এম এস ওয়ার্ড মাষ্টার ক্লাস ১৪

 


  • কিভাবে কমাণ্ড ব্যবহার করে ট্যাব মুছে ফেলবেন?

    • যে প্যারাগ্রাফ কিংবা লাইনের ওপর প্রয়োগ করা ট্যাব মুছে ফেলতে চান তা সিলেক্ট করুন।
    • Home ট্যাবের Paragraph গ্রুপ কিংবা প্যানেল এর ডানের ছোট এ্যারো ক্লিক করুন।
    • প্রদর্শিত ডায়ালগ বক্স হতে Tabs বাটন ক্লিক করুন।
    • এবারে Tab stop position হতে যে ট্যাবটি মুছে ফেলতে চান তা সিলেক্ট করুন।
    • অতপর Clear বাটনে ক্লিক করুন।
    • আর যদি সকল ট্যাব মুছে ফেলতে চান তবে Clear All বাটনে ক্লিক করুন।
    • অবশেষে Ok বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।










    • কীবোর্ড শর্টকার্ট কমাণ্ড কী?

      আমরা সাধারণত কাজের সময় মাউস দ্বারা ট্যাববারের গ্রুপ/প্যানেল থেকে বিভিন্ন কমান্ডসমূহ ব্যবহার করে থাকি।

      কিন্তু আপনি যদি ঐ কাজটি কীবোর্ড সর্টকাট কমাণ্ড ব্যবহার করে সম্পাদন করেন তবে অনেক কম সময়ে করতে পারবেন।

      ফলে আপনার মূল্যবান সময় বেঁচে যাবে।

      কীভাবে এম এস ওয়ার্ডে নির্দিষ্ট ফন্টের জন্য শর্টকাট কী তৈরি করবেন?

      কম্পিউটারে ডিফল্ট অবস্থায় এম ওয়ার্ড ২০১৯ ভার্সনে Calibri ফন্টটি নির্ধারণ করা থাকে। বাংলা লেখার জন্য আমরা প্রায় সকলেই SutonnyMJ ফন্টটি ব্যবহার করে থাকি

    • আপনি যখন বাংলা এবং ইংরেজি উভয় এর সমন্বয়ে কোন ডকুমেন্ট সম্পাদন করতে চাইবেন তখন বাংলা লেখার সময় বাংলা ফন্ট এবং ইংরেজি লেখার সময় ইংরেজি ফন্ট নির্ধারণ করার প্রয়োজন হবে।

      আর এজন্য SutonnyMJ এবং Calibri ফন্টের জন্য নির্দিষ্ট কীবোর্ড সর্টকাট তৈরি করে রাখলে কাজের গতি অনেকাংশে বেড়ে যাবে।

      ধরুন, SutonnyMJ ফন্টটির জন্য কীবোর্ড সর্টকাট কী তৈরি করবো। এজন্য নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।

      • File ট্যাব ক্লিক করে প্রদর্শিত মেন্যু হতে Option ক্লিক করুন।

      কীভাবে এম এস ওয়ার্ডে আপনার প্রিয় ফন্টের জন্য শর্টকাট কী তৈরি করবেন?

      কীভাবে এম এস ওয়ার্ডে আপনার প্রিয় ফন্টের জন্য শর্টকাট কী তৈরি করবেন?

      • প্রদর্শিত Word Options এর ডায়লগ বক্সের বায়ের প্যানেল হতে Customize Ribbon সিলেক্ট করুন।
      • অতপর Customize বাটন ক্লিক করুন।

      কীভাবে এম এস ওয়ার্ডে আপনার প্রিয় ফন্টের জন্য শর্টকাট কী তৈরি করবেন?

      • প্রদর্শিত Customize Keyboard এর ডায়ালগ বক্স হতে Categories সেকশন হতে Fonts সিলেক্ট করুন এবং Fonts সেকশন হতে SutonnyMJ ফন্ট সিলেক্ট করুন।
      • এবারে Press new shortcut key এর নিচের ঘরে কার্সর রেখে কীবোর্ডের Ctrl কী চেপে ধরে নিউমেরিক প্যাডের 1 চাপুন।

      কীভাবে এম এস ওয়ার্ডে আপনার প্রিয় ফন্টের জন্য শর্টকাট কী তৈরি করবেন?

      লক্ষ্য করুন, Currently Assign To এর ডানে [unassigned] লেখাটি প্রদর্শিত হচ্ছে কিনা। না হলে বুঝতে হবে Ctrl+1 কীবোর্ড সর্টকাটটি অন্য কোন কমাণ্ডের জন্য নির্ধারণ করা আছে।

      আপনার নির্বাচিত SutonnyMJ ফন্টটি জন্য কোন সর্টকাট (অর্থাৎ Ctrl+1) নির্ধারণ করা থাকলে Current Key এর নিচের ঘরে প্রদর্শিত হবে।

      কীভাবে এম এস ওয়ার্ডে আপনার প্রিয় ফন্টের জন্য শর্টকাট কী তৈরি করবেন?

      • সবকিছু ঠিকঠাক থাকলে Assign বাটনে ক্লিক করুন।
      • এবারে প্রদর্শিত ডায়ালগ বক্স হতে বের হতে Close বাটনে ক্লিক করুন।
      • পুনরায় প্রদর্শিত ডায়ারগ বক্সের Ok/Close বাটন ক্লিক করুন।

      এভাবে আপনি আপনার কাজের গতি ও মানোন্নয়নে প্রয়োজনীয় ফন্টের শর্টকাট কী তৈরি করতে পারবেন।

Previous Post Next Post