ ভোটার আইডি কার্ড ডাওনলোড ]

এটি আপনার প্রফাইল... 

ডাউনলোড এ ক্লিক করে NID Card ডাউনলোড করে নিতে পারবেন।

NID Card Download [ ভোটার আইডি কার্ড ডাওনলোড ]

   
ডাউনলোড এ ক্লিক করার পর PDF ফাইল হিসাবে NID card ডাউনলোড হয়ে গেল, এখন চাইলে  প্রিন্ট দিয়ে নিতে পারেন।
Previous Post Next Post