এমএস এক্সেল মাষ্টার ক্লাস ০৫

 


মাইক্রোসফ্ট এক্সেল  প্রয়োজনীয় কীবোর্ড সর্টকাট কমাণ্ডসমূহ ।

🌟 Ctrl + A ➖ ওয়ার্কশিটের সকল সেলের সকল কনটেন্ট সিলেক্ট করা।

🌟 Ctrl + B  ➖ সিলেক্টকৃত সেলসমূহের টেক্সট বোল্ড বা গাঢ় করা।

🌟 Ctrl + C  ➖ সিলেক্টকৃত সেলসমূহের টেক্সট কপি বা নকল করা।

🌟 Ctrl + F ➖ ওয়ার্কশিটের কোন তথ্য খুঁজে বের করা।

🌟 Ctrl + G ➖ নির্দিষ্ট কোন রেফারেন্সে গমন করা।

🌟 Ctrl + H ➖ কোন শব্দকে অন্য শব্দ দ্বারা প্রতিস্থাপন করা।

🌟 Ctrl + I ➖ সিলেক্টকৃত সেলের কনটেন্ট ইটালিক বা কাত করা।

🌟 Ctrl + K ➖ সিলেক্টকৃত সেলের সাথে লিংক স্থাপন করা।

🌟 Ctrl + L ➖ সিলেক্টকৃত কনটেন্ট টেবিলে রূপান্তর করা।

🌟 Ctrl + N ➖ নতুন ওয়ার্কবুক তৈরি করা।

🌟 Ctrl + O ➖ সংরক্ষিত ফাইল ওপেন বা খোলা।

🌟 Ctrl + P ➖ প্রয়োজনীয় ডকুমেন্ট প্রিন্ট করা।

🌟 Ctrl + Q ➖ কুইক এনালাইসিস উইন্ডো ওপেন করা।

🌟 Ctrl + S ➖ নতুন ওয়ার্কবুক বা সংরক্ষিত ওয়ার্কবুকে নতুন তথ্য সংরক্ষণ করা।

🌟 Ctrl + T ➖ টেবিল তৈরি করা।

🌟 Ctrl + U ➖ সিলেক্টকৃত সেলের কনটেন্ট আন্ডারলাইন দেয়া।

🌟 Ctrl + V ➖ কপিকৃত কনটেন্ট অন্যত্র পেস্ট বা বসানো।

🌟 Ctrl + W ➖ ওপেনকৃত ওয়ার্কবুক বন্ধ করা।

🌟 Ctrl + X ➖ সিলেক্টকৃত সেলের কনটেন্ট কাট করা।

🌟 Ctrl + Z ➖ সর্বশেষ প্রয়োগকৃত কমাণ্ডের কার্যকারিতা বাতিল করা।

🌟 Ctrl + 1 ➖ সিলেক্টকৃত সেলের ফরমেট পরিবর্তন করা।

🌟 Ctrl + 5 ➖ সিলেক্টকৃত সেলের কনটেন্ট স্ট্রাইকথ্রো ফরমেট প্রয়োগ করা।

🌟 Ctrl + F3 ➖ এক্সেল এর Name Manager উইন্ডো ওপেন করা।

🌟 Ctrl + F9 ➖ বর্তমান উইন্ডো মিনিমাইজ করা।

🌟 Ctrl + F10 ➖ বর্তমান উইন্ডো ম্যাক্সিমাইজ করা।

🌟 Ctrl + F6 ➖ ওপেনকৃত ওয়ার্কবুক বা উইন্ডোর মধ্যে সুইচ করা।

🌟 Ctrl + Page up ➖ একই ওয়ার্কবুকের কারেন্ট ওয়ার্কশিট হতে পূর্ববর্তী ওয়ার্কশিটে যাওয়ার জন্য।

🌟 Ctrl + Page down ➖ একই ওয়ার্কবুকের কারেন্ট ওয়ার্কশিট হতে পরবর্তী ওয়ার্কশিটে যাওয়ার জন্য।

🌟 Ctrl + Tab ➖ একাধিক ওপেনকৃত এক্সেল ফাইলে গমন করা।

🌟 Alt + = ➖ সিলেক্টকৃত সেলে ওপরের সেলসমূহের যোগফল বের করা।

🌟 Ctrl + ‘ ➖ ওপরের সেলের ভেল্যু সংযুক্ত করা জন্য।

🌟 Ctrl + Shift + ! ➖ সিলেক্টকৃত সেলের নাম্বারসমূহে কমা ফরমেট প্রয়োগ করা।

🌟 Ctrl + Shift + $ ➖ সিলেক্টকৃত সেলের নাম্বারসমূহে কারেন্সি ফরমেট প্রয়োগ করা।

🌟 Ctrl + Shift + # ➖ সিলেক্টকৃত সেলের নাম্বারসমূ তারিখ ফরমেট প্রয়োগ করা।

🌟 Ctrl + Shift + % ➖ সিলেক্টকৃত সেলের নাম্বারসমূহে শতকরা ফরমেট প্রয়োগ করা।

🌟 Ctrl + Shift + ^ ➖ সিলেক্টকৃত সেলের নাম্বারসমূহে সাইন্টিফিক ফরমেট প্রয়োগ করা।

🌟 Ctrl + Shift + @ ➖ সিলেক্টকৃত সেলের নাম্বারসমূহে সময়ের ফরমেট প্রয়োগ করা।

🌟 Ctrl + Arrow key ➖ একই ডেটাবেজের কনটেন্টসমূহ ডান/নিচ পর্যন্ত সিলেক্ট করা।

🌟 Ctrl + Space ➖ সম্পূর্ণ কলাম সিলেক্ট করা।

🌟 Shift + Space ➖ সম্পূর্ণ রো সিলেক্ট করা।

🌟 Ctrl + – ➖ সিলেক্টকৃত কলাম বা রো মুছার জন্য।

🌟 Ctrl + Shift + = ➖ নতুন রো বা কলাম সংযুক্ত করা।

🌟 Ctrl + Home ➖ সেলপয়েন্টার A1 সেলে নেয়া।

🌟 Ctrl + ~ ➖ ওয়ার্কশিটে প্রয়োগকৃত ফর্মূলাসমূহ প্রদর্শন করা। পূর্বের অবস্থায় ফেরার জন্য পুনরায় চাপুন।











🌟 F2 ➖ সিলেক্টেড সেল এডিট বা শুদ্ধ করা।

🌟 F3 ➖ ফর্মূলাতে তৈরিকৃত নেম প্রয়োগ করা।

🌟 F4 ➖ প্রয়োগকৃত সর্বশেষ ফরমেট পুনরায় ব্যবহার করা।

🌟 F5 ➖ সির্দিষ্ট কোন সেলে গমন করা।

🌟 F7 ➖ সিলেক্টকৃত টেক্সট কিংবা ডকুমেন্টের বানান শুদ্ধ করা।

🌟 F11 ➖ সিলেক্টকৃত ডেটাসমূহ দিয়ে চার্ট তৈরি করা।

🌟 Ctrl + Shift + ; ➖ কারেন্ট বা সিলেক্টকৃত সেলে বর্তমান সময় সংযুক্ত করা।

🌟 Ctrl + ; ➖ কারেন্ট বা সিলেক্টকৃত সেলে বর্তমান তারিখ সংযুক্ত করা।

🌟 Alt + Shift + F1 ➖ নতুন ওয়ার্কশিট সংযুক্ত করা।

🌟 Alt + Enter ➖ কোন সেলে একাধিক লাইন লেখার প্রয়োজনে ব্যবহৃত হয়।

🌟 Shift + F3 ➖ এক্সেল এর ফর্মূলা উইন্ডো প্রদর্শন করা।

🌟 Shift + F5 ➖ সার্চ বক্স প্রদর্শন করানো।

Previous Post Next Post